আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩১৪


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অণু কবিতা:

হয়তো এগিয়ে যাবে সময়
পরিবর্তনে পাল্টে যাবে প্রকৃতি,
হয়তো হারিয়ে যাবো আমি
ভালোবাসার আকুতি হারাবে গতি,
কিন্তু তবুও থেকে যাবে একটা আহাজারি
কিছু হারিয়ে ফেলার নির্মম অনুভূতি।

লেখক:

@hafizullah

লেখকের অনুভূতি:

সময় সব পরিবর্তন করে দেয়, চারপাশটা ঠিক বদলে যায় কিন্তু অক্ষত থাকে হৃদয়ে লালন করা ভালোবাসার অনুভূতিটুকু।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।


Banner_4_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 days ago 

বিরামহীন এই সময়ের চাকা
রূপান্তরিত হবে এই প্রাকৃতিক জগত,
হয়তো লুপ্ত হয়ে যাবো আমি
ভালোবাসার ব্যাকুলতা হবে অদৃশ্য,
কিন্তু তবুও রইয়ে যাবে একটা কাতরতা
কিছু অদৃশ্য হওয়ার মমতাশূন্য চেতনা।।

 2 days ago 

হয়তো এগিয়ে যাবে সময়
পরিবর্তনে পাল্টে যাবে প্রকৃতি,
হয়তো হারিয়ে যাবো আমি
ভালোবাসার আকুতি হারাবে গতি,
কিন্তু তবুও থেকে যাবে একটা আহাজারি
কিছু হারিয়ে ফেলার নির্মম অনুভূতি।

হয়তো বদলে যাবে হাসির ভাষা,
অচেনা হবে চেনা কিছু আশা।
দূরত্ব ছুঁয়ে যাবে হৃদয়ের দ্বার,
থাকবে না আর পাশাপাশি পথচার।
তবুও জমে থাকবে এক ফোঁটা ব্যথা,
যা বলে যাবে—তুই ছিলি কোথায়?

 2 days ago 

তবুও রবে স্মৃতির পাতায় লেখা
ভেজা চোখের নীরব এক ব্যথা,
রাত্রির শেষে ভোর যে আসে
তবু কিছু ক্ষত থেকে যায় পাশে।
হয়তো আর হবে না দেখা কখনো
চেনা মুখটা হারাবে জনতার ভিড়ে,
তবু মনের এক কোণে জমে থাকবে
অপূর্ণ প্রেমের শেষ কিছু দীর্ঘশ্বাস ফিরে।

 2 days ago 

হয়তো হৃদয়ের ঝরে যাবে সব স্মৃতি
ভুলে যাবে সকল সম্পর্কের পরিচিতি,
হয়তো থেমে যাবে মনের মান অভিমান
ভালোবাসার হবে না আর কোন গান।

তবুও রয়ে যাবে হৃদয় কিছু ব্যথার গল্প
অশ্রুজলে ভেজা কিছু মনের আবেগ,
নিঃশব্দে বাজবে হৃদয়ের অব্যক্ত সুর
সুরের মূর্ছনায় শুনবে ভালোবাসা বহু দূর।

 2 days ago 

নিঃশব্দ রাতের কান্নায় ভেজা থাকবে স্মৃতি,
চোখের পাতায় জমে থাকা অসমাপ্ত চিঠি।
ভাঙা স্বপ্নের কাঁচের মতো খসে পড়বে দিন,
অপেক্ষার প্রহর গুনবে নিঃসঙ্গ কোন বিন।
স্মৃতির পাতায় জেগে উঠবে তবুও সেই ছবি,
যেখানে আমি আর তুমি—ছিল একটাই জীবনী।

@abb-fun, what a fantastic initiative! "Amar Bangla Blog" is hitting all the right notes with this " অনু কবিতা " (micro-poetry) contest. The concept of encouraging creative expression in short, accessible poetic forms is brilliant, and the daily rewards are a great incentive for participation.

The featured poem by @hafizullah beautifully captures the bittersweet feeling of time's passage and enduring emotions. I especially appreciate the clear guidelines and emphasis on simplicity and heartfelt expression. This is a wonderful way to engage the community, foster creativity, and showcase the beauty of Bengali language and culture. I'm sure this will inspire many budding poets to share their feelings! Best of luck with the contest, and I'm looking forward to seeing the entries.

 2 days ago 

সময় চলে যাবে সামনের দিকে
হারিয়ে যাবে অনেক কিছু।
সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হবে
কিন্তু থাকবে না এই পৃথিবীতে আমি।

এই পৃথিবী থেকে চলে যাব আমি
থাকবে শুধু আমার জন্য আহাজারি।
আপন মানুষ করবে কান্নাকাটি
আর প্রিয় মানুষগুলো স্মৃতি
নিয়ে থাকবে নির্মম অনুভূতি।

আমি সবসময় তোমার পাশে ঘুমানোর স্বপ্ন দেখতাম,
কিন্তু আমাদের ভালোবাসার জন্য পৃথিবীটা ছিল খুবই নিষ্ঠুর।
তুমি ছিলে আমার এক অলৌকিক বিস্ময়,
কিন্তু চিরকাল একসাথে থাকার জন্য ভালোবাসা যথেষ্ট ছিল না।
আমি বিদায় বলেছিলাম—আনন্দ নিয়ে নয়,
বরং এমন এক ব্যথা নিয়ে, যা শব্দে প্রকাশ করা যায় না।

আমার অনুভূতি:
এই কবিতাটি সেই হৃদয়ভাঙা যন্ত্রণাকে প্রকাশ করে, যেখানে আমি যাকে গভীরভাবে ভালোবাসতাম, তাকে হারাতে হয়েছিল—না যে ভালোবাসা শেষ হয়ে গিয়েছিল, বরং ভালোবাসা সত্ত্বেও একসাথে থাকা সম্ভব হয়নি।