নিজ স্বক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ স্টিম পাওয়ার আপ।

in আমার বাংলা ব্লগlast month (edited)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।আর সেটি হলো পাওয়ার আপ পোষ্ট সিজন-৫

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunZ1cSvNQs3RXc4b8aN8U3yqF9Nqy6zwkUUXuixoNJqb8jqVLMLnahWiCkWtoNK...7iyZotj22RJWELjDoAbNZRXa7oYqQTZP9ha3Wr2zSTpoTUa1UvCTp3AsNXXe9HDQM2D11bh5NgSj1RnRoFtvounxfHzNNbd6xfwJcffxzGSXFUKmDBmjN1rE2.jpeg

প্রতি সপ্তাহের ন্যায় এইবারও নিজ স্বক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ স্টিম পাওয়ার আপ।

হ্যালো বন্ধুরা আমি আজকে আবারো এসেছি পাওয়ার আপ পোস্ট নিয়ে, এবং আমি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করে সিজন-৫ এ যোগদান করলাম।তবে এইবার সিজন-৫ এ আমার টার্গেট থাকবে ৬০০০ স্টিম পাওয়ার এচিভ করা। যাতে করে আমি নয় এক্স( 9x)ডলফিন হতে পারি।

যদিও সিজন চার এ আমার টার্গেট ছিলো ৪০ হাজার স্টিম পাওয়ার করে ৮এক্স ডলফিন হওয়া। আর সেই লক্ষ্যেও আমি পৌঁছে গেয়েছি।এখন আবার ২০২৫ সালে নতুন টার্গেট নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। আর আশা করি আগামী নবেম্বরের আগেই আমি ৪৬০০০ হাজার প্লাস স্টিম পাওয়ার করে ফেলবো।

আসলে বন্ধুরা নিজের পাওয়ার বৃদ্ধির লক্ষ্যে এবং নিজেকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্টিম পাওয়ার খুবই প্রয়োজন।স্টিমিট প্লাটফর্মে প্রতিনিয়ত কাজ করতে হলে, বা শক্ত একটি অবস্থান তৈরি করতে হলে, অবশ্যই স্টিম পাওয়ার এর প্রয়োজন আছে। আর সেজন্যই আমি প্রতিনিয়ত পাওয়ার আপ করে থাকি।

সিজন তিন শেষে সর্বমোট আমার পাওয়ার হয়েছিলো ৩৩,৩৮৫ স্টিম পাওয়ার।

সিজন চার শেষে সর্বমোট আমার পাওয়ার হয়েছিলো ৪০৮২৮ স্টিম পাওয়ার।

পূর্বে আমার স্টিম পাওয়ার ছিলো ৪৪৩৭৪ স্টিম।১০ স্টিম পাওয়ার আপ করে আমার এখন ৪৪৩৮৪ স্টিম পাওয়ার হয়েছে।

পূর্বের স্টিম পাওয়ার৪৪৩৭৪
পাওয়ার আপ১০ স্টিম
বর্তমান স্টিম পাওয়ার৪৪৩৮৪
প্রথম টার্গেট১০,০০০ স্টিম পাওয়ার (Done)
দ্বিতীয় টার্গেট১৫,০০০ স্টিম পাওয়ার (Done)
তৃতীয় টার্গেট৮,০০০ স্টিম পাওয়ার (Done)
চতুর্থ টার্গেট৭,০০০ স্টিম পাওয়ার (Done)
পঞ্চম টার্গেট৬,০০০ স্টিম পাওয়ার (চলমান)

পাওয়ার আপ করার জন্য আমাকে প্রথমে আমার ওয়ালেটে যেতে হবে সেখান থেকে স্টিম অপশনে ড্রপ বোতামে ক্লিক করলাম এবং পাওয়ার আপ এ ক্লিক করলাম। তারপর পাওয়ার আপে ক্লিক করার পর, আমি যে পরিমাণ পাওয়ার আপ করতে যাচ্ছি তা সেখানে বসাতে হবে। তারপর আমাকে পাওয়ার আপ এ ক্লিক করতে হবে। এর পরে আমি পাসওয়ার্ড দিয়ে ওকে করলেই পাওয়ার আপ হয়ে যাবে।

