টার্গেট ডিসেম্বর - 👍পাওয়ার আপ সিজন -৫ (৫০০ স্টিম পাওয়ার আপ )
পাওয়ার কথাটি শুনলে কেমন জানি একটা গরম গরম ভাব জেগে উঠে। সত্যি বলতে আমরা কেবল সঠিক পাওয়ার ব্যবহার করে আমাদের কে আগামীর পথে উজ্জীবিত করতে পারি। তাই আমাদের নিজস্ব কিছু পাওয়ার থাকা জরুরী। যেমন জরুরী আমাদের একাউন্টের ও কিছু পাওয়ার থাকা। সেজন্যই তো আমাদের প্রতি সপ্তাহে কিছু না কিছু পাওয়ার আপ করা প্রয়োজন। সে যাই হউক আজও চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আছি কোন রকম।
আমি @maksudakawsar, বাংলাদেশের ঢাকা হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। শত ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার পাওয়ার আপ পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।
CANVA দিয়ে তৈরি
প্রিয় বন্ধুরা প্রতিদিনের মত করে আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পাওয়ার আপ পোস্ট নিয়ে। সত্যি বলতে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধিতে পাওয়ার আপের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। একমাত্র পাওয়ার আপ করেই আমরা নিজেদের একাউন্টকে অনেক দূর নিয়ে যেতে পারি। আর তাই তো আমাদের প্রিয় কমিউনিটি আমাদের কথা চিন্তা করেই পাওয়া আপ প্রতিযোগিতার ব্যবস্থা করেছে। আর পাওয়ার আপ প্রতিযোগিতা সিজন-৫ এ নিজের একাউন্ট কে আরও বেশী সমৃদ্ধশালী করার লক্ষ্যে আমি আমার স্টিম পাওয়ার কে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি। সব সময় ছোট ছোট করে পাওয়ার আপ করার চেষ্টা করি। কিন্তু আজ চেষ্টা করলাম কিছুটা বড় এমাউন্ট পাওয়ার আপ করতে। আশা করি সিজন-৫ এ আমি আমার স্টিম পাওয়ার কে ১৫,০০০ স্টিম পাওয়ারে উন্নীত করতে পারবো। আর সেই কথাটি মাথায় রেখেই আমি আগামী ডিসেম্বরের মধ্যে আমার তৃতীয় ডলফিন অজর্ন করার জন্য ১৫,০০০স্টিম পাওয়ারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলাম। আশা করি আপনাদের উৎসাহ এবং উদ্দীপনা পেলে আমি আগামীর পথে এগিয়ে যেতে পারবো।
পাওয়ার আপ করার পর ওয়ালেটের অবস্থা
পাওয়ার আপ করার জন্য প্রথমে স্টিমিট একাউন্টের নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে ওয়ালেটে প্রবেশ করতে হবে।

এবার স্টিমিট ওয়ালেটে দেখে নিতে হবে যে, এ সপ্তাহে পাওয়ার আপ করার আগে আমার ওয়ালেটে স্টিম এবং স্টিম পাওয়ার এর অবস্থা কি ছিল। এ সপ্তাহে পাওয়ার আপ করার আগে আমার লিকুইড স্টিম ছিল ১০৫০.০১২ এবং স্টিম পাওয়ার ছিল ১১২৮৪.৩৮২।

এবার পাওয়ার আপ করার জন্য ওয়ালেটের লিকুইড স্টিম এর ব্যালেন্স এর পাশে রক্ষিত ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে। দেখা যাবে সেখানে অনেকগুলো অপশন আসছে। সেখান থেকে পাওয়ার আপ অপশনটিতে ক্লিক করতে হবে।

এখন যে ইন্টারফেইজটি আসবে তাতে এমাউন্টের ঘরে যে পরিমান স্টিম পাওয়ার আপ করা হবে তা লিখতে হবে। যেহেতু এ সপ্তাহে আমি ৫০০ লিকুইড স্টিম কে পাওয়ার আাপ করবো। তাই এমাউন্টের ঘরে ৫০০ লিখতে হবে। তারপর পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে।
এখন যে ইন্টারফেইজটি আসবে সেটা ভালভাবে চেক করে নিতে হবে। এরপর সেখানে থেকে ওকে বাটনে ক্লিক করবো।
এবার যে ইন্টারফেইজটি এসেছে তাতে ইউজার এর ঘরে স্টিমিট আইডি ঠিক আছে কিনা তা চেক করে নিয়ে স্টিমিট এর একটিভ কী দিতে হবে। তারপর সাইন ইন এ ক্লিক করতে হবে। তাহলে হয়ে গেল এ সপ্তাহের ৫০০ স্টিম লিকুইড কে পাওয়ার আপ করার কার্যক্রম।

সাইন ইন করার পর একটি ইন্টারফেইজ আসবে। আর তাতে দেখা যাচ্ছে ৫০০ স্টিম লিকুইড এখন পাওয়ার আপ হয়ে গেছে। তাই স্টিম ওয়ালেটের লিকুইড স্টিম আর স্টিম পাওয়ার এর ভ্যালুও পরিবর্তন হয়ে গেছে।

পূর্বের এসপি | ১১২৮৪.৩৮২ |
---|---|
পাওয়ার আপ | ৫০০ স্টিম |
বর্তমান এসপি | ১১৭৮৪.৩৮৪ |
শেষ কথা
শেষ কথা
প্রতি সপ্তাহে ধারাবাহিক ভাবে পাওয়ার আপ করতে থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আমার বিশ্বাস। আর এভাবেই আমি ডিসেম্বরের মধ্যে আমার তৃতীয় ডলফিন অর্জন করতে পারবো।
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

একাউন্টঃ @maksudakawsar
পাওয়ার বৃদ্ধিঃ = 4.43105%
বাহ্ আপনি তো আজকে অনেক বড় একটি এমাউন্টের পাওয়ার আপ করছেন।স্টিমিট প্লাটফর্মে পাওয়ার আপ করা মানে নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করা। আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আজকে আপনি বড় একটি এমাউন্ট পাওয়ার আপ করেছেন। আপনার ৫০০ স্টিম এর এর মাধ্যমে আপনি আপনার লক্ষ্যর দিকে অনেক দূরে এগিয়ে গেলেন। আমি নিজেও সব সময় পাওয়ার আপ বৃদ্ধি করতে চেষ্টা করি। তবে আপু আশা করি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করলে কাঙ্খিত লক্ষ্য খুব সহজে পূরণ করতে পারবেন।
পাওয়ার আপ করা আমাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ৷ এর মাধ্যমে আমাদের টার্গেটের দিকে এগিয়ে যেতে পারি৷ আর আজকে আপনি আপনার টার্গেটের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যকে সামনে রেখে অনেক বড় একটি অ্যামাউন্ট এর পাওয়ার আপ করেছেন এবং এই ৫০০ স্টিম পাওয়ার আপ করার মধ্য দিয়ে আপনার টার্গেট এর দিকে আপনি অনেকটা এগিয়ে গেলেন৷ একই সাথে আপনার টার্গেট পৌঁছানোর দিকে যে ধাপগুলো অতিক্রম করছেন সেগুলো অনেক বড় একটি ধাপ অতিক্রম করে ফেললেন৷
৫০০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি আপু। আপনি বেশ বড় এমাউন্টের পাওয়ার আপ করেছেন এটা দেখে অনেক আনন্দিত হলাম।