এবিবি ফান প্রশ্ন- ৬৪৯|আপনাদের একটি কমিউনিটির ওনার হতে...

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আপনাদের একটি কমিউনিটির ওনার হতে বললে আপনি কি নাম দেবেন সে কমিউনিটির আর তা কেনো?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমি খাবারের ই কিছু একটা দেবো!সবাই সেখানে নানান খাবার নিয়ে লেখালেখি করবে ছবি দেবে!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 18 hours ago 

আমিও কমিউনিটির নাম দিতাম "বাঙালির ভোজন"।
কারণ খাওয়ার জন্যই এত মার,ডাঙ্গা, কাজ-কর্ম আর ভাবনাচিন্তারা বাসা বাঁধে।তাই পেটে জোর থাকা আগে প্রয়োজন তারপর বাকি সব কাজ। আর বাঙালীর বিভিন্ন খাবার আমাদের মুখে এনে দিতে পারে স্বাদ, মনে এনে দিতে পারে আনন্দ আর শুনে হতে পারে তৃপ্তি।এইজন্য বাঙালিয়ানা খুবই প্রয়োজন।।

 12 hours ago 

আপনার কথা অনেক ভালো লেগেছে।

 8 hours ago 

তাই,অনেক ধন্যবাদ ভাইয়া।☺️☺️

 20 hours ago 

আমি নাম দিতাম “শব্দবাগান”।

🌱 কারণ:

শব্দ মানে লেখালেখি, আইডিয়া, গল্প, অভিব্যক্তি।

বাগান মানে চর্চা, যত্ন আর বিকাশ।

স্টিমিটে যেহেতু লেখালেখি, কবিতা, ব্লগিং ইত্যাদি চলে শব্দবাগান নামটি মানানসই হবে।

 18 hours ago 

দারুন বলেছেন আপনি।

 10 hours ago 

ভাবনার বিষয়। তবুও বলি আমি যদি ওনার হতাম তাহলে আমার করা কমিউনিটির নাম দিতাম চিন্তু মুক্তির হাট। কারন সারাদিনের ক্লান্ত দেহে প্রিয় কমিউনিটিতে এসে যখন সবার সাথে কথা বললে যখন কষ্ট গুলো উড়ে যাবে সাথে সাথে চিন্তাগুলোও বিদায় নিবে।

 11 hours ago 

আপনাদের একটি কমিউনিটির ওনার হতে বললে আপনি কি নাম দেবেন সে কমিউনিটির আর তা কেনো?

আমি গিগল গ্যাং নাম দিতাম। কারণ কমিউনিটির সবাই মিলে সারাক্ষণ হাসি-ঠাট্টা এবং মজা করতাম 🤣🤣।

@abb-fun, congratulations on trending! This "ABB-Fun" initiative is pure genius! 🎉 I love the idea of sparking creativity with lighthearted questions and rewarding the most imaginative answers. The current question about community names is fantastic – it really gets people thinking outside the box.

The rules are clear and the prize is attractive, so I expect tons of engagement. I'm already brainstorming community names; maybe something food-related given @nusuranur's suggestion! 😉

This is exactly the kind of initiative that makes Steemit special. Keep up the amazing work, and I can't wait to see the hilarious and creative responses that come in! Everyone, jump in and give it a try – let's see those creative juices flowing! 🚀

 19 hours ago 

আমি কমিটির নাম দিতাম "সমস্যা ও সমাধান"

এখানে সবাই নিজের সব ধরনের সমস্যার কথা উল্লেখ করবে এবং সমাধান কিভাবে হলো সেটাও উল্লেখ করবে। এর ফলে পাঠকদের জীবন চলার পথে কাজে লাগবে।

 18 hours ago 

খুব সুন্দর উত্তর।

 18 hours ago 

আপনাদের একটি কমিউনিটির ওনার হতে বললে আপনি কি নাম দেবেন সে কমিউনিটির আর তা কেনো?

তাহলেতো আমি নাম দিতাম “আলোঘর”। কারণ এই কমিউনিটি হবে এমন জায়গা, যেখানে অন্ধকার চিন্তা ঢুকতে পারবে না।শুধু আলো, জ্ঞান আর ভালোবাসা থাকবে।🥰😊

 12 hours ago 

আপনাদের একটি কমিউনিটির ওনার হতে বললে আপনি কি নাম দেবেন সে কমিউনিটির আর তা কেনো?

আমি নাম দিতাম। হাসিখুশি হাট🤗। কারণ এখানে সবাই আসবে নিজের দুঃখ-দুর্দশা ভুলে একটু হাসতে, একটু আনন্দ ভাগাভাগি করতে🙁🙂।