এবিবি ফান প্রশ্ন- ৬১১ || ভালো মানুষ হতে কি লাগে?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ভালো মানুষ হতে কি লাগে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অন্য মানুষের প্রতি মানবিক হলে, আমার কাছে সে ভালো মানুষ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমার কাছে মনে হয় ভালো মানুষ হতে হলে নিজের মধ্যে বিবেকবোধ থাকলেই হয়।
দারুন বলেছো আমার কাছেও ঠিক এমনই মনে হয়।
রাইট বলেছেন। 😎😎
তাই তো দেখতেছি।
ভালো মানুষ হতে হলে টাকা পয়সা বাড়ি-গাড়ি থাকা লাগে না ; শুধুমাত্র মানবিক মূল্যবোধ থাকলেই আমার দৃষ্টিতে সে ভালো মানুষ, ভালো কেউ!
আমিও ঠিক এটাই মনে করি।
আমাদের অফিসের এক কলিগ নুতন বিয়ে করবে। বউয়ের বাড়ির মানুষ হঠাৎ করে কর্মস্থলেই ছেলেকে দেখতে চলে আসে। তখন ম্যানাজার স্যার নিজে তার চেয়ার থেকে উঠে কলিগকে তার চিয়ারে বসিয়ে দেয়। বউয়ের বাড়ির মানুষ দেখে বলে ছেলের অফিস আর চিয়ার দেখেই বুঝা যায় কত উচু মানের চাকরি করে। মাইনে ভালোই পায়।
এখন বলেন ম্যানাজার স্যারের মত ভালো মানুষ দুনিয়াতে আছে......🫣🤭
কখনো কারোর দোষ ত্রুটি ধরা যাবে না, নিজেকে ধৈর্যশীল হতে হবে আর সব সময় সবার ভালো চাইতে হবে তাহলেই ভালো মানুষ হওয়া যায়।
ভালো মানুষের মুখোশ না পরে। সত্যিকারের মানবিক গুণ সম্পন্ন হওয়াই ভালো মানুষের লক্ষন।
ভালো মানুষ হতে হলে জটিল কিছু লাগেনা। ভালো মানুষ হতে হলে অন্যের দুঃখে এবং খারাপ সময় পাশে দাঁড়াতে হবে। আর সব সময় সত্য কথা বলতে হবে এবং অন্যকেও সত্য বলার জন্য চেষ্টা করতে হবে। তাহলে ভালো মানুষ হওয়া যাবে।
আমার মতে,ভালো মানুষ হতে সুন্দর ব্যবহার লাগে,যে তার ব্যবহারে সকলের হৃদয়কে মুগ্ধতা দিতে পারে সততার মাধ্যমে।
ভালো মানুষ হতে হলে সুন্দর মন, সততা, মানবিক বিবেক এবং মনুষত্ববোধ থাকতে
হয়।
বর্তমান সমাজ ব্যবস্থায় ঐ ব্যক্তি ভালো মানুষ যেই, যেকোন পরিস্থিতিতে যে কোন সময় অন্যের মঙ্গল কামনা করে এবং অন্যের দুঃখে যার হৃদয় ভারাক্রান্ত হয় ।
ভালো মানুষ হতে কোনো মেকআপ লাগে না — একটু কম স্বার্থপর হলেই হয় 🤣🤣।
ভালো মানুষ হতে লাগে সহানুভূতি, একটু ধৈর্য, আর মন থেকে অন্যের ভালো চাওয়ার ইচ্ছে। আর মন থেকে মানবিক হতে পারলেই একজন মানুষ ভালো মানুষ হতে পারবে।