"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭২৫ [ তারিখ : ০৬ - ০৮ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shapladatta


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ হৈমন্তী দত্ত । জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃ বাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। তাঁহার ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে। বৈবাহিক অবস্থান- বিবাহিত। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২৩ সালের এপ্রিল মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xr3TFtH8RVzsMfReBrde7bbyy3fLH9uDXyCyrg9VtMC7QoeNaNssY9oJKm7zpRwDEr45oQoKHJ217E4198aHqTn5AnaG6.jpg

ডিমের কালিয়া রেসিপি❤️ by @shapladatta( date 06.08.2025 )

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়। আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো ডিমের কালিয়া রেসিপি । আশা করছি আপনাদের ভালো লাগবে।-


হৈমন্তী দত্ত আজ আমাদের জন্য এনেছেন গাইবান্ধা জেলার ঘরোয়া স্বাদের চমৎকার একটি রেসিপি — ডিমের কালিয়া। পুষ্টিকর ডিমকে সহজ উপকরণে, ধাপে ধাপে রান্না করে তৈরি করা হয়েছে এই মজাদার পদটি। প্রথমে ডিম সিদ্ধ করে ভেজে নেওয়া হয়, এরপর পেঁয়াজ কুচি, আদা, জিরা ও অন্যান্য বাটানো মসলা দিয়ে কষিয়ে তৈরি করা হয় সুস্বাদু ঝোল। শেষে ভাজা ডিম মসলায় দিয়ে রান্না করে নামিয়ে পরিবেশন করা হয়। সহজ উপায়ে বাড়িতে তৈরি করা যায় এমন এই রেসিপি সবার মন জয় করে নেবে — স্বাদেও অনন্য, উপস্থাপনাতেও দারুণ।

সবদিকে বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xr3TFtH8RVzsMfReBrde7bbyy3fLH9uDXyCyrg9VtMC7QoeNaNssY9oJKm7zpRwDEr45oQoKHJ217E4198aHqTn5AnaG6.jpg

ছবিটি হৈমন্তী আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  

আমি আবদুল আজিজ, একজন অভিজ্ঞ কনটেন্ট রাইটার, স্টোরি রাইটার, এবং মোটিভেশনাল ব্লগার। লেখালেখি আমার প্যাশন ও পেশা—আর আমি প্রতিনিয়তই চেষ্টা করি পাঠকদের মনের গভীরে পৌঁছাতে।

আমি আপনার সাইটে নিয়মিতভাবে মানসম্মত ও প্রাসঙ্গিক লেখা প্রকাশে আগ্রহী। আমার বিশ্বাস, আমার লেখাগুলো আপনার প্ল্যাটফর্মের পাঠকপ্রিয়তা ও গুণগত মানে ইতিবাচক প্রভাব ফেলবে।

আপনার দিকনির্দেশনা ও কিছু পরামর্শ পেলে আমি অত্যন্ত উপকৃত হবো। দয়া করে জানাবেন—কী ধরনের লেখা আপনার প্ল্যাটফর্মে অগ্রাধিকার পায় এবং কিভাবে আমি শুরু করতে পারি।