টার্গেট ডিসেম্বর সিজন -৫ || ১০ স্টিম পাওয়ার আপ
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
চলছে টার্গেট ডিসেম্বর সিজন-৫ এর পাওয়ার আপ প্রতিযোগিতা। আমি প্রথমে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় @rex-sumon ভাইকে,আমাদেরকে পাওয়ার আপ করতে উৎসাহিত করার জন্য। ইতিমধ্যে অনেকেই পাওয়ার আপ এর মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমিও ইতিমধ্যে পাওয়ার আপ এর মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। যাইহোক আজকে আমি ১০ স্টিম পাওয়ার আপ করেছি। আমি চেষ্টা করি নিয়মিত পাওয়ার আপ করার জন্য। কারণ পাওয়ার আপ এর মাধ্যমে আইডির সক্ষমতা বৃদ্ধি পায়। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ এর কোনো বিকল্প নেই। তাইতো পাওয়ার আপ করতে আমি খুব ভালোবাসি। আমি সিজন-৫ এ টার্গেট নির্ধারণ করেছি ৩৩,০০০ এসপি অর্জন করার। আপনারা দোয়া করবেন আমি যেনো আমার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হই। যাইহোক আজকে আমি কিভাবে ১০ স্টিম পাওয়ার আপ করলাম,সেটা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ক্যানভা অ্যাপ দিয়ে তৈরি করা হয়েছে
পাওয়ার আপ এর ধাপগুলো নিম্নরূপঃ
প্রথম ধাপ
পাওয়ার আপ করার পূর্বে আমার স্টিম ছিলো ৩৫.৯৯৯ এবং স্টিম পাওয়ার ছিলো ৩০,৫৮৪.২৩৮ স্টিম। এখন আমি স্টিমকে পাওয়ার আপ করে, স্টিম পাওয়ারে রূপান্তরিত করবো।
দ্বিতীয় ধাপ
তারপর আমি প্রথমে স্টিমের ড্রপডাউনে ক্লিক করলাম এবং এরপর পাওয়ার আপ অপশনটিতে ক্লিক করবো।
তৃতীয় ধাপ
তারপর আমি যত স্টিম, পাওয়ার আপ করবো তত স্টিম এমাউন্টের ঘরে বসিয়ে দিবো। আমি যেহেতু ১০ স্টিম পাওয়ার আপ করবো, সেহেতু ১০ স্টিম এমাউন্টের ঘরে বসিয়ে দিলাম। তারপর পাওয়ার আপ বাটনে ক্লিক করে, ওকে বাটনে ক্লিক করে দিলাম। এরপর এক্টিভ কী ব্যবহার করে পাওয়ার আপ এর কার্যক্রম সম্পন্ন করে নিবো।
সর্বশেষ ধাপ
আর এভাবেই আমি পাওয়ার আপ সম্পন্ন করে ফেললাম। পাওয়ার আপের পূর্বে আমার স্টিম পাওয়ার ছিলো ৩০,৫৮৪.২৩৮ স্টিম এবং পাওয়ার আপের পরে আমার স্টিম পাওয়ার হলো ৩০,৫৯৪.২৪১ স্টিম।
বিবরণ | ব্যালেন্স |
---|---|
পূর্বের এসপি | ৩০,৫৮৪.২৩৮ স্টিম |
পাওয়ার আপ | ১০ স্টিম |
বর্তমান এসপি | ৩০,৫৯৪.২৪১ স্টিম |
পোস্টের বিবরণ
বিষয় | পাওয়ার আপ |
---|---|
স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ১৩.৯.২০২৫ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1966550776383160445?t=4gm4sgp8IxOYqrFTHlQevg&s=19
https://x.com/mohin3242127/status/1966766945702736253?t=FTdzM-dWt753vpw4vbiA1A&s=19
X-promotion
প্রতিনিয়ত পাওয়ার আপ করা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার আপ করার মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। পাওয়ার আপ পোস্টগুলো দেখলে আমি অনেক বেশি উৎসাহিত হয়ে থাকি। আপনি এভাবে পাওয়ার আপ করতে থাকলে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আর অন্যরাও উৎসাহিত হবে।
এভাবে পাওয়ার আপ করতে পারলে আসলেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি পাওয়ার আপ করে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। আপনার ১০ স্টিম পাওয়ার আপ দেখেই আমার খুব ভালো লেগেছে। আর এভাবে পাওয়ার আপ করতে থাকলে খুব শীঘ্রই আপনার লক্ষ্য পূরণ হয়ে যাবে। এভাবেই ধারাবাহিকতা থেকে পাওয়ার আপ করতে থাকুন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমিও আশাবাদী খুব শীঘ্রই আমার কাঙ্খিত লক্ষ্য পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ডিসেম্বরের টার্গেটকে সামনে রেখে আপনি সবসময় পাওয়ার আপ করে যাচ্ছেন৷ আজকেও আপনি অনেক ভালো একটি এমাউন্টের পাওয়ার আপ করেছেন৷ এখানে এই পাওয়ার আপ করার মধ্য দিয়ে আপনার একাউন্টের সক্ষমতা যেভাবে বৃদ্ধি করে ফেলেছেন৷ টার্গেটের দিকেও এগিয়ে গেলেন। এভাবেই সবসময় এগিয়ে যাবেন বলে আশা করছি ৷
ইদানীং ভালো এমাউন্টের পাওয়ার আপ করতে পারছি না। তবে প্রতি সপ্তাহে মিনিমাম ১০ স্টিম পাওয়ার আপ করে থাকি। ধন্যবাদ আপনাকে।
পাওয়ার আপ পোস্ট দেখলে আমার কাছে খুব ভালো লাগে। আপনি নিজেকে এগিয়ে নেওয়ার জন্য আজকে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। যদিও আপনার লক্ষ্য হচ্ছে ৩৩ হাজার এসপি পাওয়ার আপ করা। আশা করি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করলে কাঙ্খিত লক্ষ্য খুব সহজে পূরণ করতে পারবেন।
পাওয়ার আপ পোস্ট দেখলে আমারও খুব ভালো লাগে। এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
টার্গেট ডিসেম্বর সিজন ফাইভ উপলক্ষে আজকে ১০ স্টিম পাওয়ার আপ করছেন দেখে খুবই ভালো লাগলো।স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ।আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
পাওয়ার আপ এর গুরুত্ব নিঃসন্দেহে অপরিসীম। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।