আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তির বিশেষ কনটেস্টে আমার অংশগ্রহণ
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ০৯ ই জুন ২০২৫ ইং
@rme দাদার পোস্ট থেকে নেয়া
দেখতে দেখতে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির চার বছর পূর্ণ হয়ে গেল। দাদা চার বছর ধরে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রতিটি মেম্বার থেকে শুরু করে সকল ধরনের মডারেটর এবং অ্যাডমিন কে একদম নিজের ভাইয়ের মতো দেখে শুনে আসছেন। আশা করছি ভবিষ্যতে ও এরকম আমাদের কে দেখে শুনে রাখবেন। দাদা প্রতি বছর বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকেন।আর সেই অনুপাতে এবার ও একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। তবে, এবছরের প্রতিযোগিতা টি অনেক টা ভিন্নধর্মী। এবছরের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমাদের সকলের প্রিয় $puss কয়েন নিয়ে।
প্রায় এক বছর আগে আমাদের কমিউনিটির প্রিয় প্রতিষ্ঠাতা দাদা মজার ছলে $puss কয়েন টি তৈরি করেছিলেন।$puss কয়েন টি লঞ্চ করার বেশ কিছু দিনের মধ্যেই স্টিমিট সহ আরো বিভিন্ন ধরনের সোসিয়াল মিডিয়ার মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করে।আর এটি সম্ভব হয়েছে শুধু মাত্র আমাদের দাদার চেষ্টা এবং আমাদের সকলের সাপোর্ট। যেহেতু এটি দাদার একটি শখের প্রজেক্ট, তাই দাদা ইতিমধ্যে এই প্রজেক্টের মধ্যে প্রচুর পরিমাণে টাকা ব্যয় করেছেন। আশা করছি ভবিষ্যতে এই প্রজেক্ট টি পুরো বিশ্বের মধ্যে একটি জনপ্রিয় ক্রিপ্টো কারেন্সি প্রজেক্ট হিসেবে জায়গা নিতে পারবে।আর আমরা সেই দিনের জন্য অপেক্ষা করছি।
যেহেতু এবারের প্রতিযোগিতা টি $puss বিষয়ক।আমি AI দিয়ে $puss কয়েন প্রমশনের একটি ভিডিও ক্লিপ তৈরি করেছি।আর এই ভিডিও এর মধ্যে থাকা পুরো কনটেক্সট টি আমার নিজের থেকে লেখা। নিচে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
AI এর নাম: InVideo
AI ভিডিও প্রম্পট 👇
$puss টোকেন আমার বাংলা ব্লগ কমিউনিটির একটি নিজস্ব কয়েন। এটি তৈরি করেছেন "আমার বাংলা ব্লগ" প্রিয় প্রতিষ্ঠাতা দাদা নিজেই তৈরি করেছেন। তবে, এই কয়েন টি দাদা তৈরি করলে ও এই কয়েনের মালিক আমরা সকলেই। আমাদের সকলের প্রিয় এই $puss অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে।আর এটি সম্ভব হয়েছে আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠাতা দাদা। আমরা আশা করছি এই $puss কয়েন টি একদিন পুরো পৃথিবীর মধ্যে রাজত্ব করবে। আমরা চাইলে এই $puss কয়েন কিনে রাখতে পারি।যাতে করে ভবিষ্যতে লাভবান হতে পারি।
$puss প্রমোশন ভিডিও 👇
$puss কয়েন চাঁদ পর্যন্ত যাক।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1932130931470717072?t=gSeKcNjiDaPhFhIpLxC32A&s=19
https://x.com/Riyadx2P/status/1932131243891503279?t=gSeKcNjiDaPhFhIpLxC32A&s=19
Screenshot
আপনাকে অনেক অভিনন্দন জানাই এরকম একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে আপনি খুবই সুন্দর একটি ভিডিও তৈরি করেছেন৷ এত সুন্দর একটি ভিডিও দেখে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর ভিডিও তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সাধারণ হয়েছে৷ আশা করি প্রতিযোগিতায় ভালো অবস্থান অর্জন করতে পারবেন৷ শুভকামনা রইল আপনার জন্য৷
আপনাকে অনেক অভিনন্দন জানাই এরকম একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে আপনি খুবই সুন্দর একটি ভিডিও তৈরি করেছেন৷ এত সুন্দর একটি ভিডিও দেখে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর ভিডিও তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সাধারণ হয়েছে৷ আশা করি প্রতিযোগিতায় ভালো অবস্থান অর্জন করতে পারবেন৷ শুভকামনা রইল আপনার জন্য৷