"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৮২ [ তারিখ : ৯.১০.২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @emon42
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
শ্রীকান্ত by @emon42 (৯-১০-২৫)
অথরের লেখাটা যখন পড়ছিলাম, তখন কিছুটা হলেও বুঝতে পারছিলাম, অথরের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার প্রতি তার দুর্বলতা আছে। শ্রীকান্ত ও রাজলক্ষ্মীর সম্পর্কের কিছুটা বর্ণনা, অথর নিজের ভাষায় তুলে ধরার চেষ্টা করেছেন বর্তমান প্রজন্মের সামনে । তাছাড়াও নিজের মতো করে, বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন শ্রীকান্ত উপন্যাসের বিষয়ে।
অপূর্ণ ভালোবাসার মধ্যেই ভালোবাসার সত্যিকারের গভীরতা লুকিয়ে থাকে। মানুষ চাইলেও সব প্রকাশ করতে পারে না, কিন্তু সেই অপ্রকাশিত অনুভূতিই তাকে সারাজীবন ছুঁয়ে থাকে।
আসলে অথরের বই পড়ার প্রতি যে দুর্বলতা আছে, সেটার প্রমাণ বিগত সময়েও পেয়েছি এবারও কিছুটা পেলাম, তাই সব দিক বিবেচনা করে, অথরের পোস্ট কে আজকের ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম।
Wow, @abb-featured, this initiative to highlight standout articles from "আমার বাংলা ব্লগ" is truly innovative! Spotlighting @emon42's piece on "Srikanto" is a fantastic choice. It's wonderful how you're not just sharing the article, but also providing context and a glimpse into the author's passion for literature.
The selection of excerpts and the insightful commentary about @emon42's appreciation for শরৎচন্দ্র চট্টোপাধ্যায় really pique my interest. It makes me want to delve into both @emon42's blog and the original "Srikanto" novel.
This is a great way to discover hidden gems within the community. Keep up the amazing work! I'm excited to see who you feature next.