নিজ স্বক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ স্টিম পাওয়ার আপ।|
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
প্রতি সপ্তাহের ন্যায় এইবারও নিজ স্বক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ স্টিম পাওয়ার আপ। |
---|
হ্যালো বন্ধুরা আমি আজকে আবারো এসেছি পাওয়ার আপ পোস্ট নিয়ে, এবং আমি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করে সিজন-৫ এ যোগদান করলাম।তবে এইবার সিজন-৫ এ আমার টার্গেট ছিলো ৬০০০ স্টিম পাওয়ার এচিভ করা। যাতে করে আমি নয় এক্স( 9x)ডলফিন হতে পারি।আর গত সপ্তাহে আমি ৯এক্স ডলফিন অর্জন করেছি।
যদিও সিজন চার এ আমার টার্গেট ছিলো ৪০ হাজার স্টিম পাওয়ার করে ৮এক্স ডলফিন হওয়া। আর সেই লক্ষ্যেও আমি পৌঁছে গেয়েছি।এখন আবার ২০২৫ সালে নতুন টার্গেট নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। আর আশা করি আগামী নবেম্বরের আগেই আমি ৪৬০০০ হাজার প্লাস স্টিম পাওয়ার করে ফেলবো।
আসলে বন্ধুরা নিজের পাওয়ার বৃদ্ধির লক্ষ্যে এবং নিজেকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্টিম পাওয়ার খুবই প্রয়োজন।স্টিমিট প্লাটফর্মে প্রতিনিয়ত কাজ করতে হলে, বা শক্ত একটি অবস্থান তৈরি করতে হলে, অবশ্যই স্টিম পাওয়ার এর প্রয়োজন আছে। আর সেজন্যই আমি প্রতিনিয়ত পাওয়ার আপ করে থাকি।
সিজন তিন শেষে সর্বমোট আমার পাওয়ার হয়েছিলো ৩৩,৩৮৫ স্টিম পাওয়ার।
সিজন চার শেষে সর্বমোট আমার পাওয়ার হয়েছিলো ৪০৮২৮ স্টিম পাওয়ার।
পূর্বে আমার স্টিম পাওয়ার ছিলো ৪৫০৬৬ স্টিম।১০ স্টিম পাওয়ার আপ করে আমার এখন ৪৫০৭৬ স্টিম পাওয়ার হয়েছে।
পূর্বের স্টিম পাওয়ার | ৪৫০৬৬ |
---|---|
পাওয়ার আপ | ১০ স্টিম |
বর্তমান স্টিম পাওয়ার | ৪৫০৭৬ |
প্রথম টার্গেট | ১০,০০০ স্টিম পাওয়ার (Done) |
দ্বিতীয় টার্গেট | ১৫,০০০ স্টিম পাওয়ার (Done) |
তৃতীয় টার্গেট | ৮,০০০ স্টিম পাওয়ার (Done) |
চতুর্থ টার্গেট | ৭,০০০ স্টিম পাওয়ার (Done) |
পঞ্চম টার্গেট | ৬,০০০ স্টিম পাওয়ার (Done) |
ষষ্ঠ টার্গেট | Processing⌛ |
পাওয়ার আপ করার জন্য আমাকে প্রথমে আমার ওয়ালেটে যেতে হবে সেখান থেকে স্টিম অপশনে ড্রপ বোতামে ক্লিক করলাম এবং পাওয়ার আপ এ ক্লিক করলাম। তারপর পাওয়ার আপে ক্লিক করার পর, আমি যে পরিমাণ পাওয়ার আপ করতে যাচ্ছি তা সেখানে বসাতে হবে। তারপর আমাকে পাওয়ার আপ এ ক্লিক করতে হবে। এর পরে আমি পাসওয়ার্ড দিয়ে ওকে করলেই পাওয়ার আপ হয়ে যাবে।
তো বন্ধুরা চলুন শুরু করা যাক পাওয়ার আপ কিভাবে করেছি সেটির ধাপ গুলো। |
---|
প্রথম ধাপ
দ্বিতীয় ধাপ
শেষ ধাপ
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR

আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
পোষ্ট ও ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | পাওয়ার আপ |
Upvoted! Thank you for supporting witness @jswit.
ধন্যবাদ।
স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আপনি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করছেন দেখে খুবই ভালো লাগলো। আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
জি ঠিক।।
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
আপনি এই সপ্তাহে ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৪৫,০৭৬+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। বেশ ভালো লাগলো আপনার পাওয়ার আপ পোস্টটি দেখে। আশা করি এভাবেই অনেক দূর এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।