টার্গেট ডিসেম্বর সিজন-5 | Power Up 10 Steem

in আমার বাংলা ব্লগ7 days ago

IMG-20250105-WA0001.jpg

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন ? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন।আজ আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি নিজের শক্তি বৃদ্ধি করার জন্য আসলাম। পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধ করা। তাই আমরা যত বেশি শক্তি বাড়াব, আমাদের অ্যাকাউন্টের মান তত বাড়বে। সেজন্য আরও বেশি করে পাওয়ার আপ করার চেষ্টা করব। তাই আমি আজ ১০ steem পাওয়ার আপ করতে যাচ্ছি। যা আমার ভবিষ্যতে খুব কাজে লাগবে। আমি এমন একটি উদ্যোগে অংশ হতে পেরে খুব আনন্দিত। আমার ডিসেম্বরের টার্গেট পূরণ হয়েছে। অর্থাৎ স্বপ্নটা পূরণ হল। দীর্ঘদিন যাবত ১০০০০ স্টিম পাওয়ার করার স্বপ্ন রয়েছে। কয়েকদিন আগে সে স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছি। এজন্য আমি খুব আনন্দিত। এখন আমার পরবর্তী টার্গেটে রয়েছে, আমার পরবর্তী টার্গেট ১৫ হাজার Steem Power . আজ আমি পাওয়ার আপ কিভাবে করেছি তা শেয়ার করলাম।

ধাপ ১

পাওয়ার আপ করার জন্য, আমি প্রথমে আমার ওয়ালেট থেকে একটি স্ক্রিনশট নিয়েছিলাম। পূর্বের এসপির স্ক্রিনশট নিলাম।

IMG_20250712_144318.jpg

ধাপ ২

এখানে আমি 10 steem পাওয়ার আপ করছি , তার পরিমাণ বসালাম।

IMG_20250712_144305.jpg

ধাপ ৩

এখানে আমি পাওয়ার আপ করার পর একটা স্ক্রিনশট নিয়েছি।

IMG_20250712_144244.jpg

আমি উপরে আমার পাওয়ার আপের প্রতিটি ধাপ দেখিয়েছি। আমি আশা করি আপনি আপনার সাথে এই পাওয়ার-আপ পদক্ষেপটি ভাগ করে উপভোগ করবেন। এডমিন প্রিয় সুমন ভাইকে ধন্যবাদ খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য এবং কমিউনিটির সকল এডমিন মডারেটরদের ধন্যবাদ।

সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারো ফিরে আসবো।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Hello @jamal7! 👋

It's fantastic to see your power-up journey and your enthusiasm for growing your Steem Power! Your detailed step-by-step guide with screenshots is super helpful for newcomers who might be unsure how to power up. This is exactly the kind of content that strengthens our community.

Reaching your goal of 10,000 Steem Power is a huge achievement, and your ambition to reach 15,000 is inspiring. Your passion for photography and sharing your life experiences adds a lovely personal touch. Thank you for sharing your journey, and keep up the fantastic work! 👍

I'm excited to see what you post next! What kind of content do you plan to create with your increased Steem Power?

 7 days ago 

IMG_20250712_152648.jpg

 7 days ago 

নিজের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে পাওয়ার আপের বিকল্প নেই। পাওয়ার আপ মানে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। পাওয়ার আপ পোস্ট গুলো দেখলে ভালই লাগে আমার কাছে। এভাবে প্রতিনিয়ত পাওয়ার আপ করলে আপনার কাঙ্খিত লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন।

 7 days ago 

স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আপনি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করছেন দেখে খুবই ভালো লাগলো। আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 7 days ago 

কথায় আছে যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। যে যত বেশি পাওয়ার আপ করবে, সে তত বেশি সক্ষমতা বৃদ্ধি করতে পারবে। এমনকি নিজের লক্ষ্যটা খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবে। নিজেদের একাউন্টের সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি হয় পাওয়ার আপের কারণে। তাই আমাদের সবার উচিত বেশি বেশি করে পাওয়ার বৃদ্ধি করা। আপনার পাওয়ার আপ দেখলে সবাই অনেক বেশি উৎসাহিত হবে পাওয়ার আপের প্রতি।

 7 days ago 

আপনি তো পাওয়ার বৃদ্ধি করার মাধ্যমে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগে, যখন কেউ পাওয়ার বৃদ্ধি করে। দীর্ঘ সময় কাজ করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এভাবে আপনি এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।

 6 days ago 

নিজের এমাউন্ট বৃদ্ধি করার জন্য সব সময় এভাবে এগিয়ে যাওয়া উচিত। যত বেশি পাওয়ার আপ করা যায় ততই নিজের লক্ষ্যে পৌঁছানো যায়। এই প্লাটফর্মে কাজ করতে হলে অবশ্যই পাওয়ার আপ করতে হবে। তাই সবসময় এভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনাদের পোস্টগুলো দেখে আমি নিজেও পাওয়ার আপ পোস্ট করতে অনেক বেশি পছন্দ করি। আপনার জন্য শুভেচ্ছা রইল।