তো বন্ধুরা চলুন শুরু করা যাক পাওয়ার আপ কিভাবে করেছি সেটির ধাপ গুলো।

প্রথম ধাপ

Screenshot_20250612-084525_Chrome.jpg

দ্বিতীয় ধাপ

Screenshot_20220717-211237_Chrome.jpg

শেষ ধাপ

Screenshot_20250612-084543_Chrome.jpg

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
images (2).png

পোষ্ট ও ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণপাওয়ার আপ

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 last month 

নিজ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করা। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা অর্জন। আমার বাংলা ব্লগে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রাখেন আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 last month 

💓🪷💓

 last month 

প্রতিনিয়ত পাওয়ার আপ করা আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাওয়ার আপ করতে থাকলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। আপনার করা পাওয়ার আপ দেখলে অন্যরাও অনেক উৎসাহিত হবে পাওয়ার আপের প্রতি। ধারাবাহিকতা বজায় রেখে এভাবেই এগিয়ে যেতে থাকুন।

 last month 

আপনি বরাবরের মতো এই সপ্তাহেও ১০ স্টিম পাওয়ার আপ করেছেন এবং এতে করে আপনি ৪৪,৩৮৪+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 last month 

আপনি আজকেও পাওয়ার আপ করে সক্ষমতা বৃদ্ধি করেছেন দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। পাওয়ার আপ যত বেশি দেখি আমার কাছে তত বেশি খুব ভালো লাগে এবং উৎসাহিত হই পাওয়ার আপের প্রতি অনেক বেশি। অল্প অল্প করে পাওয়ার আপ করলেও, যদি এভাবে ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার বৃদ্ধি করেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন খুব তাড়াতাড়ি।

@nevlu123, অসাধারণ! আপনার পাওয়ার আপ পোস্টটি দেখে আমি খুবই উৎসাহিত হলাম। সিজন-৫ এ ৬০০০ স্টিম পাওয়ার অর্জনের লক্ষ্য এবং ২০২৫ সালের মধ্যে ৪৬০০০+ স্টিম পাওয়ারে পৌঁছানোর পরিকল্পনা সত্যিই প্রশংসার যোগ্য।

আমি বিশেষভাবে মুগ্ধ হয়েছি যেভাবে আপনি নিজের প্রবৃদ্ধির জন্য স্টিম পাওয়ারের গুরুত্ব তুলে ধরেছেন। নতুনদের জন্য এটা খুবই অনুপ্রেরণামূলক। আপনার পাওয়ার আপ করার প্রতিটি ধাপের স্ক্রিনশটগুলো অনুসরণ করাও খুব সহজ।

এই প্ল্যাটফর্মে আপনার ডেডিকেশন এবং শক্তিশালী অবস্থান তৈরির প্রচেষ্টা আমাকে মুগ্ধ করেছে। আপনার ভবিষ্যৎ যাত্রার জন্য শুভকামনা রইল। আপনার মতো একজন নিবেদিত ব্যবহারকারীকে Steemit-এ পেয়ে আমরা গর্বিত। চালিয়ে যান, @nevlu123!

 last month 

🙏✴️🙏

 last month 

আপনি প্রতি সপ্তাহে ১০ স্টিম করে পাওয়ার আপ করেন এটা দেখতে খুবই ভালো লাগে। আমিও চেষ্টা করি প্রতি সপ্তাহে একটু একটু করে পাওয়ার আপ করার। স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last month 

Screenshot_20250613-085416_Chrome.jpg

Screenshot_20250613-085523_Chrome.jpg

Screenshot_20250613-085849_Chrome.jpg

Screenshot_20250613-085719_Chrome.jpg

 last month 

আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুবই ভালো লাগলো। পাওয়ার আপ করা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি ১০ স্টিম পাওয়ার আপ করে নিজের সক্ষমতা এগিয়ে নিয়ে গেলেন। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের কোন বিকল্প নেই। শুভকামনা রইল।