৫০ স্টিম পাওয়ার আপ
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। পাওয়ার আপ মানেই হলো নিজের সক্ষমতা বৃদ্ধি এবং এই সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা অনেকেই প্রতিনিয়ত কিছু কিছু করে নিজের পাওয়ার বৃদ্ধি করার চেষ্টা করছি। সেই উদ্যোগকে সামনে রেখেই আজ আমি ৫০ স্টিম পাওয়ার আপ করলাম।
প্রতি ৭ দিন পর পর পাওয়ার আপ পোস্ট করি। গত সপ্তাহে আমার ৫০৫০০+ এস পি পূরন হয়েছে। এ সিজনে আমার লক্ষ্যমাত্রা হলো ৬০,০০০ স্টিম পাওয়া। আশা করছি প্রতিনিয়ত অল্প অল্প করে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। আসলে টার্গেট ছাড়া কোন কিছুই এচিভ করা সম্ভব নয়। তাই টার্গেট নিয়ে কোন কিছুতে আগালে সেই টার্গেটে পুরন না হলেও সেই টার্গেটের কাছাকাছি অব্দি যাওয়া যায়, এই বিষয়টা আমি বিশ্বাস করি। আজ ৫০ স্টিম পাওয়ার আপ করেছি। ৫০ স্টিম পাওয়ার আপের বিস্তারিত বর্ণনা নিচে দেওয়া হল।
পূর্বের এস পি | ৫০৫২৫ |
---|---|
পাওয়ার আপ | ৫০ এস পি |
বর্তমান এস পি | ৫০৫৭৫ |
পাওয়ার আপ
- পাওয়ার আপের আগে ৫০৫২৫ স্টিম পাওয়ার ছিলো।
- আরো ৫০ স্টিম পাওয়ার আপ করলাম।
- পাওয়ার আপের পর মোট স্টিম পাওয়ার ৫০৫৭৫ SP।
#abb-powerup #targetdecember #welovepowerups
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: পাওয়ার আপ
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...
একদম ঠিক বলেছেন ভাইয়া টার্গেট ছাড়া কোন কিছু অর্জন করা সম্ভব হয় না। টার্গেট অনুযায়ী এগিয়ে গেলে সফলতা তাড়াতাড়ি আসে। ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে ভালো লাগলো।
Absolutely fantastic, @alsarzilsiam! Seeing your consistent commitment to powering up is truly inspiring. Your detailed breakdown with clear screenshots makes it easy to follow your progress towards that impressive 60,000 SP goal! It's great to see you emphasizing the importance of setting targets – a key ingredient for success on Steemit and beyond. Keep up the amazing work in the "Amar Bangla Blog" community! I am sure your dedication will motivate others to invest in the platform as well. What strategies do you find most effective for accumulating STEEM for power-ups? I'd love to hear more!
আপনি ৫০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৫০,৫৭৫+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। আমাদের সবার উচিত নিয়মিত পাওয়ার আপ করা। আশা করি এই সিজনে আপনার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
একাউন্টঃ @alsarzilsiam
পাওয়ার বৃদ্ধিঃ = 0.0989609%