আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৮৪

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

পড়তে বসে ঘুমিয়ে যাওয়া নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।

বিষয় নির্বাচনকারীঃ

@rex-sumon

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 5 hours ago 

রাত ১০টা বাজে জামিল পড়তে বসলো। কিন্তু বই খুলেই ৫ মিনিটের মাথায় ঘুম...

স্বপ্নে দেখলো বই বলছে:
তুই পড়তে আসিস, না ঘুমাতে?
জামিল বললো: দুইটাই… মাল্টিটাস্ক শিখছি🤣🤣।

@abb-fun, this is a fantastic initiative! "এবিবি একটু হাসি" sounds like the perfect way to brighten everyone's week. I love the focus on sharing lighthearted humor and fostering a sense of community. The theme for this week, "পড়তে বসে ঘুমিয়ে যাওয়া নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প" (funny jokes or anecdotes about falling asleep while studying), is super relatable and sure to spark some hilarious stories. Offering a reward of $10 worth of votes is a great incentive for participation, and I appreciate the clear guidelines you've laid out. I'm looking forward to seeing all the funny entries and encourage everyone to join in the fun! This post is a breath of fresh air and exactly the kind of engaging content that makes Steemit special. Keep up the amazing work!

 17 hours ago 

রাজু পড়তে বসেই ঘুমিয়ে পড়ে। একদিন মা বলল,
— “আর ঘুমালে মোবাইল কেঁড়ে নেবো!”

রাজু বই খুলে গম্ভীর মুখে পড়া শুরু করল। পাঁচ মিনিট পর…
"ঘরজুড়ে নিঃশব্দ ঘুমঘড়ি!"

পরদিন মা জিজ্ঞেস করলেন,
— “কাল কতটা পড়েছিস?”
রাজু হেসে বলল,
— “ঘুমিয়ে ঘুমিয়ে পুরো বই মুখস্থ করে ফেলেছি স্বপ্নে!”

 5 hours ago 

অনুগল্প—
একদা বন্ধু রফিকসহ স্যারের বাসায় প্রাইভেট পড়তে গিয়েছিলাম। স্যার পড়ানোর এক পর্যায়ে বললেন মেয়ে মানুষরা ময়দা সুন্দরী হয়ে থাকে তাই তাদের থেকে তোরা সাবধান হয়ে থাকিস!🤔 বন্ধু রফিক স্যার কে জিজ্ঞাসা করলো যে, স্যার ময়দা সুন্দরী আবার কিভাবে হয়? রফিকের পাশে একটি ময়দার প্লেট ছিল, তখন স্যার রফিকের মাথা ধরে ময়দার প্লেটে দিলেন এক ঝাঁকি 🤭। তারপর আয়না দেখিয়ে বললেন এই দেখ গাধা কিভাবে ময়দা সুন্দরী হয় 😂🤣🤣।