পাওয়ার আপ প্রতিযোগিতা- ১০০ স্টিম পাওয়ার আপ করে নিজের সক্ষমতা বৃ্দ্ধি

in আমার বাংলা ব্লগ4 hours ago

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি যে যেখানেই থাকেন না কেন বেশ ভালো আছেন। আমি নিজেও বেশ ভালো আছি। আর ভালো আছি বিধায় চলে আসলাম আজকে আপনাদের মাঝে পোস্ট করার জন্য। আজ আমি নিজের সক্ষমতা কে বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ করবো। যতটুকু শুনেছি তাতে বেশ বুঝতে পারছি যে এই প্লাটফর্মে কাজ করতে হলে আমাকে অবশ্যই নিজের সক্ষমতা কে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আর নিজের সক্ষমতা বৃদ্ধি করতেই পারলেই আমি একটু ভালো ভাবে কাজ করে যেতে পারবো। কারন পাওয়ার আপ মানেই কিন্তু নিজের সক্ষমতা কে বৃদ্ধি করে যাওয়া। যাই হোক আমি আশা করবো আমি প্রতিনিয়ত বেশী করে পাওয়ার আপ করে যেতে পারবো।


৫০ স্টিম পাওয়ার আপ (2).png

Banner Credit- @kawsar7731

যতটুকু জেনেছি তাতে খুব সহজেই বোঝা যায় যে স্টিমিট প্লাটফর্মে বেশী গুরুত্বপুর্ণ একটি বিষয় হলো পাওয়ার আপ। যার যত বেশী পাওয়ার তার তত বেশী সক্ষমতা। সেই সক্ষমতা কে বৃদ্ধি করতে হলে আমাদের সকলের প্রতি নিয়ত পাওয়ার আপ করে যেতে হবে। তাই তো এই প্লাটফর্মে আমরা যারা কাজ করি তাদের প্রত্যেকের একটি করে নিজস্ব একাউন্ট রয়েছে।যেটা কিনা শক্ত ও নিরাপদে রাখা প্রয়োজন। আর আমাদের একাউন্টটি নিরাপদ ও হ্যাকিং থেকে বাঁচাতে হলে এবং আমাদের একাউন্টটিকে স্বযত্নে রাখতে হলে আমাদের বেশী বেশী করে পাওয়ার আপ করা প্রয়োজন। এবার আমি ১০০স্টিম পাওয়ার আপ করে নিলাম। তাহলে চলুন আমার করা সিজন-৫ এ সপ্তাহের পাওয়ার আপ কিভাবে করলাম তার প্রসেসটি দেখে আসি।

১০০ স্টিম পাওয়ার আপ করে নিজের সক্ষমতা বৃ্দ্ধি

ধাপ-১

Screenshot_1.png

প্রথমে স্টিমিট ওয়ালেটে যেয়ে প্রাইভেট একটিভ কি দিয়ে স্টিম ওয়ালেটে লগইন করতে হবে।

ধাপ-২

Screenshot_1.png

এরপর দেখে নিতে হবে আমার বর্তমান একাউন্টে স্টিম ও স্টিম পাওয়ারের পরিমান। আমার একাউন্টে বর্তমানে স্টিম আছে ২২২.৯৭১ এবং স্টিম পাওয়ার আছে ২৩৩.৫৭০।

ধাপ-৩

Screenshot_2.png

এবার স্টিম এর পাশে ড্রব ডাউন বাটনে ক্লিক করলে কয়েকটি অপশন আসবে। তার মধ্যে পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে।

ধাপ-৪

Screenshot_3.png

এরপর যে বক্সটি আসবে তাতে স্টিম এর ঘরে ১০০ স্টিম লিখে পাওয়ার আপ বাটনে চাপ দিতে হবে।

ধাপ-৫

Screenshot_5.png

এরপর যে বক্সটি আসবে তাতে সব ঠিক আছে কিনা দেখে নিয়ে ওকে বাটনে ক্লিক করতে হবে।

ধাপ-৬

Screenshot_4.png

তারপর যে বক্সটি আসবে তাতে ইউজারের ঘরে ইউজার আইডি এবং একটিভ কী দিয়ে লগইন করতে হবে। তাহলেই হয়ে যাবে আমার ১০০স্টিম পাওয়ার আপ।

ধাপ-৭

Screenshot_4.png

এখন ওয়ালেটে লক্ষ্য করলে দেখা যাবে যে, আমার ওয়ালেটের স্টিম এবং স্টিম পাওয়ার পরিবর্তন হয়ে গেছে।

পাওয়ার আপ করার পর ওয়ালেট

পাওয়ার আপ করার আগের স্টিম পাওয়ার২৩৩.৫৭০
পাওয়ার আপ১০০এসপি
পাওয়ার আপ করার পরের এসপি৩৩৩.৫৭১

আর এভাবেই শেষ করলাম আমার আজকের পাওয়ার আপ পোস্ট । আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে আবার আসবো।

পরিচিতি

আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 3 hours ago 

১০০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুবই ভালো লেগেছে। আমাদের প্রত্যেকের উচিত নিজের সক্ষমতা বৃদ্ধি করার কথা এগিয়ে যাওয়া। অনেক শুভকামনা রইল ভাই।