"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"

in Incredible India2 years ago (edited)
png_20230714_213556_0000_093607.png

"Edited by canva"

Hello,

Everyone,

আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের কমিউনিটিতে এক্টিভ ইউজারদের এনগেজমেন্ট রিপোর্ট। যেটি প্রতি সপ্তাহেই আমি একটি নির্দিষ্ট দিনে আপনাদের সাথে শেয়ার করে থাকি।

ফলত,এই রিপোর্টের মাধ্যমে আপনারা প্রত্যেকেই নিজেদের কার্যাবলীর পাশাপাশি, অন্যান্য ইউজারদের কার্যাবলের সম্পর্কে জানতে পারেন।

IMG-20220907-WA0007.jpg

প্রতি সপ্তাহে এনগেজমেন্ট রিপোর্ট তৈরি করাটা আমার একটি দায়িত্বের মধ্যে পড়ে এবং আমি চেষ্টা করি নিজের দায়িত্বটি সঠিকভাবে পালন করতে। তবে সবথেকে বেশি খারাপ লাগে যখন, বেশ কিছু ইউজারের এনগেজমেন্টের সংখ্যা অনেকটা কম থাকে।

তবে হ্যাঁ কিছু ইউজারের জন্য এই কাজটি করার উৎসাহ পাই, যারা প্রতি সপ্তাহেই নিজেদের জায়গাটা এই এনগেজমেন্ট রিপোর্ট এর মধ্যে ধরে রাখার চেষ্টা করেন। তাদের এই চেষ্টাটাই আমাকে প্রতি সপ্তাহে উৎসাহিত করে এই রিপোর্টটি উপস্থাপন করার জন্য।

প্রতি সপ্তাহেই নতুন আশা নিয়ে আমি এনগেজমেন্ট রিপোর্ট লিখতে বসি যে, এই সপ্তাহের রিপোর্টের মধ্যে আশা করছি বেশি সংখ্যক ইউজারদের নাম রাখা সম্ভব হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় রিপোর্টে নাম রাখার ক্ষেত্রে যে সকল ক্রাইটেরিয়া অ্যাডমিন ম্যাম রেখেছেন, তারা অনেকেই সেগুলোকে সঠিকভাবে পালন করে না। ফলত, তাদের নাম আমি এই রিপোর্টে অন্তর্ভুক্ত করতে পারি না।

IMG-20220907-WA0007.jpg

যাইহোক গতকাল আমি আপনাদের সাথে আমার সাপ্তাহিক মডারেটরের রিপোর্ট শেয়ার করেছিলাম। যার মধ্যে আমি উল্লেখ করেছিলাম, সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্টের ক্ষেত্রে আমাদের অ্যাডমিন ম্যাম নিয়মের বেশ কিছু পরিবর্তন এনেছেন।

আশা করছি আপনারা আমার পূর্বের এনগেজমেন্ট রিপোর্টে তার উল্লেখ পেয়েছেন। যাইহোক চলুন এবার আমি আমাদের কমিউনিটির কর্মরত সমস্ত মডারেটরদের এনগেজমেন্ট ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি।

এনগেজমেন্ট ডিটেলস শেয়ার করার পূর্বে, আমি অনেক শুভেচ্ছা জানাই @jakaria121 ভাইকে কমিউনিটির নতুন মডারেটর হিসেবে নির্বাচিত হওয়ার জন্য। যদিও আমরা দীর্ঘদিন একই কমিউনিটিতে কাজ করছি। তবে নিজের কাজের ভিত্তিতে এই নতুন পদ পাওয়ার জন্য, আমার পক্ষ থেকে তাকে অসংখ্য শুভেচ্ছা জানাই।

আশা করছি এই ভাবেই আমরা আরও দীর্ঘ পথ এগিয়ে চলব এবং এই কমিউনিটির হিতার্থে আমরা প্রত্যেকেই নিজের নিজের দায়িত্ব সততার সাথে পালন করব।

IMG-20220907-WA0007.jpg

Moderator's engagement details

UsernameNo.of Postcomments
@piya37109
@sampabiswas781
@crismenia666
@jakaria121661
@rubina203548

IMG-20220907-WA0007.jpg

এইবার আমি আপনাদের সাথে শেয়ার করব কমিউনিটিতে যুক্ত এক্টিভ ইউজারদের এনগেজমেন্ট ডিটেলস,

User's engagement details

UsernameNo.of Postcomments
@sayeedasultana858
@hasnahena845
@sabus7181
@sairazerin7140
@karobiamin71795
@mukitsalafi780
@abubokkar730
@yousha4664
@mdsahin111654
@muktaseo636
@shasan705621
@sakib012537
@yoyopk528
@xhadhin447
@farhanahossin437
@saha10420

