এবিবি ফান প্রশ্ন- ৬১৯ | ঘুম ভাঙ্গার পর প্রতিদিন কোন ব্যাপারটি মনে পরে?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ঘুম ভাঙ্গার পর প্রতিদিন কোন ব্যাপারটি মনে পরে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার তো মনে পরে যে ক্লাসটা না থাকলে কতো ভালো হতো!
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমার তো ঘুম ভাঙ্গার পর প্রতিদিন মনে পরে গাছের ফলগুলো আছে নাকি চুরি করে নিয়ে গেছে সেটা দেখার।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
আজকে যদি একটা বউ থাকতো তাহলে ভোরবেলায় ডেকে দিত আর আমি ভোর বেলায় ঘুম থেকে উঠতে পারতাম। তাছাড়া সকাল বেলা ঘুম থেকে উঠেই বউয়ের উপরে মেজাজ দেখাতে পারতাম হা হা হা।
ঘুম ভাঙার পর সর্বপ্রথম মনে পড়ে,পুস কয়েন এর প্রাইস চেক করতে হবে🤣🤣।
ঘুম ভাঙার পর প্রথম যে চিন্তাটা আসে —
মোবাইলটা কই? নটিফিকেশন কতটা জমল!
🤩
আগে মোবাইল পরে অন্য কিছু , হা হা হা।
যদি শুধু ঘুম আর খাওয়ার জন্য একটি চাকরি পেতাম,হা হা হা।😆😁
আমার তো ঘুম থেকে উঠার পর মনে হয় যদি একদিন সূর্য কে কালো রং দিয়ে মেকআপ করে দিতে পারতাম তাহলে আর সকালে ঘুম থেকে উঠার কোনো চিন্তা থাকতো না🤭🤭🤣🤣।
ঘুম ভাঙার পর প্রতিদিন আমার মনে পড়ে নতুন একটা সুযোগ যেন আসে। আর সুযোগটা যদি পাই তাহলে ভালো কিছু করার চেষ্টা করব। তবে আবার অনেকে দেখি ঘুম ভাঙলে প্রিয় মানুষকে কল করে।
আমার তো মনে হয় ঘুম ভাঙ্গার পর বিবাহিত লোকগুলো প্রথমে হাজব্যান্ড এবং স্ত্রীকে খুঁজে। আমি তো ঘুম থেকে উঠে হাজবেন্ডকে দেখি। কারণ ঘুম থেকে কে আগে উঠেছে এই কারণে হাঁ হাঁ।
আগেই স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করি যিনি নতুন আরো একটি দিন এই সুন্দর ভূবন দেখার সুযোগ করে দিয়েছেন। পরে ভাবি ,জীবনে ভালো কিছু অর্জন করতে হবে তাই কাজে লেগে পড়ি।