"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৬৮ [ তারিখ : ২২.০৯.২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @srshelly0399


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

লেখিকা: শেলি। উনি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসেন। নতুন কিছু শিখতে ও জানতে ভালোলাগে তার। ঘুরতে আর খেতে খুব ভালোবাসেন। অবসর সময় পেলেই ছবি আঁকেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000078907.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000078905.jpg

আমার আঁকার যাত্রা: ছোটবেলা থেকে আজ পর্যন্ত পর্ব ১।। by @srshelly0399 (20/09/2025)

আপনারা সবাই হয়তো জানেন, আমি কম-বেশি আঁকা করি। তবে আজকে আমি আপনাদের সামনে কিছু অন্যরকম ছবি এবং আমার সেই ছবিগুলোর গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।ছবির সঙ্গে আমার প্রথম পরিচয় আমার ছোটবেলায়। ক্লাস ওয়ানে পড়ার সময় বাবার সাথে প্রথম রং তুলির সেট কিনেছিলাম। তখন বুঝতে পারিনি, সেই রং তুলিটা আমার জীবনের একটি অংশ হয়ে যাবে। আমার কাছে ছবি আঁকা শুধুমাত্র মন ভালো করার উপায় নয়, এটি আমার সৃজনশীলতাকে প্রকাশ করার একমাত্র মাধ্যম।আজ অনেকদিন পরে যখন সেই পুরনো রং তুলির খাতাটা দেখলাম, পুরনো স্মৃতিগুলো আবার জীবন্ত হয়ে উঠল। তখন ভাবলাম, চলুন আমি আপনাদের সঙ্গে আমার পুরনো কিছু ছবি শেয়ার করি।প্রতিটি ছবির পিছনে রয়েছে আলাদা আলাদা গল্প আলাদা কল্পনা আলাদা চিন্তাভাবনা।---


আমাদের সাথে কিছুদিন যাবতই থাকলেও তাকে বলা যায় আবার বাংলা ব্লগের কনিষ্ঠতম সদস্যদের মধ্যে একজন। প্রথম থেকেই যখন তার বিভিন্ন পোস্ট দেখে আসছিলাম তখন লক্ষ্য করতাম ছবি আঁকার প্রতি তার ভালোলাগা। সেই থেকে তার বহু পোস্ট ফিচার্ড হিসাবে জায়গা পেয়ে যায়। আজকের পোস্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। যদিও এই ধরনের পোস্ট আমার বাংলা ব্লগে কিছুটা নিষেধাজ্ঞা রয়েছে তবে তার কোলাজ দারুন লেগেছে। পোস্ট পড়ে জানতে পারি ছোটবেলা থেকে উনি ছবি আঁকার প্রতি আগ্রহী। ক্লাস ওয়ানে পড়ার সময় বাবার সঙ্গে রং-তুলি কেনা, যা ধীরে ধীরে জীবনের অংশ হয়ে ওঠে। আসলে ছবি আঁকা শুধু আনন্দের মাধ্যম নয়, বরং সৃজনশীলতা প্রকাশের একটা মাধ্যম।

পুরো কোলাজটা দেখে তার বেশ কিছু সুন্দর হাতে আঁকা ছবি পেলাম। যা মূলত তার পুরনো আঁকার খাতা থেকে উঠে এসেছে। ছবির সাথে সাথে ছবির পেছনের গল্পগুলো আমার খুব সুন্দর লেগেছে। আশা করি আপনাদেরও তার এই প্রয়াস ভালো লাগবে।।


1000078905.jpg

ছবিটি srshelly0399 ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।