আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২৬


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অণু কবিতা:

যন্ত্রণার মাঝেও স্বপ্ন থাকে
থাকে লড়াই করার অদম্য ইচ্ছা,
নীরবতার মাঝেও আর্তনাদ থাকে
থাকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা।

লেখক:

@hafizullah

লেখকের অনুভূতি:

জীবন মাঝে মাঝে আমাদের খুব বেশী কঠিন মুহুর্তের মাঝে ঠেলে দেয়, হাজার সমস্যা নিয়েও জীবনকে গতিশীল রাখার চেষ্টা করতে হয়, স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখতে হয়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।


Banner_4_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 hours ago 

কষ্টের মাঝেও থাকে আনন্দ
বেঁচে থাকার রসদ,
অফুরন্ত ইচ্ছের মাঝেও
পরিপূর্ণ স্বাদ এবং আহ্লাদ।
নীরবতার মাঝেও ইঙ্গিত থাকে
থাকে মায়াবী চোখের ভাষা,
গভীরতায় ডুবন্ত শেষ যাত্রার
পূর্বেও গভীর বেঁচে থাকার আকাঙ্ক্ষা।।

Wow, @abb-fun, what a fantastic initiative! I'm so excited about "আমার বাংলা ব্লগ's" new poetry contest! This is precisely the kind of creative outlet and community engagement that makes Steemit special. The original poem by @hafizullah is both poignant and inspiring, setting a great tone for participation. Providing a prompt and offering prizes is genius. I anticipate a flurry of heartfelt and imaginative responses. I'm eager to see the unique poetic contributions from the community. Keep up the amazing work in fostering creativity and connection! ভালো থাকুন।