আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২৪
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অণু কবিতা:
হৃদয়ে বইছে অস্থিরতার ঝড়
প্রশান্তির বারিধারা বড্ড প্রয়োজন,
উষ্ণতা মাখিয়ে চঞ্চলতার ঝড়
প্রশান্তির শীতলতার চলছে আয়োজন,
তুমি হৃদয়ের অস্থিরতা-শুষ্কতা বাড়াও
তুমি হৃদয়ের শীতলতা-স্নিগ্ধতায় ডুবাও।
লেখক:
লেখকের অনুভূতি:
ভালোবাসার মানুষের সান্নিধ্য হৃদয়ে যেমন অস্থিরতার ঢেউ বাড়াও ঠিক তেমনি প্রশান্তির দারুণ শীতলতায়ও ডুবাও।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মনে যেন জমেছে কষ্টের মেঘ,
তোমার একটুখানি হাসি যেন এনে দেয় রোদ্দুর ।
বুকের ভেতর জাগে এক অশান্ত ঢেউ,
তুমি এলেই থেমে যায় সব ঝড়।
তোমার স্নিগ্ধ ছোঁয়ায় শুকনো মন ফুলে ভরে,
তুমি থাকলেই জীবন হয় শান্তির নীড়।
তুমি এসো শীতল শিশিরের মতো
উষ্ণতা মাখানো সূর্যের হাত ধরো যত,
চঞ্চলতার ঝড় থেমে যাক তোর ছোঁয়ায়
স্নিগ্ধতার নদী বইতে থাক নির্জনায়।
শুকনো মন যেন ভিজে যায় অনন্ত বৃষ্টিতে
প্রশান্তি খুঁজে পাই তোমার সেই দৃষ্টিতে,
তুমি হও হৃদয়ের নীরবতার গান
যেখানে মুছে যাবে সব ঝড়ের টান।
হৃদয়ের ঝড় কে বা দেখে
মনের কান্না কে বা শুনে,
ছোট ছোট অস্থিরতা
বাড়ায় মনে যন্ত্রণা,
প্রশান্তি আবেগের ঝুড়ি
অশান্ত ঢেউয়ে করছে ছোটা ছুটি,
স্নিগ্ধ ছোঁয়া পেতে
হৃদয় দুমড়ে কাঁদে।
হৃদয়ে বয়সে আমার শরম
অস্থিরতা নাই কোন প্রতিশ্রুতি।
অশান্তির শান্তি আমার এখন বড় প্রয়োজন।
উচ্চতার মাঝে আমি খুঁজি আমি চঞ্চলতার ঝড়।
আর প্রশান্তির জন্য চলছে আমার বড় আয়োজন।
তুমি আমার হৃদয়ের মাঝে শুষ্কতা বাড়াও।
আর হৃদয়ের মাঝখানে আঘাত করে আমায় ডুবাও।