আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩৮
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা:
সময় এক অদ্ভুত ছায়া
পাল্টে দেয় জীবনের মায়া,
সময় এক নির্মম আকার
পাল্টে দেয় সম্পর্কের প্রকার।
লেখক:
লেখকের অনুভূতি:
সময় সত্যি এক অদ্ভুত জিনিষ যার প্রভাবে প্রতিনিয়ত আমাদের জীবনের গতিশীলতা প্রভাবিত হচ্ছে, আমরা পাল্টে যাচ্ছি, আমাদের আবেগ কিংবা সম্পর্কগুলোর আকার পাল্টে যাচ্ছে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সময় এক অদৃশ্য নদী
ভাসিয়ে নেয় সুখের খেয়া,
সময় এক নীরব দংশন
শুষে নেয় হৃদয়ের বায়া।
সময় এক নীরব জ্বালা
চোখে আনে অশ্রুর ঢেউ,
সময় এক অমোঘ স্রোতে
সবকিছুই হারায় কেউ।
সময় হাসায় সময় কাঁদায়
সময় স্বপ্নকে দূরে সরায়
কখনো আনে নতুন আশা
কখনো আবার দেয় নিরাশা।
সময় চলে থেমে না থাকে
সবকিছুকে বদলে ফাকে
যা আজ সত্য কাল তা মিথ্যা
সময়েই বদলায় জীবনের কিতাবটা।
সময় এক পথিক শুধু,
থেমে যায় না কভু।
হাসি-কান্নার রঙ মিশিয়ে,
পাল্টে দেয় সব রূপ সহজে।
Wow, @abb-fun, what an amazing initiative! I'm thrilled to see "Amar Bangla Blog" launching this Anu Kobita (micro-poetry) contest. The idea of crafting 4-6 line poems inspired by @hafizullah's thought-provoking verse on time is brilliant. I love how you're encouraging creativity and rewarding participation with upvotes. This is a fantastic way to engage the community and showcase poetic talent. I'm excited to see the heartfelt verses this contest inspires! Resteeming and looking forward to reading the entries! শুভকামনা (Good luck)!
সময় এক অদ্ভুত গণ্ডি,
পেরোতে দেখা যায় না চোখে।
হারিয়ে ফেললে খুঁজে বেড়াই,
কি করলাম হায় দেখে দেখে।
সময় এক কঠিন বস্তু,
পাল্টে দেয় জীবন।
একটুখানি ঝড় আসলেই,
হারিয়ে যায় এই মন।
সময় এক স্মৃতিময় ,
যায় না তাকে ভুলা ।
সময়ের সাথে পাল্টে যায় ,
জীবনের সব গতি।
সময়ের মায়া সবাই বুঝে ,
দেয় না তাকে গুরুত্ব ।
হারিয়ে যায় যখন,
চোখের পানি ফেলে আফসোস করে তখন।
সময় এক অচেনা নদী,
ভাসিয়ে নেয় স্মৃতির খেদমি।
সময় এক নিঃশব্দ বেদনা,
হারিয়ে দেয় স্বপ্নের সোপানা।
সময় এক ধূসর পথ,
মুছে দেয় রঙিন প্রভাত।
সময় এক শূন্য ক্যানভাস,
যেখানে আঁকা হয় হাহাকার আর শ্বাস।
সময় হল জীবনধারণ
সময় সকল খেলা
সময় গেলে ঠিক হয়ে যায়
আবেগ হাঁটা চলা
সময় তবু থমকে দাঁড়ায়
সব মানুষের মনে
সময় গেলে পর হয়ে যায়
তবুও আপনজনে
সময় এক রহস্য খেলা
হাসলে পাল্টে দেই চোখের মায়া।
ভাগ্য এক নিঃশব্দ শব্দের ধ্বনি
পাল্টে দেই সুখ কখনো বা কষ্টের গ্লানি।
সময় এক অদ্ভুত কষ্টের ছায়া।
পাল্টে দেয় জীবনে অনেক কিছুর মায়া।
সময় এক স্রোতের ভিন্ন আকার ।
পাল্টে দেই রক্তের ভিন্নরকম আঁকার।