টার্গেট ডিসেম্বর সিজন-৫ || ১০ স্টিম পাওয়ার আপ || ২৬ তম সপ্তাহের পাওয়ার আপ
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি প্রথমে অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় @rex-sumon ভাইকে৷ টার্গেট ডিসেম্বর সিজন-৫ এর পাওয়ার আপ প্রতিযোগিতাকে সামনে কেন্দ্র করে অনেকেই পাওয়ার আপ করে যাচ্ছেন। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আজকে আমি ১০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে প্রতিযোগিতা অংশগ্রহণ করলাম।। আমি সব সময় চেষ্টা করি পাওয়ার আপ করার এবং পাওয়ার আপের গুরুত্ব আমাদের সকলেরই জানা রয়েছে৷ যদি আমরা পাওয়ার আপ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে সব সময়ই আমরা আমাদের অ্যাকাউন্ট সক্ষমতা অনেকটাই বৃদ্ধি করে ফেলতে পারবো। আমি আমার আর ২০,০০০ এসপি এর টার্গেটকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি৷ চেষ্টা করবো ডিসেম্বরের মধ্যে আমার এই টার্গেটটি পূরণ করার।
ইলাস্ট্রেটর ২০২২ দিয়ে তৈরি
পাওয়ার আপ এর ধাপগুলো নিম্নরূপঃ
প্রথম ধাপ
পাওয়ার আপ করার জন্য প্রথমে আমি আমার ওয়ালেটে প্রবেশ করলাম। তারপর ওয়ালেট এ এক্টিভ কী দিয়ে লগইন করে নেওয়ার পর পাওয়ার অপের অপশনে ক্লিক করলাম।
দ্বিতীয় ধাপ
তারপর অ্যামাউন্ট এর ঘরে ১০ স্টিম অ্যামাউন্ট দিয়ে দিলাম৷ এরপর কনফার্মেশন দিয়ে দিলাম।
সর্বশেষ ধাপ
এবার ওকে তে ক্লিক করে পুরোপুরি কনফার্ম করে পাওয়ার আপ করে নিলাম।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | পাওয়ার আপ |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভালোবাসা সবসময় আপনার প্রতি আমাকে সাপোর্ট করে পাশে থাকার জন্য ।
https://x.com/bijoy1__2024_SB/status/1942413063732486653?t=tHdfSsJE4HHebLYqvKUxNA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1942222837835829748?t=8zHL0A1mI7J02gUE6_lVYQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1942198235684307089?t=piRVlN755L8PlftwbWMwzg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1942198226536517705?t=CEuGy7nvjlfgmgH9C4o-ng&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1942198047984988289?t=g49PlEMEcjk3dfd3gJCU7w&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1942198037276983709?t=6lLvSMKQwbb24ly3kp4hDg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1942197793944445013?t=9pnhAVOuXuE_DLDEhSmRZA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1942197779604156789?t=FPHBjpfng7m0infiGp2qgQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1941891131572392043?t=Q4FGfqWZsxagWpx7f7oscg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1941891117391499661?t=I4HIqzFZJUGgl1xAE_68Ng&s=19
প্রতিনিয়ত পাওয়ার আপ করা আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাওয়ার আপ করতে থাকলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। আপনার করা পাওয়ার আপ দেখলে অন্যরাও অনেক উৎসাহিত হবে পাওয়ার আপের প্রতি। ধারাবাহিকতা বজায় রেখে এভাবেই এগিয়ে যেতে থাকুন। আশা করি অনেক দূর এগিয়ে যেতে পারবেন।
এত সুন্দর একটি মন্তব্য আমার জন্য অনুপ্রেরণা৷
স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আপনি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করছেন দেখে খুবই ভালো লাগলো। আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
সবসময় সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ৷
আপনার পাওয়ার আপ পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো। পাওয়ার আপ আমাদের সকলের জন্য জরুরি। পাওয়ার আপ একমাত্র প্রক্রিয়া যার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। এভাবেই পাওয়ার আপের মাধ্যমে এগিয়ে যান।
অনেক খুশি হলাম আপনার কাছ থেকে এত অসাধারণ একটি মন্তব্য পড়ে৷
১০ স্টিম পাওয়ার আপ করেছেন আর সবাইকে উৎসাহিত করেছেন দেখে খুবই ভালো লেগেছে ভাই। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য৷