এবিবি ফান প্রশ্ন- ৫৯৩ |আচমকা যদি আপনি সকাল বেলা উঠে দেখেন ..

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আচমকা যদি আপনি সকাল বেলা উঠে দেখেন আপনি একটা বিড়াল হয়ে গেছেন... তখন কী করবেন?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আগে নিশ্চিত হবো আমি $PUSS-এর অ্যাম্বাসেডর হয়েছি কিনা… তারপরই মিউ মিউ করে ডিসকোর্ডে ঢুকবো!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

তখন কিছু সেলফি তুলবো বিড়াল হওয়ার তারপর কয়েকটি ভিডিও তৈরি করে বাস্তবের $puss হয়ে যাবো।এরপর টুইটারসহ সব জায়গায় প্রচার শুরু করবো নিজে নিজেই।হি হি☺️☺️

 2 months ago 

পুশ হয়ে গেলে একটা সঙ্গী খুঁজে বিয়েটা করে ফেলবো,তারপর সংসার শুরু করবো।আর তেমন কিছু ভাবতে পাচ্ছিনা এখন আর কি🥰😂।

 2 months ago 

সূর্যস্নান করতে করতে ভাববো, যাইহোক মানুষের ঝামেলা থেকে মুক্তি পেয়ে বাঁচলাম। তারপর ফ্রিজ খুলে দেখবো মাছ আছে কিনা? না থাকলে, বিক্ষোভ জানাতে সব থালা বাসনের উপরে লাফিয়ে পড়বো । নতুন রূপের সুযোগে প্রতিবেশীর ঘরে ঢুকে দুধ চুরি করে ছোটবেলার স্বপ্নপূরণ করবো। তারপর নিজেকে ধীরে ধীরে $PUSS হিসেবে নিজেকে গড়ে তুলবো। আর মানুষের ভালোবাসা লুফে নিবো😁😁😁💗💙🩵💓।

 2 months ago 

আচমকা যদি আপনি সকাল বেলা উঠে দেখেন আপনি একটা বিড়াল হয়ে গেছেন... তখন কী করবেন?

বিড়াল হলে দুঃখ পাবো না, কারন কিছু কিছু আপামনিরা বিড়ালকে খুবই আদর যত্ন করে, নিজের বিছানায় শুতে দেয়, কোলে কোলে রাখে। এই দিক গুলো চিন্তা করলে একটু কেমন কেমন ফিল হয়,হা হা হা।🫣😂

 2 months ago 

দেইখেন আবার মাছ চুরি করতে গিয়ে ধরা খেয়ে সেই আপামনিরা বের না করে দেয় ঘর থেকে।

 2 months ago 

যদি দেখি আমি বিড়াল হয়ে গেছি তাহলে তো আমি খুশিতে নাচঁবো। কারন তখন একদিকে বেশী করে মাছের কাটা খেতে পারবো। আবার অন্য দিকে কম্বলের নীচে আদরের সাথে ঘুমাতেও পারবো। খুশি খবর হলো তখন আমাকে আর কোন কাজও করতে হবে না, আর টেনশন ও করতে হবে না।

 2 months ago 

আচমকা যদি আপনি সকাল বেলা উঠে দেখেন আপনি একটা বিড়াল হয়ে গেছেন... তখন কী করবেন?

তাড়াতাড়ি ল্যাপটপ অন করতে যেতাম—তারপর বুঝতাম, পাঞ্জা দিয়ে কীভাবে টাইপ করবো! কীবোর্ডে পা ফেলে শুধু “asdfghjkl মিঁয়াওউউ” টাইপ হতো!🤣🤣।

 2 months ago 

প্রথমেই পাশের বাড়ির বিড়ালের সাথে প্রেম করার চেষ্টা করব। একবার প্রেম হয়ে গেলে ফেসবুকে স্ট্যাটাস দিব মানুষ হয়ে প্রেম না করতে পারলেও বিড়াল হয়ে ঠিকই প্রেম করতে পেরেছি।

 2 months ago 

তবুও বিড়াল হয়ে প্রেম করতে পারতেন। মানুষ হয়ে যদিও পারছেন না 😁।

 2 months ago 

আচমকা যদি আপনি সকাল বেলা উঠে দেখেন আপনি একটা বিড়াল হয়ে গেছেন... তখন কী করবেন?

আমি তো খুশি হয়ে বের হয়ে যাবো ঘর থেকে 😄। আর এলাকার প্রতিটা মেয়ে বিড়ালকে গার্লফ্রেন্ড বানিয়ে দিনে এক একটা সময়ে তাদের সাথে সময় কাটাবো😻🥰 😎।

 2 months ago 

মেয়েরা গার্লফ্রেন্ড বানাবে আর ছেলেরা আপনার পিছে পড়ে যাবে। আপনাকে দৌড়ানি দিবে।তখন বুঝবেন ভাইয়া বিড়াল হওয়ার যন্ত্রণা।

 2 months ago 

অন্যের বাড়ি পোষা বিড়ালের সাথে বন্ধুত্ব করবো,যাতে ঐ বাড়ি আমাকেও পোষে। আর আদর যত্ন করে।

 2 months ago 

এরকম হলে আমি প্রথমে পুশ এর রাজ্যে চলে যাব। কারণ একসময় পুশ বিশ্ব রাজত্ব করবে। আর ওই সময় বিড়ালের দাপট থাকবে বেশি।