এবিবি ফান প্রশ্ন- ৬২০ |বর্ষাকালেই মানুষ এত বেশি ভাবুক হয়ে ওঠে কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বর্ষাকালেই মানুষ এত বেশি ভাবুক হয়ে ওঠে কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার মতে, বর্ষার সময় ঘরবন্দি থাকতে থাকতে এলোমেলো চিন্তারা মাথায় ঘুরপাক খায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারণ বর্ষাকালের বৃষ্টির পানিতে পরোক্ষভাবে মানুষের মন ভিজে যায়🤣🤣। আর মন ভিজে বলেই মানুষ বর্ষাকালে এতোটা ভাবুক হয়ে যায় 😂😂।
0.00 SBD,
3.37 STEEM,
3.37 SP
☺️☺️,দারুণ বলেছেন।
কারণ বর্ষায় সারাক্ষণ সময় কাটে ঘরে বসে আর জানালা বা দরজায় বসে বাইরের দিক তাকিয়ে তাকিয়ে। আমরা যদি নিরব মনে কোনো দিকে তাকিয়ে থাকি তাহলে আমরা কিছু না ভাবলেও অনেক ভাবুক মনে হয়।
0.00 SBD,
3.36 STEEM,
3.36 SP
মানুষ যত বেশি বন্দীময় জীবন যাপন করে ততই বেশি ভাবুক বা চিন্তাবিদ হয়ে ওঠে। আর বৃষ্টির সময় তো মানুষ বেশিরভাগ সময়ই ঘর বন্দী হয়ে থাকে, ঠিক সে কারণেই মানুষ একটু ভিন্ন রকম চিন্তাবিদ হয়ে ওঠে।
0.00 SBD,
3.35 STEEM,
3.35 SP
নেই কাজতো খই ভাজ। তেমনই বর্ষাকালে ঘরের বাহিরে যাওয়া যায় না বলে কাজ করার সুযোগও থাকে না। তাই ভাবুক হওয়ার চেস্টা করে সবাই।
0.00 SBD,
3.33 STEEM,
3.33 SP
ঠিকই বলেছেন আপু।
কারন বর্ষার সময় বৃষ্টির কারনে কুটনামি আর গিবত করার জন্য মানুষের বাড়িতে যেতে পারে না,হে হে হে। 😆😁
0.00 SBD,
3.32 STEEM,
3.32 SP
বর্ষাকালে মেঘলা আকাশ আর বৃষ্টির স্নিগ্ধ পরিবেশ মানুষের মনের গভীরে এক ধরণের শান্তি আর ভাবনায় ডুব দেয়। আলো কম থাকায় মন একটু বিষণ্নতাও পেতে পারে, আর বাইরে কম যাওয়া-আসার ফলে একাকীত্ব বেড়ে যায়, যা ভাবনাকে আরো বাড়িয়ে তোলে। বর্ষা যেন আমাদের আবেগের সেই সফর যেখানে হারানো স্মৃতি ও গভীর অনুভূতি আবার জেগে ওঠে। তাই এই সময়টা অনেকেই বেশি ভাবুক হয়ে ওঠে, কারণ বর্ষার মাধুর্যে নিজের অন্তরাত্মার সুর খুঁজে পাওয়া যায়।
কারণ বর্ষাকালে বৃষ্টি যেমন জানালা বাজিয়ে বাজিয়ে গান গায়, তেমনি মনের ভেতরও স্মৃতিগুলো টুপটাপ নক করে—ফলে মানুষ হয়ে যায় “রোমান্টিক দার্শনিক”, আর ফেসবুক স্ট্যাটাসে হঠাৎ কবি! 😄
আসলেই ভাইয়া, দারুণ বলেছেন।
শান্ত পরিবেশে রিমঝিম বৃষ্টিতে মানুষ প্রশান্তি থাকে । কাজ করার জন্য মানসিক চাপ বেশি নেই। তাই বর্ষাকালেই মানুষ বেশি ভাবুক হয়ে ওঠে।