"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭১৮ [ তারিখ : ২৮ - ০৭ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @saymaakter


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

3037.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


3035.jpg

জেনারেল রাইটিং পোস্ট ভাই বড় ধন রক্তের বাঁধন original writing by @saymaakter ( date 28.07.2025 )

যদিও দুদিন থেকে প্রচন্ড ঠান্ডা এবং জ্বর। তারপরে এত অসুস্থ থাকার পরেও হঠাৎ বড় ভাইয়ের অপারেশনের খবরটা আরো আমাকে নার্ভাস করে তুলছিল । কেন না নার্ভাস হওয়ার মতোই কথা। আমার বড় ভাইয়ের হার্টের সমস্যা ছিল।ইন্ডিয়ায় গিয়ে কয়েক বছর আগে সেখানে অপারেশন করে এবং সেই ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা করে এসেছে। যদিও তার হার্টের রিং পড়ানো আছে এবং খুব সাবধানে চলাফেরা করতে হয়। তাকে রেগুলার নিয়ম মাফিক চলতে হয় এবং ওষুধ খেতে হয়। এর মাঝে আবার অসুস্থ হয়ে যায়। এবং সেই অসুস্থতার জন্য তাকে অপারেশন করতে হবে।
--


এই সন্ধ্যাবেলা অথরের লেখাটা পড়ে বেশ খারাপ লাগলো, আমি প্রথমেই অথর এবং তার ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি।

অথর নিজে অসুস্থ, তারপরেও তার ভাইয়ের যখন অসুস্থতার কথা শুনেছে, তখন সে মনের দিক থেকে বড্ড ভেঙে পড়েছিল, আসলে এই লেখায় ভাই বোনের সীমাহীন ভালোবাসার প্রমাণ মিলেছে ।

এটাই চিরন্তন সত্য, ভাই বোনের ভালোবাসার আসলে কোন শেষ নেই, তা আসলে কোন কিছু দিয়ে মূল্যায়ন করা যায় না। লেখাটা অনেকটাই মনে দাগ কেটে গিয়েছে, এজন্যই সন্ধ্যেবেলা এমন ভালোবাসা পূর্ণ লেখাকে সম্মান দিতে চাই , ভাই বোনের ভালবাসাকে অন্তর থেকে সম্মান জানাচ্ছি।

পৃথিবীতে সকল ভাই বোনের ভালোবাসা অটুট থাকুক, এটাই চাওয়া।


3036.jpg

ছবিটি সায়মা আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 15 days ago 

আমার পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবথেকে ভালো লাগছে আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমার ভাইয়ের অপারেশন সাকসেসফুল সে সুস্থ আছে জেনে। আল্লাহতালার কাছে অশেষ শুকরিয়া আমার ভাইকে সে সুস্থ করে দিয়েছেন।আরো ভালো লাগলো এই পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত হয়েছে ধন্যবাদ ভাই আপনাকে।

 15 days ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। সায়মা আপুর পোস্ট দেখে অনেক ভালো লেগেছে। আপু অনেক ভালো লিখেছেন।