টার্গেট ডিসেম্বর সিজন -৫ ( ১০ স্টিম পাওয়ার আপ বৃদ্ধি )
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৯-০৭-২০২৫)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ১০ স্টিম পাওয়ার আপ বৃদ্ধ। আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন @rex-sumon ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রত্যেক সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতা চালু রাখার জন্য। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি।
✨💞আমার নিজের পরিচয়💞✨

Posted using SteemX
Posted using SteemX
টার্গেট ডিসেম্বর সিজন- ৫ সামনে রেখে প্রত্যেক সপ্তাহে নিজের ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ পোস্ট শেয়ার করার চেষ্টা করব। আসলে চলতি বছরে আমার একটা পরিকল্পনা রয়েছে আমি প্রত্যেক সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করব। কিন্তু আজকে ১০ স্টিম পাওয়ার আপ করছি।আমার পরবর্তী স্বপ্ন থাকবে এই বছরের মধ্যে ১৫০০০ স্টিম পাওয়ার পূর্ণ কর। সকলে যদি আমার পাশে থাকেন আশা করি আমি এই টার্গেট পূরণ করতে পারব। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন এই টার্গেট পূরণ করতে পারি। আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে আজকে সিঙ্গাপুরে আমার দ্বিতীয় ক্লাস ছিল আমি আমার ক্লাসের জন্য রওনা দিয়েছিলাম। ক্লাস শেষ করে আমরা যখন সবাই মিলে হোটেলে ফিরছিলাম তখন গাড়ির মধ্যে আমি পোস্ট লেখা শুরু করে দিয়েছিলাম। তবে চলুন আজকের পাওয়ার আপ পোস্টের বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করা যাক...........
পাওয়ার আপ পোস্ট করার আগে আমার স্টিমিট ওয়ালেট এর স্কিনশট।
পাওয়ার আপ পোস্ট শেয়ার করার আগে আমি আমার স্টিমিট ওয়ালেট এর স্ক্রিনশট অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমার স্টিমিট ওয়ালেটে স্টিম রয়েছে ১২৩.৮৫৪। আমি সেখান থেকে ১০ স্টিম পাওয়ার আপ করতে যাচ্ছি।
পাওয়ার আপ পোস্ট করার সময় আমার স্টিমিট ওয়ালেট এর স্কিনশট।
এবার আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি অনেক সুন্দরভাবে যখন ১০ স্টিম পাওয়ার আপ করছিলাম তখন একটি স্ক্রিনশট মেরে রেখে দিয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে চেষ্টা করছি প্রতি সপ্তাহে নিজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন পাওয়ার আপ এর মাধ্যমে অনেক দূরে এগিয়ে যেতে পারি।
পাওয়ার আপ পোস্ট করার শেষে আমার স্টিমিট ওয়ালেট এর স্কিনশট।
আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন পাওয়ার আপ করার পরে আমি আমার স্টিমিট ওয়ালেট অনেক সুন্দরভাবে স্ক্রিনশট মেরে আপনাদের মাঝে শেয়ার করেছি। ১০ স্টিম পাওয়ার আপ করার পরে এখন আমার আর মাত্র লিকুইড স্টিম আছে ১১৩.৮৫৪। আশাকরি আজকের পাওয়ার আপ পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
x-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লেগেছে ভাই। আমরা যদি এভাবে এগিয়ে যাই তাহলে ভালো কিছু করতে পারব। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
আপনি ১৫ হাজার এমপি পাওয়ার আপ পূর্ণ করার জন্য আজকে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। এই প্লাটফর্মে যত বেশি পাওয়ার আপ করা যায় তত বেশি সুবিধা করা যায়। আর আপনি যেভাবে পাওয়ার আপ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাঙ্ক্ষিত লক্ষ পূরণ করে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন।
আপনি আজকে টার্গেট ডিসেম্বর সিজন ফাইভ উপলক্ষে ১০ স্টিম পাওয়ার আপ করছেন।স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আমিও চেষ্টা করি কিছু কিছু করে পাওয়ার আপ করার।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
@kibreay001, আসসালামু আলাইকুম! Your consistent dedication to powering up is truly inspiring! I love seeing your commitment to increasing your Steem Power, especially with your goal of reaching 15,000 SP this year. Your detailed screenshots and explanations make it easy for everyone to understand the power-up process. Balancing your Steemit journey with your classes in Singapore shows incredible dedication. Keep up the fantastic work, and I'm sure you'll achieve your goals with the support of the community! শুভকামনা রইল! Let's engage and leave your comments below!
https://x.com/kibreay001/status/1949770833116729504?t=D7-yKbVpMEekx_XS2pMReg&s=19
https://x.com/kibreay001/status/1949879273503732099?t=D7-yKbVpMEekx_XS2pMReg&s=19
https://x.com/kibreay001/status/1949879489439191429?t=D7-yKbVpMEekx_XS2pMReg&s=19
https://x.com/kibreay001/status/1950198387938152486?t=D7-yKbVpMEekx_XS2pMReg&s=19
https://x.com/kibreay001/status/1950198724594192431?t=D7-yKbVpMEekx_XS2pMReg&s=19
নিজের টার্গেট পূরণের লক্ষ্যে পাওয়ার আপ করে যাচ্ছেন দেখে ভালো লাগলো। প্রতিনিয়ত আপনি পাওয়ার আপ করে যাচ্ছেন। এটা আমাদের সবার জন্যই বেশ গুরুত্বপূর্ণ। এভাবে ধারাবাহিকতা বজায় রাখলে আপনি খুব শীঘ্রই আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন।
এরকম ভাবে প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাওয়া আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার আপের মাধ্যমে আপনি নিজের সক্ষমতা অনেক বৃদ্ধি করতে পারবেন। পাওয়ার আপ পোস্ট গুলো দেখলে আমি অনেক উৎসাহিত হই। আপনি সবসময় এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে থাকুন। আশা করছি আপনার স্টিম পাওয়ার অনেক বৃদ্ধি করতে পারবেন।
আমরা যদি প্রতিনিয়ত অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করি, তাহলে আমরা নিজের সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি করতে পারবো। পাওয়ার আপ আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমাদের সবার উচিত অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করা। আপনার আজকের করা পাওয়ার আপ দেখে যেমন ভালো লেগেছে তেমনি উৎসাহিত হয়েছি। আশা করছি আপনি প্রতিনিয়ত এভাবে পাওয়ার বৃদ্ধি করলে ভালো একটা স্থানে যেতে পারবেন।