"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১২৬ [তারিখ : ১২-১১-২০২৩]

Todys_Featured_Articles_2.png
Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @oisheee


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- নীলিমা আক্তার ঐশী
জাতীয়তা বাংলাদেশী। উনার ভাষ্যমতে - আমি নীলিমা আক্তার ঐশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার - ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

oishi-1.PNG

oishi-2.PNG

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


26uUsAjKTsXCBRzTxRJWxpz7qLMdK4Nq6Ha3QAmrmWNLCRbG1Qv1uwPBmxGoGH9GovGRovctGpNWCybNRchzM8ewELhgDvBShqc6vzqDsp6LjiKXGArexVUQbGo7jk9cGxg3rzLfPqGgtFJ78td29HnEVk3L7Yv2cVWs7U.jpeg

চাঁদনী রাতের সিনারিও – পেইন্টিং by @oisheee by.• 11 November 2023||

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি চমৎকার পেইন্টিং নিয়ে। মাঝে মাঝে পেইন্টিং করতে আমার কাছে খুবই ভালো লাগে। যখন হাতে সময় থাকে এবং মন ভালো থাকে তখনই পেইন্টিং করতে বসে যাই। আর পেইন্টিং করার পর সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। আজ আমি চাঁদনী রাতের একটি চমৎকার সিনারিও এক্রেলিক রং দিয়ে পেইন্টিং করেছি। আর এই পেইন্টিংটায় আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে চাঁদনী রাতের সুন্দর সিনারিওটা কিভাবে পেইন্টিং করলাম সেটা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করি। …

3.jpeg

ছবিটি নেওয়া হয়েছে - ঐশী আপুর পোস্ট থেকে

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই অনেক রকম ভাবে আর্ট করে পোস্ট শেয়ার করে। আমরা প্রতি নিয়ত একেক জনের একেক রকমের সুন্দর সুন্দর দৃশ্য আর্ট করতে দেখি। আমি নিজেও প্রচুর আর্ট আমার বাংলা ব্লগ কমিউনিটিতে শেয়ার করেছি। তবে আমার কাছে ঐশী আপুর আর্ট গুলো খুবই খুবই বেশি ভালো লাগে। আমি বেশ কিছুদিন ধরেই উনার করা আর্ট গুলো দেখছি। যতই দেখি ততই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। প্রতিবারের মতো আজকের করা এই আর্টটিও অনেক বেশি সুন্দর হয়েছে। আজকের ফিচারড পোস্ট খুঁজতে গিয়ে ঐশী আপুর আজকের এই চাঁদনী রাতের সিনারিও – পেইন্টিং পোস্টি চোখের নজর কারে। তাই আজকের ফিচারড পোস্টের জন্য আমি এই পোস্টটিকেই পছন্দ করে নিয়েছি।

আর উনার পোস্ট করার ধরণটাও আমার কাছে বেশ ভালো লাগে। উনি উনার প্রতিটি পোস্ট খুব সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে উপস্থাপন করে যা সত্যি খুব প্রশংসনীয়। আমি আশাকরবো ঐশী আপু এভাবেই প্রতিনিয়ত উনার তীক্ষ্ণ বুদ্ধি ও অভিজ্ঞতা দিয়ে নতুন নতুন আর্ট আমাদের মাঝে শেয়ার করবেন ও সকলের নজর কারবেন ।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 2 years ago 

ঐশী আপুর পোস্টগুলো পড়া হয়। উনি বরাবরই সব ক্রিয়েটিভ আর্ট শেয়ার করে থাকেন। চাদঁনী রাতে পেইন্টিংটিি দারুণ ছিল। পোস্টটি ফিচারড আর্টিকেল সিলেক্ট করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি

 2 years ago 

ফিচার্ড আর্টিকেল হিসেবে পোস্টটি দারুন হয়েছে ।আর্টের কালার কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে দেখতে ভালো লাগছে । সব কিছু মিলিয়ে ভালো একজন ইউজার কে নমিনেশন দেয়া হয়েছে সত্যিই ভালো লাগলো দেখে ।

 2 years ago 

আজকে আপনার মাধ্যমে অনেক সুন্দর একটি ফিচারড আর্টিকেল দেখতে পেলাম। ঐশী আপুর কাজ গুলো দেখতে খুবই ভালো লাগে। উনি অনেক নিখুঁতভাবে যে কোন ধরনের আর্ট পোস্ট কিংবা ডাই পোস্ট তৈরি করেন। আমার কাছে বেশ ভালো লেগেছে আজকের শেয়ার করা পেইন্টিং। অনেক ভালো লাগলো ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে।

 2 years ago 

আজকের ফিচারড আর্টিকেলে নিজের নাম দেখে খুবই ভালো লাগছে। নিজের আর্টের এত প্রশংসা শুনতে খুব ভাল লাগে এবং অনেক উৎসাহ পাই । আমার আর্ট কর‍তে অনেক ভালো লাগে। তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে পেইন্টিং করার জন্য।আমার পোস্ট আজকের ফিচারড আর্টিকেলে নির্বাচন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আসলেই চমৎকার একটা পোস্ট, ব্যক্তিগতভাবে ড্রয়িংটা আমারও খুব পছন্দ হয়েছিল। এবং আজকের চমৎকার একটা ড্রইং সকলের সেরা পোস্ট হিসেবে নির্বাচিত হয়েছে।

 2 years ago 

আজকের ফিচারড আর্টিকেলে দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে। ঐশী আপু সত্যি দারুন আর্ট করেন। আপুর আর্ট আমার খুবই ভালো লাগে। রাতের প্রকৃতি দেখতে অনেক সুন্দর। এই আর্ট অসাধারণ হয়েছে। ঐশী আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @oisheee আপুকে দেখে ভালো লাগলো।উনার আর্টটি বেশ চমৎকার হয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আজকের ফিচারড আর্টিকেলে ঐশী আপুর চমৎকার একটি পেইন্টিং এর পোস্ট দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলে চিত্র অংকনটি খুবই সুন্দর হয়েছিল। চাঁদনী রাতে দৃশ্যটি খুবই সুন্দরভাবে ফুটে ফুটেছে উক্ত চিত্র অংকনের মধ্যে।

 2 years ago 

ঐশী আপুর এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঐশী আপুর এই পোস্টটা আমি দেখেছিলাম। তিনি অনেক নিখুঁতভাবে, ধৈর্য ধরে এবং দক্ষতাকে কাজে লাগিয়ে এই কাজটা সম্পূর্ণ করেছিলেন। ওনার কাজের প্রশংসা সত্যি না করে থাকা যায় না।