লেভেল ওয়ান হতে আমার অর্জন By @durjoy2065

in আমার বাংলা ব্লগlast year (edited)

WhatsApp Image 2024-09-19 at 21.42.52_daced8f6.jpg
আশা করি স্টিমিট পরিবারের সবাই ভাল আছেন। মহান সৃষ্টিকর্তার কৃপায়।গত ০৯/০৯/২০২৪ তারিখে আমার বাংলা ব্লগ প্লাটফর্মে লেবেল ওয়ান এর ক্লাস সম্পূর্ণ করি। উক্ত ক্লাসে আমার অর্জিত বিষয়গুলি নিয়ে আজকের পোস্ট করা।

➤কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?
কোন ব্যক্তি কে একাধিক জায়গা বা একই জায়গায় বারবার বিরক্তিকর কিছু প্রেরণ করা তাই হচ্ছে স্প্যামিং। একই কমেন্ট সবাইকে করাও হচ্ছে কমেন্ট স্প্যামিং।

তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।
1.https://pixabay.com
2.https://www.pexels.com/
3.https://www.freeimages.com

➤পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?
প্রত্যেকটা বিষয়ের একটি কীওয়ার্ড রয়েছে।এটি বিষয় বিবেচনায় আলাদা অন্য বিষয় থেকে এরকম কিছু কিওয়ার্ড হচ্ছে ট্যাগ নির্বাচন করতে হয়। এই ট্যাগের মাধ্যমে আমরা বিষয়গুলোকে একে অপর থেকে আলাদা করতে পারি। এই ট্যাগের মাধ্যমে আমরা সহজে আমরা প্রয়োজনীয় বিষয়বস্তু খুঁজে বের করি। তাই আমাদের উচিত অবাঞ্চিত ট্যাগ ব্যবহার না করা।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
১.কোনরকম বিদ্বেষমূলক পোস্ট করা যাবে না।
২.ধর্মীয় বিদ্বেষ মূলক কোন পোস্ট করা যাবে না।
৩.সামাজিক এবং শিশুশ্রম সমর্থক কোন পোস্ট করা যাবে না।
৪.NSWF ট্যাগ ছাড়া কোনরকম যৌনতা বিষয়ে পোস্ট করা যাবে না
প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?
অন্যের লেখাকে নিজের লেখা বলে হুবহু চালিয়ে দেওয়া কে প্লগারিজম বলে।এটি সাধারণত লেখালেখির ক্ষেত্রে বেশি লক্ষণীয়।
re-write আর্টিকেল কাকে বলে?
কোন বিষয়ের উপর লিখতে গিয়ে আমরা কোন সোর্স থেকে সংগ্রহ করি এবং পরিবর্তন মার্জিত করি তাকে রিরাইট বলে।এক্ষেত্রে আমাদের ৭৫% নিজের লেখা হতে হবে।

➤ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?
রিরাইট আর্টিকেল সংগৃহীত তথ্য এর সোর্স এর নাম উল্লেখ করতে হবে।

➤একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?
একটি মাত্র ছবি এবং ১০০ ওয়ার্ডের কম লেখা পোস্টকে মাইক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়

➤প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ?
একজন ব্লগার 24 ঘন্টা সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবে।
[আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

Posted using SteemMobile

IMG_5570-01.jpeg

> আমি দুর্জয় বড়ুয়া। আমি বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি।এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি।


New_Benner_ABB.png


ধন্যবাদ

Sort:  
 last year 

লেভেল এক হতে আপনি অনেক কিছু শিখেছেন দেখছি। পরীক্ষার প্রশ্নগুলো খুব সুন্দর এনসার করেছেন। আশা করব এভাবে প্রত্যেকটা লেভেল ভালোভাবে শিখবেন এবং আনসার করবেন আর এভাবেই একজন ভেরিফাইড ইউজার হবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ আপনাকে। আপনার কথা গুলি অনেক অনুপ্রেরণা মূলক যা আমাকে ভেরিফাইড মেম্বার হওয়ার অনুপ্রেরণা যোগাচ্ছে।

 last year 

পরীক্ষা ঠিকঠাক দিয়েছেন তবে একটু সুন্দর ভাবে ছাড়া ছাড়া লিখলে দেখতেও ভালো লাগতো, বুঝতেও সুবিধা হতো।

 last year 

দাদা ধন্যবাদ। এইভাবে সুন্দর পরামর্শ দিয়ে ভুল গুলি ধরিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে আরো গুছিয়ে লেখার চেষ্টা করব।