লেভেল ওয়ান হতে আমার অর্জন - By @abubakar121

in আমার বাংলা ব্লগ10 months ago

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন কোন ব্লগ নিয়ে হাজির হয় নি। আজকে আমি মূলত লেভেল ওয়ানের ক্লাস থেকে এবং লেকচার শিট পড়ে যা কিছু শিখেছি তা আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

1000004019.jpg

যেকোন ধরনের এক্টিভিটিজ স্প্যামিং বলে গণ্য হয় ?

স্প্যাম বলতে আমরা অপ্রাসঙ্গিক ও অবাঞ্চিত বিষয়কে বুঝি যা বারবার করা হয়ে থাকে। এই কাজ করা হল স্প্যামিং। যেমন ধরেন কেউ আপনার থেকে কোন বার্তা না চাওয়া সত্বেও ও আপনি তাকে বার বার বার্তা পাঠাচ্ছেন এটাও কিন্তু এক ধরনের স্প্যামিং। উদাহরণ হিসেবে বলা যেতে পারে আপনি কারো পোস্টে বার বার একই ধরনের কমেন্ট করছেন এটাও এক ধরনের স্প্যামিং । এটা হচ্ছে কমেন্ট স্প্যামিং। আপনি কোথাও ঘুরতে গেলেন সেখানে অনেক জায়গায় অনেক ছবি ক্যাপচার করলেন ঐ ছবি গুলোকে আপনি বার বার ঘুরিয়ে পেঁচিয়ে পোস্ট করলেন এটাও এক ধরনের স্পামিং।যেমন ধরেন আপনি আপনার পোষ্টে কোন কারণ ছাড়াই কাউকে বারবার মেনশন করা, এটা কিন্তু খুবই একটা বিরক্তিকর কাজ। যেমন ধরেন আপনি একটা পোস্ট করলেন রেসিপি পোষ্ট, কিন্তু আপনি ট্যাগ ব্যবহার করলেন ট্রাভেল । এই ধরনের অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমার বাংলা ব্লগে স্পামিং পুরোপুরি নিষিদ্ধ।

ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

ফটো কপিরাইট হলো অন্যের তোলা ছবি বিনা অনুমতিতে নিজের বলে চালিয়ে দেয়া। তবে, ফটোর মালিক যদি চান তাহলে বিনা অনুমতিতে তার ফটো বিভিন্ন মাধ্যমে ব্যবহার করার জন্য আইনগত ব্যবস্থা নিতে পারবে।তাই আমাদের সবার উচিত অন্যের তোলা ফটো ব্যবহার না করে নিজের তোলা ফটো সব সময় ব্যবহার করা। কপিরাইট হলো কারো ছবি,গান,আর্ট, কবিতা এগুলো চুরি করে নিজের বলে চালিয়ে দেওয়া। আমার বাংলা ব্লগ যেহেতু একটি সৃজনশীল কমিউনিটি। তাই আমরা এখানে নিজেদের ছবি, কবিতা, গান, নিজেদের ক্রিয়েটিভি শেয়ার করার চেষ্টা করবো। অনেক সময় পোস্ট সুন্দর করার জন্য কিছু ছবি দরকার হয়ে পড়ে,সেই ছবি গুলো সবার কাছে থাকে না। তাই সেই ছবি সংগ্ৰহ করার জন্য কিছু ওয়েবসাইট আছে , সেই ওয়েবসাইট থেকে ছবি সংগ্রহ করে সোর্স উল্লেখ করতে হবে,তা না হলে ছবি কপিরাইটের আওতায় পড়ে যাবে।

তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়?