IMG-20220907-WA0007.jpg

গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রত্যেকটি ইউজারের কাজের অনেকটাই উন্নতি চোখে পড়ছে, যেটা সত্যিই ভালো লাগার মতন একটা বিষয়। খুব সত্যি কথা বলতে আপনারা যদি এইভাবে নিজেদের এনগেজমেন্ট বৃদ্ধি করেন তাহলে দেখবেন নিজেদের কাজ করার আগ্রহ আরো অনেকটাই বেড়ে যাবে। পাশাপাশি আমাদেরও প্রতিদিন আপনাদের কাজের মূল্যায়ন করতে ভালো লাগবে।

তার পাশাপাশি সাপ্তাহিক এই এনগেজমেন্ট রিপোর্ট আপনাদের সকলের সামনে উপস্থাপন করার ক্ষেত্রে আমার আগ্রহ আরও বেশি বৃদ্ধি পাবে। কারণ যে কোনো কাজ তখনই সফলতার শীর্ষে পৌঁছায়, যখন একসাথে অনেকে মিলে কাজটিকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

"উপসংহার"

যাইহোক আমার এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট আমি এখানে শেষ করছি। আশাকরছি এই রকম ভাবেই প্রত্যেক ইউজার নিজের নিজের দায়িত্ব পালন করবেন এবং এই সপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্টে নিজের নামটি অব্যাহত রাখবেন।

আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। আপনাদের আগামী দিনগুলো অনেক ভালো কাটুক। সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন এই প্রার্থনা করেই আমার লেখা শেষ করছি। ধন্যবাদ ও শুভ রাত্রি।

Sort:  
 2 years ago 

@jakaria121 ভাইকে অভিনন্দন জানাই কমিউনিটির নতুন মডারেটর হিসেবে নির্বাচিত হওয়ার জন্যে। সেইসাথে দিদিকেও ধন্যবাদ জানাই এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট প্রকাশ করার জন্যে।

 2 years ago 

Thank you so much ❤️

 2 years ago 

আবারো নতুন একটা সপ্তাহের কার্যক্রম আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। তবে এই সাপ্তাহে দেখলাম আমার এনগেজমেন্ট অনেক কমে গেছে। ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব, আগের মতো এনগেজমেন্ট ফিরিয়ে নিয়ে আসার জন্য।

@jakaria121 আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন 🎉🎉🎉🎉

 2 years ago 

Thank you so much ❤️

আপনি এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট আমাদের সবার মাঝে উপাস্থাপন করেছেন ৷ আর এই সপ্তাহের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট আসলেই অনেক আকর্ষণীয় কারন সবার এনগেজমেন্ট রিপোর্ট বৃদ্ধি পেয়েছে ৷ তার পাশাপাশি @jakaria121 ভাইকে কমিউনিটির নতুন মডারেটর হিসেবে নির্বাচিত করেছেন ৷ জাকারিয়া ভাইয়ের জন্য শুভকামনা এবং অভিনন্দন ৷ তার সাথে দিদি আপনাকেও অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 years ago 

Thank you so much ❤️

Loading...
 2 years ago 

ধন্যবাদ দিদি প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেপ ইনগেইজমেন্ট রিপোর্ট প্রকাশ করার জন্য। সবার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

প্রতি সাপ্তাহের ন্যায় এই সাপ্তাহের এংগেজমেন্ট রিপোর্ট দেখে খুব ভালো লাগলো। মোটামোটি সবার ই এংগেজমেন্ট বৃদ্ধি হয়েছে।আর বেশি পরিমাণে বৃদ্ধি করার চেষ্টা আমাদের সকলের ই করা উচিত। ধন্যবাদ সবাইকে।সবার জন্য শুভকামনা রইল।আর দিদি কে অনেক ধন্যবাদ। খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

প্রতি সপ্তাহের মতো এবারো খুব সুন্দর একটি সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট দেখতে পেলাম। একই সাথে সকলের সাপ্তাহিক কার্যবিধি ও লক্ষ্য করার মতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি, এরকম সুন্দর একটি এনগেজমেন্ট রিপোর্ট পোস্ট করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

এ সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই রিপোর্টের মাধ্যমে কে কতটুকু পরিশ্রম করেছে তা বুঝা যায়। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর রিপোর্ট প্রকাশ করার জন্যে। সত্যি কথা বলতে এই রিপোর্ট এর জন্যে আমি সপ্তাহের এই দিনে অধীর আগ্রহে বসে থাকি। আগে আমার নাম সবার নীচে দেখতাম, এখন ধীরে ধীরে একটু একটু করে মাঝে চলে এসেছি। খুব শীঘ্রই হয়তো ৩ এর ভিতর থাকতে পারবো

 2 years ago 

প্রথমেই দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই খুব সুন্দর ভাবে গত সপ্তাহের মতোই এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট খুব সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য।
এই পোস্টে মাঝে আমরা জানতে পারি কে কতটুকু প্রতি সপ্তাহে কাজ করেছি এবং এই রিপোর্টে মাধ্যমে আমাদের কাজের আগ্রহটাও কিন্তুু বেড়ে যায় , চেষ্টা করব পরবর্তী সপ্তাহে নিজের এংগেজমেন্ট আরো বৃদ্ধি করার জন্য, দিদি আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।