"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৬৭ [ তারিখ : ২১.০৯.২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @monira999


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

7179.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


7178.jpg

জেনারেল রাইটিং প্রত্যাশা এবং প্রাপ্তি by @monira999 ( 20/09/2025)

আমাদের জীবনের প্রত্যাশা এবং প্রাপ্তি দুটোই যেন আলাদাভাবে চলে। কিংবা আলাদা সমীকরণে চলে। আমরা হয়তো অনেক কিছুই প্রত্যাশা করি। অনেক কিছুই ভেবে রাখি। কিংবা অনেক কিছুর আশায় বসে থাকি। কিন্তু দিন শেষে প্রাপ্তির জায়গা গুলোতে গিয়ে মনে হয় যেন সবকিছু শুধু শূন্যতায় ভরা। আমরা আমাদের কাছের মানুষদের উপর অনেক কিছুই প্রত্যাশা করি। তাদের নিয়ে স্বপ্ন দেখি। তাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি। কিন্তু দিনশেষে হতাশা এসে মনের মাঝে ভিড় করে।---


এই মাঝরাতে অনেকটা দিন পরে, জীবন নিয়ে সৃজনশীল লেখা পড়তে শুরু করেছিলাম, তখন অথরের লেখার মাঝে যে ভাবার্থ খুঁজে পেয়েছি, তা নিজের ভাষায় লেখার চেষ্টা করলাম।

মানুষের জীবনে প্রত্যাশা আর প্রাপ্তি কখনোই একরকম হয় না। আমরা পরিবার, কাছের মানুষ কিংবা ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন দেখি, অনেক আশা করি। কিন্তু বাস্তবতায় যখন সেই প্রত্যাশা পূর্ণ হয় না, তখন মনে গভীর হতাশা, শূন্যতা আর কষ্ট জন্মায়।

প্রত্যাশা ছাড়া জীবন এগোয় না কারণ স্বপ্ন দেখতে গেলে প্রত্যাশা থাকবেই। কিন্তু যাদের ওপর আমরা ভরসা করি, যাদের ওপর নির্ভর করি, সেই মানুষগুলো যখন আমাদের প্রত্যাশা ভেঙে দেয়, তখন জীবনটা অগোছালো আর নিরাশ লাগে। তবুও মানুষ থেমে থাকে না হতাশার মাঝেও নতুন স্বপ্ন দেখে, নতুনভাবে ভালো কিছুর প্রত্যাশা করে।

সব মিলিয়ে ভালো লেগেছে লেখাটি, তাই অথরের লেখাটি ফিচার্ড হিসেবে মনোনীত করলাম।


7177.jpg

ছবিটি মনিরা আপুর ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 14 days ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্টে আমার এই পোস্ট নির্বাচিত হয়েছে দেখে সত্যিই ভালো লাগলো। জীবনের প্রত্যাশা গুলো কখনো কখনো প্রাপ্তিতে পরিণত হয় না।