আমাদের হাসপাতালের পক্ষ থেকে বনভোজন।
লোহাগারা মা-মণি হাসপাতাল থেকে আগামীকাল সকল ডাক্তার এবং সকল শ্রেণীর কর্মচারীদের কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। আমরা অন্তত ৯০ জন কাল সকালে কক্সবাজারের উদ্ধ্যেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে।
আমাদের ভ্রমন হচ্ছে লোহাগাডা মা-মণি হাসপাতাল টু সাপারিপার্ক এবং ওখান থেকে কক্সবাজার। আমরা প্রথমে সাপারিপার্ক এ কিছুক্ষন ঘুরাঘুরি করব এবং তারপর কক্সবাজার চলে যাব ওখানে গিয়ে খাবার শেষ করে আমরা সাগরে নামব এবং ওখানে কিছুক্ষন মজা করব। এবং আমরা আবার সবাই মিলে চলে আসব।
কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্হিত একটি পর্যটন শহর। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত। এইখানে আমি আশা করি আমাদের অনেক মজা হবে সো সবার কাছে দোয়ার প্রত্যশা করি যাতে আমরা সুষ্ট এবং সফল ভাবে আমাদের বনভোজন শেষ করে আসতে পারি।
source
Translate by google