এবিবি ফান প্রশ্ন- ৬০২ |যদি $PUSS একদিনের জন্য মানুষ হতো, সে কী করতো?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

যদি $PUSS একদিনের জন্য মানুষ হতো, সে কী করতো?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

মাছ খেয়ে দিন কাটাতো।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 11 hours ago 

যদি $PUSS একদিনের জন্য মানুষ হতো, সে কী করতো?

তাহলে পুস পড়াশোনা না করে সবাইকে বলতো,আমি অলরেডি লিস্টেড, তাই পড়তে হবে না 🤣🤣।

 2 hours ago 

আপনি ঠিক কথা বলেছেন ভাই ‌ ।

 7 hours ago 

আমার তো মনে হয়, $PUSS টাকা নিয়ে ব্যাগ হাতে বাজারে দৌড়াতো।তারপর বড় বড় মাছ কিনে রান্না করে খেত, আর সময় পেলে বড়শিতে মাছ ধরতো, জাল দিয়ে মাছ ধরতো।

 2 hours ago 

তাই নাকি আপু, $PUSS টাকা নিয়ে ব্যাগ হাতে বাজারে দৌড়াতো। তাহলে তো আমরাও তার পেছনে পেছনে দৌড়াবো।

 2 hours ago 

হি হি,☺️☺️অবশ্যই।

 1 hour ago 

যদি $PUSS একদিনের জন্য মানুষ হতো, সে কী করতো?

যদি $PUSS একদিনের জন্য মানুষ হতো, সে তার মনের আবেগ, অনুভূতি, ভালোবাসা প্রকাশ করতে।

Binance অফিসে ঢুকে পড়তো বলতো, আমাকে ইতিমধ্যেই তালিকাভুক্ত করো। কারণ আমাকে এই জায়গায় দেখার জন্য অনেকে প্রত্যাশায় বসে আছে।

ক্রিপ্টো কারেন্সি মার্কেটে নিজের নাম সেরা টোকেনের তালিকায় লিখতো ।

যারা শুধু দাদার কথায় $pussকে বিশ্বাস এবং ভালোবেসেছে তাদের সাথে বিশ্বাস এবং ভালোবাসা পাওয়ার অনুভূতি শেয়ার করতো। সবাইকে সাথে নিয়ে DJ পার্টিতে আনন্দ করতো।

চার্ট দেখে বিশ্লেষণ করে বলতো দাদার ভালোবাসায় শত টোকেনের মাঝেও আজ আমি সফল হা হা হা 😁।

ক্রিপ্টো কনফারেন্সে গিয়ে বক্তৃতা দিতো আমি শুধু মিউ করি না, আমি মুভ করি মার্কেট।

নিজেকে আয়নায় দেখে বলতো,
মানুষ রূপে আমি একটু বেশি হ্যান্ডসাম ।

@abb-fun, this is brilliant! What a fantastically creative initiative with ABB-Fun. I love the concept of sparking imagination and rewarding those wonderfully quirky, outside-the-box answers. The daily prompt and the prizes are a great incentive to get the community engaged and thinking creatively.

The question "যদি $PUSS একদিনের জন্য মানুষ হতো, সে কী করতো?" is absolutely hilarious and perfectly sets the tone for the kind of playful responses you're looking for. I can already imagine the flood of funny and inventive replies!

This is exactly the kind of fresh content that makes the আমার বাংলা ব্লগ community so vibrant. I'm resteeming this and encouraging everyone to jump in with their most creative answers. Best of luck with ABB-Fun – I'm sure it will be a huge success! ধন্যবাদ!

 21 hours ago 

শেষরাতে, মানুষ $PUSS নিজের ডায়েরিতে লিখত
একদিনই তো সময় পেয়েছিলাম, তবে একটা ভবিষ্যৎ রেখে গেলাম!"

 17 hours ago 

আমার মনে হয় $PUSS এর মাধ্যমে যাদের জীবন বদলে গিয়েছে তাদের সবার সাথে সাক্ষাৎ করত। বাংলা ব্লগের অনেক ইউজার আছে পুস কয়েন যাদের জীবন বদলে দিয়েছে।

 2 hours ago 

আপনি ঠিক বলেছেন ভাই।

 16 hours ago 

সে হয়তো ডগকয়েনের মতো চার পায়ে হেঁটে বিনিয়োগ করতো, আর চার্ট দেখার সময় মাউসের বদলে নিজের নাক দিয়ে ক্লিক করতো! 🐶📈

অবশ্যই তার নিজের ইচ্ছা গুলো পূরণ করতো ,যেমন একাধিক বিয়ে করে আরাম আয়েশে বউদের সাথে সুন্দর সময় কাটাতো 😄😄😄।

 2 hours ago (edited)

হতে পারে, একাধিক বিয়ে করে আরাম আয়েশে বউদের সাথে সুন্দর সময় কাটাতো।

 5 hours ago 

যদি $PUSS একদিনের জন্য মানুষ হতো, সে কী করতো?

পুস হোল্ডারদের মনের আশা পূরন করার চেস্টা করতো।

 2 hours ago 

আপনি বাস্তব কথা বলেছেন।

 2 hours ago 

PUSS একদিনের জন্য মানুষ হলে তাহলে ভালোবাসা দিয়ে মানুষকে জয় করত। কারণ PUSS এর ভালোবাসা দিয়ে মানুষের মন এমনিতে জয় করে ফেলেছে। এই কারণে চোখে চোখ রেখে শুধু ভালোবাসাই দিত সবাইকে PUSS।

 2 hours ago 

জি ভাই, PUSS এর ভালোবাসা দিয়ে মানুষের মন এমনিতে জয় করে ফেলেছে।