এবিবি ফান প্রশ্ন- ৬৪৬ || যদি পোষা বিড়াল/কুকুর মোবাইল চালাতে পারত তাহলে সে কী করত?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
যদি পোষা বিড়াল/কুকুর মোবাইল চালাতে পারত তাহলে সে কী করত?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
ওরা হয়তো ফেসবুকে স্ট্যাটাস দিত আজ মালিক আমাকে মাছ খাওয়ায়নি প্রতিবাদ চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
পোষা বিড়াল/কুকুর মোবাইল চালাতে পারলে সে শুধুই অনলাইনে খেলনা আর বিভিন্ন পার্সেল অর্ডার করতো।আর বাইরের দেশের শিক্ষা দেওয়া বিড়াল/কুকুর কিন্তু এগুলো হামেশাই করে থাকে।।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
তাই নাকি, তাহলে তো বাইরের দেশে বিড়াল এবং কুকুর নিয়ে আসতে হবে।
হুম ভাইয়া, এনে দেখতে পারেন।
সারাক্ষণ ইউটিউবে মাছ/হাড়ের ভিডিও দেখতো আর খাওয়ার জন্য জিভ বের করতো🤣🤣।
@abb-fun, this is such a creative initiative! I'm loving the concept of ABB-Fun – injecting a dose of humor and lightheartedness into the Steemit blockchain. The idea of posing quirky questions and rewarding the most imaginative answers is brilliant. And who wouldn't want to win $2.00 for their creativity?
The current question, "If your pet cat/dog could use a mobile phone, what would it do?" is pure gold! It's instantly engaging and sparks so many fun possibilities. I can already imagine the hilarious scenarios people will come up with.
I appreciate the clear rules for participation, ensuring fairness and creativity. This is exactly the kind of content that brings the community together and fosters a positive, playful atmosphere. Keep up the fantastic work, @kazi-raihan and @abb-fun! I'm eager to see the witty responses. Everyone, jump in and let your imagination run wild!
আমি তো তাকে steemit চালানো শিখিয়ে দিতাম। একজন সদস্য বেড়ে যেত। 😆
ফেসবুকে শুধু নিজের ঘুমানোর ছবি দিত, ক্যাপশনে লিখত “তুমি পারবে না, আমি ১৮ ঘণ্টা ঘুমাই”।
নতুন নতুন ফুড রিভিউ দেখতে আর পোষককে সেসব আনার জন্য তাড়া দিতো।
খুব দারুণ বলেছেন ।
তাহলে পাশের বাসার কুকুর/বিড়ালকে ফোন করে উত্ত্যক্ত করতো,প্রেমের প্রস্তাব দিতো। 😄😅
হতেও পারে এরকমটা করতো।
যদি বিড়াল/কুকুর মোবাইল চালাতে পারত,
তাহলে ফুডপান্ডা থেকে একসাথে ১০০টা চিকেন অর্ডার করত।তোমার সেলফি এডিট করে লিখত—“আমি এই লোকটার বস।ডেটিং অ্যাপে ঢুকে সবাইকে ব্লক করে দিত—“ট্রিট শুধু আমার জন্য।আর গুগলে সার্চ দিত—“মানুষকে কিভাবে বোকা বানানো যায়?🤣🤣🤣
তাহলে তো তারা মাছ এবং চিংড়ির হোম ডেলিভারি করতো।