"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৩৭ [ তারিখ : ১৮ - ০৮ - ২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @narocky71


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম নুরুল আলম রকি। তার steemit I'd @narocky71। তিনি বাংলাদেশী নাগরিক । তিনি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করেন। তিনি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসেন। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করেন। এছাড়াও তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। যখনই তার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়েন। বিশেষ করে তিনি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করেন। তিনি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করেন। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসেন। বর্তমানে তিনি বেশি সময় কাটান আর্ট শিখতে। বর্তমানে তার স্বপ্ন, তিনি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হবেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

11111111.png

Screenshot 2025-08-18 211741.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


hghdgfc.jpeg

আর্ট : বাঁশির ম্যান্ডেলা আর্ট (date 18.08.2025 )

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাঁশির ম্যান্ডেলা আর্ট। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকের বাঁশির ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে। আর্ট করতে আমি অনেক বেশি ভালোবাসি। কিন্তু আমার কাছে ম্যান্ডেলা আর্ট করতে সবথেকে বেশি ভালো লাগে। কিন্তু আমার কাছে নরমাল ম্যান্ডেলা আর্টের থেকে কালারফুল ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে এবং করতে একটু বেশি ভালো লাগে। বাঁশি আমাদের কম বেশি সবারই খুব পছন্দের। আমি তো আজকে চেষ্টা করেছি বাঁশির সমন্বয়ে সুন্দর করে একটা ম্যান্ডেলা আর্ট করার জন্য। নিখুঁতভাবে আর কালারফুল ভাবে এই ম্যান্ডেলা আর্টটি করার পর দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। ধৈর্য আর দক্ষতাকে কাজে লাগিয়ে এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো করলে দেখতে একটু বেশি সুন্দর লাগে। আমি চেষ্টা করেছি সুন্দর করে পুরোটা তুলে ধরার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই আর্টটি করার ধাপগুলো।--


আজ ফিচার্ড আর্টিকেল বা পোস্ট সিলেট করতে গিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দেখলাম। তার মধ্যে এই পোস্টটি আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে মেন্ডেলা জাতীয় ড্রয়িং এ অনেকটা প্রচুর সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যেটা তিনি অনেক ভালোভাবেই পোস্টের মাঝে উল্লেখ করেছেন। আর এই ধরনের আর্ট গুলো করতে বেশ সময় অপচয় হয় এবং যখন ড্রয়িংটি শেষ হয় তখন দেখতে অনেকটা বেশি চমৎকার হয়। তাই তো এই কাজের জন্য ধৈর্য এবং সময় উভয়েরই প্রয়োজন।

রকি ভাই আমাদের এই কমিউনিটির একজন পুরাতন মেম্বার। তিনি সবসময় অনেক ভালো ধরনের পোস্ট আমাদের উপহার দিয়ে আসছেন। সেই সাথে তার পোস্টের কোয়ালিটি ও অনেক হাই লেভেলের হয়ে থাকে। সব মিলিয়ে আজকের এই পোস্ট অনেকটা চমৎকার হয়েছে এছাড়াও তিনি সবকিছু চমৎকার ভাবে এই পোষ্টের মধ্যে উল্লেখ করেছেন। তার পোস্টের মধ্যে মার্কডাউন এবং কথাগুলো ছিল অনেক চমৎকার। তাই সবকিছু মিলে এই পোস্টটি ফির্চাড হিসেবে সিলেক্ট করা হলো।


jhfxhjv.jpeg

ছবিটি @narocky71এর ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 yesterday 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। রকি ভাইয়ার আর্ট খুবই সুন্দর হয়েছে। দারুন একটি আর্ট নির্বাচিত করা হয়েছে। রকি ভাইয়াকে অভিনন্দন জানাচ্ছি।

 14 hours ago 

আজকের এই ফিচার্ড আর্টিকেলে অনেক সুন্দর একটা আর্ট পোস্ট দেখলাম। এই আর্টটি কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আমার কাছে দেখতেও অনেক ভালো লেগেছে। narocky71 সব সময় খুব সুন্দর সুন্দর আর্ট করে। উনাকে জানাই অনেক বেশি অভিনন্দন।

 11 hours ago 

আজকের ফিচার্ড আর্টিকেলে আমার আর্ট পোস্ট দেখে খুব ভালো লাগছে। আমি আর্ট করতে সব সময় অনেক ভালোবাসি। ম্যান্ডেলা আর্ট আমি যখনই সময় পাই তখনই করার চেষ্টা করি। এই আর্ট গুলো অনেক নিখুঁত ভাবে আর ধৈর্য ধরে করা লাগে। আমি আরো উৎসাহিত হলাম আমার পোস্টটা ফিচারডে দেখে। ধন্যবাদ আমার পোস্টটি মনোনীত করার জন্য।