"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৯৭ [ তারিখ : ০৪-০৭-২০২৫]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @maria47
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
রেসিপি-স্বল্প সময়ে ঝরঝরে পোলাও এর রেসিপি" by @maria47(তারিখ 04.07.2025)
আজকের ফিচার্ড পোস্ট নির্বাচন করার জন্য আমি সবার পোস্টগুলো চেক করছিলাম। প্রতিদিনের মতো আজকেও সবাই দারুন দারুন পোস্ট উপস্থাপন করেছে। "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা প্রতিনিয়তই দারুন দারুন পোস্ট উপস্থাপন করে। তাদের মেধা এবং দক্ষতা সব সময় আমাদেরকে মুগ্ধ করে। আর এই পোস্টগুলোর মধ্য থেকে একটি ফিচার্ড পোস্ট নির্বাচন করতে গিয়ে একটি রেসিপি পোস্ট দেখে চোখ আটকে গেল। মারিয়া আপুর তৈরি করা পোলাও রেসিপি ভীষণ ভালো লেগে গেল। তাই আজকে আমি এই রেসিপি পোস্টটি ফিচার আর্টিকেল পোস্ট হিসেবে নির্বাচিত করেছি। মারিয়া আপু সব সময় দারুন দারুন রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেন। আর এই পোলাও রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছিল। সহজ ভাবে এবং অল্প উপকরণ দিয়ে এই মজার রেসিপি তৈরির পদ্ধতি দেখে খুবই ভালো লেগেছে। যে কেউ এভাবে রান্না করে খেতে পারবে। আমি ব্যক্তিগতভাবে পোলাও খেতে পছন্দ করি।
মারিয়া আপু "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার। তিনি প্রতিনিয়তই নিজের কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। বিশেষ করে মনিরা আপুর রেসিপি পোস্টগুলো অনেক ভালো লাগে। এছাড়া তিনি পেইন্টিং করা, গল্প লিখা, কবিতা লিখা এসব বিষয়েও পারদর্শী। মনিরা আপুর ইউনিক পোস্ট গুলো দেখে ভালো লাগে। এছাড়া কমিউনিটির যে সমস্ত মেম্বার তাদের চমৎকার সব সৃজনশীলতা দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করে চলেছেন মারিয়া আপু তাদের মধ্যে একজন।
Wow, @abb-featured! This "আজকের ফিচারড আর্টিকেল" initiative is absolutely brilliant! Highlighting a standout post from the vibrant "আমার বাংলা ব্লগ" community each day is such a fantastic way to recognize quality content and encourage engagement.
The feature on @maria47's ঝরঝরে পোলাও রেসিপি is mouthwatering! It's wonderful how you spotlight not only the recipe itself but also Maria's consistent contributions and diverse talents within the community. This is community building at its finest! I'm eager to explore the monthly PDF of featured articles. Keep up the amazing work celebrating your members! I'll definitely check out @maria47's post; I love a good পোলাও.
বাহ মারিয়া আপু! 🌸
আপনার পোলাও রেসিপি সত্যিই মন জয় করে নিয়েছে।
এত সহজ, সুস্বাদু আর সুন্দরভাবে উপস্থাপন করেছেন — সত্যিই চমৎকার।
আপনার পরিশ্রম, সরলতা আর সৃজনশীলতা "আজকের ফিচারড আর্টিকেল" হওয়ার একদম উপযুক্ত ছিল।
আপনার মত ট্যালেন্টেড মানুষদের জন্যই আমাদের কমিউনিটি এতটা বিশেষ হয়ে উঠেছে।
ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা!
আমরা অপেক্ষায় থাকবো আরও অসাধারণ সব পোস্টের জন্য।
এমন লোভনীয় একটি রেসিপি শেয়ার করতে পেরে আমার নিজেও খুবই ভালো লেগেছে।অল্প সময় এর মধ্যে যখন ইচ্ছে এই রেসিপিটি তৈরি করা যায়।বিশেষ করে যারা পোলাও প্রেমী তাদের জন্য এই মজাদার রেসিপিটি।আমার তৈরি করা রেসিপিটি সকলের কাছে ভালো লেগেছে এই জন্য আমি ধন্য।আমার পোস্টটি আজকের ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।