"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৩৭ [ তারিখ : ১৮ - ০৮ - ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @narocky71
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম নুরুল আলম রকি। তার steemit I'd @narocky71। তিনি বাংলাদেশী নাগরিক । তিনি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করেন। তিনি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসেন। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করেন। এছাড়াও তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। যখনই তার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়েন। বিশেষ করে তিনি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করেন। তিনি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করেন। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসেন। বর্তমানে তিনি বেশি সময় কাটান আর্ট শিখতে। বর্তমানে তার স্বপ্ন, তিনি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হবেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
আর্ট : বাঁশির ম্যান্ডেলা আর্ট (date 18.08.2025 )
আজ ফিচার্ড আর্টিকেল বা পোস্ট সিলেট করতে গিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দেখলাম। তার মধ্যে এই পোস্টটি আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে মেন্ডেলা জাতীয় ড্রয়িং এ অনেকটা প্রচুর সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যেটা তিনি অনেক ভালোভাবেই পোস্টের মাঝে উল্লেখ করেছেন। আর এই ধরনের আর্ট গুলো করতে বেশ সময় অপচয় হয় এবং যখন ড্রয়িংটি শেষ হয় তখন দেখতে অনেকটা বেশি চমৎকার হয়। তাই তো এই কাজের জন্য ধৈর্য এবং সময় উভয়েরই প্রয়োজন।
রকি ভাই আমাদের এই কমিউনিটির একজন পুরাতন মেম্বার। তিনি সবসময় অনেক ভালো ধরনের পোস্ট আমাদের উপহার দিয়ে আসছেন। সেই সাথে তার পোস্টের কোয়ালিটি ও অনেক হাই লেভেলের হয়ে থাকে। সব মিলিয়ে আজকের এই পোস্ট অনেকটা চমৎকার হয়েছে এছাড়াও তিনি সবকিছু চমৎকার ভাবে এই পোষ্টের মধ্যে উল্লেখ করেছেন। তার পোস্টের মধ্যে মার্কডাউন এবং কথাগুলো ছিল অনেক চমৎকার। তাই সবকিছু মিলে এই পোস্টটি ফির্চাড হিসেবে সিলেক্ট করা হলো।
Wow, @abb-featured! This initiative, "আজকের ফিচারড আর্টিকেল" (Today's Featured Article), is a brilliant way to highlight the amazing content being created within the "আমার বাংলা ব্লগ" community. Showcasing @narocky71's stunning বাঁশির ম্যান্ডেলা আর্ট is a fantastic choice.
The detailed process you've outlined, from selecting a featured article to creating a summary post and a monthly PDF, demonstrates a real commitment to recognizing and promoting your community's talented writers and artists. @narocky71's dedication to his craft shines through in his art, and it's wonderful to see his work getting this extra attention.
This post encourages engagement by providing author background, highlighting the writer's skill, plus linking to the original content. Keep up the outstanding work! I encourage everyone to check out @narocky71's blog and support the "আমার বাংলা ব্লগ" community.
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। রকি ভাইয়ার আর্ট খুবই সুন্দর হয়েছে। দারুন একটি আর্ট নির্বাচিত করা হয়েছে। রকি ভাইয়াকে অভিনন্দন জানাচ্ছি।
আজকের এই ফিচার্ড আর্টিকেলে অনেক সুন্দর একটা আর্ট পোস্ট দেখলাম। এই আর্টটি কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আমার কাছে দেখতেও অনেক ভালো লেগেছে। narocky71 সব সময় খুব সুন্দর সুন্দর আর্ট করে। উনাকে জানাই অনেক বেশি অভিনন্দন।
আজকের ফিচার্ড আর্টিকেলে আমার আর্ট পোস্ট দেখে খুব ভালো লাগছে। আমি আর্ট করতে সব সময় অনেক ভালোবাসি। ম্যান্ডেলা আর্ট আমি যখনই সময় পাই তখনই করার চেষ্টা করি। এই আর্ট গুলো অনেক নিখুঁত ভাবে আর ধৈর্য ধরে করা লাগে। আমি আরো উৎসাহিত হলাম আমার পোস্টটা ফিচারডে দেখে। ধন্যবাদ আমার পোস্টটি মনোনীত করার জন্য।