আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২৩
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অণু কবিতা:
নির্জন বিকেলে ছায়া নামে ধীরে,
মনের কোণে শান্তির স্পর্শ পায় তীরে।
গতকালের ভার নয়, আজকের ধ্যান,
হৃদয়ের জাগে মনের আবেগে সুখের নীড়ে।
লেখক:
লেখকের অনুভূতি:
মানুষের জীবনে শান্তি আসে বর্তমান মুহূর্তকে অনুভব করার মাধ্যমে। অতীতের চিন্তা নয়, বর্তমানকে নিয়ে ভাবা উচিত। হৃদয়ের গভীরে বর্তমানেই লুকিয়ে থাকে প্রকৃত সুখ ও প্রশান্তি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
যানজটহীন পরিবেশে গোধূলি সন্ধ্যা নামে,
নীরবতার শান্তি এক পরিতৃপ্তি মনের সন্নিকটে।
অতীতের স্মৃতি নয়,আজকের ভাবনা,
মনের গভীরে জাগে হৃদয় আবেগের চেতনা।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
নির্জন বিকেলের আবেশে ডুবে,
হৃদয় খোঁজে স্বপ্নের রূপকথা সুবে।
পাতা কাঁপে হাওয়ার মৃদু ছোঁয়ায়,
ভেতরটা ভরে যায় নিঃশব্দ ব্যাকুলতায়।
সূর্য হাসে শেষ রশ্মির আঁচলে,
মন হারায় রঙিন এক কল্পলোকে চুপচাপে।
ভালোবাসা খেলে যায় চোখের পাতায়,
নীরব বিকেল বলে — সবই ঠিক আছে প্রহর পেরিয়ে।
নির্জন পথে হাটতে হাটতে ভাবি,
কোথায় যেনো হারিয়ে গেছে সব আশা।
তবু মনে থাকে কিছু মিষ্টি কথা,
যা দিয়ে ভরে যায় মনের পাতা।
অবসরের হাওয়ায় ভেসে আসে স্মৃতি
নীরবতা বলে যায় ভালোবাসার গীতি।
আকাশে রঙ মেলে সূর্য ডুবে যায়
মন বলে এই মুহূর্তই চিরকাল চাই।
চায়ের কাপে জমে ওঠে গল্পের ধারা
নির্জনতায় মিশে যায় হৃদয়ের সারা।
নতুন কোনো স্বপ্ন চোখে আভাস দেয়
শান্ত সন্ধ্যা বলে সব ঠিক হয়ে যায়।
Wow, @abb-fun, this initiative is fantastic! "অনু কবিতা" – what a beautiful way to encourage creative expression within the বাংলা community. The concept of short, evocative poems, combined with the thoughtful prompt and the $10 SBD prize pool, is incredibly engaging.
I especially appreciate the emphasis on simplicity and heartfelt expression over complex vocabulary. It makes poetry accessible to everyone! The example poem by @ah-agim is a perfect illustration of the theme.
This contest structure is well-defined and inclusive. I'm sure this will spark some amazing poetic contributions! I'm excited to see the beautiful verses that emerge from this challenge. Steem on, and best of luck to all participants!
নিঝুম রাতের নিস্তব্ধতায়
হৃদয় খুঁজে পায় শান্তির দিশা,
রাতের মৃদু হাওয়ার স্পর্শতায়
মনে দেয় সুখের দোলা।
পুরোনো কোনো স্মৃতি নয়
বর্তমানে নিজেকে নিয়ে বাঁচি,
অতীতের সব স্মৃতি হোক দূরীভূত
বর্তমান সময়কেই ভালোবাসি।
নিস্তব্ধ সন্ধ্যা নামে রঙিন আকাশে,
শীতল হাওয়ায় মুছে যায় অবসাদ।
তারার আলোয় জ্বলে মনের আপন সুর,
স্বপ্নের নীড়ে জেগে ওঠে সুখে ভরপুর ।