কপিরাইট ফ্রি তিনটি ওয়েবসাইটের নাম নিচে দেওয়া হলো।

১. https://pixabay.com
২. https://www.pexels.com/
৩. https://www.freeimages.com

পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ স্যোশাল মিডিয়া গুলোতে আমরা যেমন ট্যাগ ব্যবহার করি। আমার বাংলা ব্লগে ট্যাগের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। অন্যান্য স্যোশাল মিডিয়াতে ট্যাগ ব্যবহার করতে হলে (#) ব্যবহার করতে হবে । আর আমার বাংলা ব্লগে ট্যাগ ব্যবহার করতে হলে একটা শব্দ লিখে স্পেস দিয়ে আরেকটা শব্দ লিখলেই সেটা ট্যাগ হয়ে যাবে।আর ট্যাগ ব্যবহার করলে অবশ্যই পোস্ট অনুযায়ী ট্যাগ ব্যবহার করতে হবে। আমার বাংলা ব্লগে ট্যাগ লিখার সময় বড় হাতের অক্ষর লেখা যাবে না।আর আমার বাংলা ব্লগে আমরা সর্বোচ্চ আটটি ট্যাগ ব্যবহার করতে পারবো।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনি আমি চাইলেই সব ধরনের পোষ্ট করতে পারবো না। এখানে পোস্ট করতে হল আপনাকে আমাকে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে হবে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কিছু বিষয়ে পোস্ট করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা আমার বাংলা ব্লগে যে যে বিষয়ে পোস্ট করতে পারবো না। তা নিচে দেওয়া হল।
১. ধর্মীয় এফিলিয়েশনের উপরে কোনো লেখা ।
২. চাইল্ড পর্নোগ্রাফিক যে কোন ধরনের পোষ্ট।
৩. নারী বিদ্বেষমূলক বা নারী নির্যাতন মূলক কোন ধরনের পোষ্ট।
৪. রাজনৈতিক কোনো ব্যক্তিকে বা রাজনৈতিক কোনো দলের প্রশংসা বা সমালোচনা মূলক কোন ধরনের পোষ্ট।
৫. অবৈজ্ঞানিক, মিথ্যা গুজব, কুসংস্কার সমর্থন করে এমন ধরনের পোষ্ট।
৬. পশু-পাখি নির্যাতনমূলক কোনো পোস্ট, ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না ।
৭. যে কোনো ধরণের অপরাধকে সমর্থন করে এমন যে কোনো পোস্ট।
৮. শিশু শ্রম সমর্থন করে এমন যে কোনো ধরণের পোস্ট।
৯. কোন ধর্ম বা ব্যাক্তিকে হেয় প্রতিপন্ন করে কোন পোস্ট।
১০. NSFW ট্যাগ ছাড়া কোনো ধরনের অশ্লীল, যৌনতা বিষয়ক পোস্ট ।

প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

প্লাগিয়ারিজম এবং কপিরাইট কে আমরা অনেকেই একসাথে মিলিয়ে ফেলি। প্লাগিয়ারিজম ব্যাপারটি আসলে লেখার ক্ষেত্রে প্রযোজ্য হয়। অন্যের কোন লেখাকে নিজের বলে চালিয়ে দেওয়াকে প্লাগিয়ারিজম বলে। যেমন ধরেন কোন ব্যক্তি একটা কবিতা লিখে ফেসবুক এ পোস্ট করছে আমি আপনি কেউ যদি ঐ কবিতাটা কপি করি বা হালকা কিছু পরিবর্তন করে আমার বাংলা ব্লগে পোস্ট করি সেটা প্লাগিয়ারিজম এর আওতায় পড়বে। আর যদি আমি ঐ কবিতা পড়ে সেখান থেকে নিজের মতো করে ৭৫% আর ঐ কবিতা থেকে ৩০% নিয়ে লিখতাম তাহলে সেটা মেনে নেওয়া যাবে, তাও আবার উপযুক্ত সোর্স ব্যবহার করে লিখতে হবে।

re-write আর্টিকেল কাকে বলে?

রি রাইট আর্টিকেল হচ্ছে আমি এমন একটি বিষয় সম্পর্কে লিখবো যেটার জন্য আমাকে কোনো ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। যেমন ধরেন আমি বাংলাদেশের আয়তন নিয়ে লিখবো তাহলে অবশ্যই আমাকে এর আনুসাঙ্গিক বিষয় জানতে হবে। সেই আনুসাঙ্গিক বিষয় আমি কোথা থেকে জানবো অবশ্যই কোন না কোন ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। আর ঐ ওয়েবসাইট থেকে সাহায্য নিয়ে নিজের মতো করে লেখাকে রি রাইট আর্টিকেল বলে।

ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

re-write আর্টিকেল লেখার সময় সর্বদা নিজের লেখা হতে হবে ৭৫% আর বাকি ২৫% কোন ওয়েবসাইটের সাহায্য নিয়ে লিখতে পারবো। অথবা কোন ছবি কিংবা গান এর প্রয়োজন হলে কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে নিয়ে অবশ্যই সোর্স উল্লেখ করতে হবে।

একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

একটি মাত্র ছবি বা ১০০ ওয়ার্ডের কম লেখা পোস্ট ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়।

প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

একজন ব্লগার আমার বাংলা ব্লগে দিনে সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবে।

আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ ।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

আল্লাহ হাফেজ

ক্যামেরা পরিচিতি
DeviceMotorola g34 5g
Camera52 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh
Sort:  
 10 months ago 

আপনি খুব সুন্দর ভাবে লেভেল ওয়ান এর লেকচার সিট পড়ে আনসার করার চেষ্টা করেছেন। প্রশ্নের অ্যানসার গুলো বেশ দারুন ছিল। দোয়া করি আপনি যেন এভাবেই সামনের দিকে এগিয়ে আসতে পারেন এবং ভেরিফাইড হতে পারেন।

 10 months ago 

জি ভাইয়া অবশ্যই আপনারা যদি দোয়া করেন আর আমাকে সাপোর্ট করেন তাহলে আমি ভেরিফাইড মেম্বার হতে পারবো কয়েক মাসের মধ্যেই। আমার পোস্টে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।