"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৯২ [ তারিখ : ১৯/১০/২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @isratmim
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথর: ইসরাত জাহান মিম। জাতীয়তা: বাংলাদেশী। আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি by @isratmim (18/10/2025)
অল্প উপকরন অথচ খুব সুন্দর ঘর সাজানোর জন্য একটা জিনিস। @isratmim বরাবরই হাতের কাজ করতে ভালবাসেন এবং আমাদের সামনে বহু হাতের কাজ উপহার দিয়েছেন। আজকেও উনি সুন্দর একটি ওয়ালম্যাট বানিয়েছেন। আমার বাংলা ব্লগ সবসময়ই যারা DIY বানান তাদের সমর্থন করে। আর আমার মনে যত ধরণের DIY আছে তাদের মধ্যে ওয়ালম্যাট ঘর সাজানোর কাজে সবচেয়ে বেশি চমৎকার । আজ পোস্টকারী যে ওয়ালম্যাট বানিয়েছেন সেটা যেকোনো ঘরের শোভাবর্ধন করবে।
আজ আমার বাংলা ব্লগ স্ক্রল করতে করতে পোস্টটি আমার নজরে আসে। হলুদ ও সবুজ রঙের কাগজে ওয়ালম্যাটটিতে নজর আটকে যায়। সত্যি বলতে কোনো রকম অতিরিক্ত কিছু নেই, দুই রংয়ের কাগজ আর পুঁতি। তাতেই যেন ওয়ালম্যাট বেশি ফুটে উঠেছে।
@isratmim আপু অনেক সুন্দর করে এই ওয়ালমেট তৈরি করেছে। আপুর তৈরি করা এই ওয়ালমেট আমি গতকালকে দেখেছিলাম। এরকম ওয়ালমেট গুলো ঘরের দেয়ালে লাগালে দেখতে অনেক সুন্দর লাগে। আপুর এই পোস্টটি ফিচার্ড হিসেবে মনোনীত করেছেন দেখে অনেক ভালো লাগলো।