"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৩৫ [ তারিখ : ১৬ - ০৮ - ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @riyadx2
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
পুরো নামঃ আমি রিয়াদ। একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
দীর্ঘ এক বছর পর গ্রামের ছেলেদের সাথে পুকুরে গোসল by @riyadx2 ( date 16.08.2025 )
অথরের লেখাটি যখন পড়ছিলাম,তখন কিছুটা হলেও বেশ ভালো লাগা কাজ করছিল নিজের মাঝে, কেননা এমন স্মৃতি আমার শৈশবেও ছিল। যা এখন আর চাইলেও কোনভাবে ফিরে পাওয়া যায় না। অথরকে এদিক থেকে সৌভাগ্যবান বলতে হয়, এমন মুহূর্ত সে কাটাতে পেরেছে এজন্য।
তার বন্ধুদের সঙ্গে শুক্রবারের দিনে পুকুরে গোসল করে দারুণ সময় অতিবাহিত করেছে, সেই প্রতিচ্ছবি লেখায় যেমন ফুটে উঠেছে, তেমনটা উপভোগ করেছি তাদের গোসল করার মুহূর্ত।
মনে হচ্ছিল যেন আমার নিজের শৈশব হাতছানি দিয়ে যাচ্ছিল, এদিক থেকে অথরকে ধন্যবাদ দিতেই হয়, এমন ভাবে আমার শৈশব কে মনে করিয়ে দেওয়ার জন্য। অথরের জন্য শুভেচ্ছা রইল।