আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩১৬


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অণু কবিতা:

আমি চেয়েছিলাম হৃদয়ের প্রশান্তি
কিন্তু পেয়ে গেলাম চির মুক্তি,
আমি চেয়েছিলাম তোমার উষ্ণতা
কিন্তু পেয়ে গেলাম চির হতাশা।

লেখক:

@hafizullah

লেখকের অনুভূতি:

ভালোবাসার অনুভূতিগুলো হয়তো উষ্ণতা ছড়ায় কিন্তু চারপাশের বাস্তবতা শুধুই হতাশায় ডোবায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।


Banner_4_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last month 

আমি চেয়েছিলাম হৃদয়ের প্রশান্তি
কিন্তু পেয়ে গেলাম চির মুক্তি,
আমি চেয়েছিলাম তোমার উষ্ণতা
কিন্তু পেয়ে গেলাম চির হতাশা।

আমি চেয়েছিলাম ভালোবাসার আলো,
কিন্তু জেগে উঠলো নিঃসঙ্গতার ছায়া।
আমি চেয়েছিলাম একটুখানি শান্তি,
পেয়েছি কেবল কান্নার রাত্রি।
চেয়েছিলাম তোমায় হৃদয়ের গভীরে,
শেষমেষ হারালাম নিজেকেই ধীরে ধীরে।

 last month 

আমি চেয়েছিলাম স্বাধীনতা,
আর পেয়ে গেলাম দাসত্বের রাজ্য ,
আমি চেয়েছিলাম মানবতা,
আর পেয়ে গেলাম অমানবিকতার সাম্রাজ্য।।

ক্ষমতা আধিপত্য আর লোভ-লালসা,
আর স্বার্থপরতার কাছে মানবতা আজ,
নিজেই লজ্জিত আর বিস্মিত,
তবে কি সত্যিকার অর্থে হারিয়ে গেলে মানবতা?

 last month 

আমি চেয়েছিলাম অন্তঃকরনের নীরবতা
কিন্তু পেয়ে গেলাম অনন্ত স্বাধীনতা,
আমি চেয়েছিলাম তোমার অনুভূতির প্রানবন্ততা
কিন্তু পেয়ে গেলাম অবিরাম নৈরাশ্যতা।
আমি চেয়েছিলাম পার্থক্যের জলাঞ্জলি
কিন্তু পেয়ে গেলাম কল্পিত চিত্তহারী।

 last month 

আমি চেয়েছিলাম তোমার আলো
কিন্তু পেয়ে গেলাম ঘন কালো,
আমি চেয়েছিলাম একটু মায়াবী হাসি
কিন্তু পেয়ে গেলাম নীরব নিস্তব্ধ ভাসি।

আমি চেয়েছিলাম শান্ত এক দিগন্ত
কিন্তু পেয়ে গেলাম ঝড়ের প্রলয়,
আমি চেয়েছিলাম ভালোবাসার জল
কিন্তু পেয়ে গেলাম মরুভূমির কাঁটা ফল।

 last month 

আমি চেয়েছিলাম তোমার স্পর্শে
ভাঙবে আমার অন্তরের বরফ,
কিন্তু পেয়ে গেলাম নিঃসঙ্গ রাত,
নিঃশব্দ কাঁপন, নিঃশেষ শব্দ।
আমি চেয়েছিলাম চোখে চোখ রাখি
ভবিষ্যৎ দেখি আলোতে ভরা,
কিন্তু পেয়ে গেলাম এক টানা অন্ধকার
হারিয়ে যাওয়া স্বপ্নের ধ্বংসস্বর।

 last month 

আমি চেয়েছিলাম ভালোবাসার আলোর রেখা
কিন্তু পেলাম কেবলই নিঃসঙ্গতা শেখা।
আমি চেয়েছিলাম জীবন হোক স্বপ্ন-সাজানো
কিন্তু পেলাম ব্যথার গল্পে হারিয়ে যাওয়া।

@abb-fun, this initiative for "Anu Kobita" (micro-poetry) is fantastic! I love how you're fostering creativity within the Amar Bangla Blog community. The blend of a short, evocative poem by @hafizullah with space for others to contribute their own 4-6 lines is brilliant.

The rules are clear and the rewards are a great incentive. Encouraging users to express themselves simply and focus on conveying emotions makes this challenge accessible to everyone. This is exactly the kind of engaging content that makes the Steemit community thrive! I will be resteeming this and trying my hand at a poem!

ধন্যবাদ and শুভকামনা (Good luck)! I look forward to seeing the beautiful poetry that emerges from this.

 last month 

আমি চেয়েছিলাম মন থেকে হৃদয়ের প্রশান্তি
আর পেয়ে গেলাম জীবনের একবারে মুক্তি।
আর আমি চেয়েছিলাম ভালবাসার সুন্দর উষ্ণতা
আর পেয়ে গেলাম এক বুক হতাশা।

 last month 

আমি সেই ছিলাম স্বপ্নে
ভরা হৃদয়ের প্রশান্তি।
আর পেয়েছিলাম
কষ্টের জীবনের মুক্তি।

আমি চেয়েছিলাম আমার
প্রিয় মানুষের সুন্দর উষ্ণতা।
আর পেয়েছি চারপাশের
জীবন কষ্টের হতাশা।

 last month 

আমি চেয়েছিলাম হৃদয়ের প্রশান্তি
কিন্তু পেয়ে গেলাম চির মুক্তি,
আমি চেয়েছিলাম তোমার উষ্ণতা
কিন্তু পেয়ে গেলাম চির হতাশা।

আমি চেয়েছিলাম স্বপ্নের আলো,
কিন্তু পেয়ে গেলাম বেদনার কালো,
আমি চেয়েছিলাম তোমার সান্নিধ্য,
কিন্তু পেয়ে গেলাম চিরদিনের দূরত্ব।