আমার পাওয়ার আপ 50 স্টিম।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১৬ই জুলাই , বুধবার ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
ক্যানভা অ্যাপস দিয়ে সুন্দর একটি কভার ফটো তৈরি করেছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার পরিকল্পনা থাকলে পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। স্টিমিটে যে, একাউন্টে যত বেশি পাওয়ার সেই অ্যাকাউন্ট ততই বেশি শক্তিশালী। স্টিমিটে পাওয়ার আপ সম্পর্কে অবশ্য আমি তেমন জানতাম না কিন্তু লেভেল-২ এ ক্লাস করার পরে আমি আমার প্রফেসরদের কাছ থেকে পাওয়ার অ্যাপ সম্পর্কে বিস্তারিত বিষয়াদি জানতে পেরেছি। তাই আমি এখন থেকেই চেষ্টা করবো প্রতি সপ্তাহে অল্প অল্প করে পাওয়ার আপ করার। আজকে আমি ৫০স্টিম পাওয়ার আপ করেছি সেই প্রসেস এখন আপনাদের সাথে শেয়ার করবো।
প্রথম ধাপ
প্রথমে আমার স্টিমিটের একাউন্টে যাবো তারপর প্রাইভেট অ্যাক্টিভ কী দিয়ে ওয়ালেট লগইন করবো। পাওয়ার আপ করার পূর্বে আমার ওয়ালেটের স্ক্রীনশট।
দ্বিতীয় ধাপ
আমার স্টিমিট ওয়ালেটের লিকুইড স্টিমের পাশে যে, ড্রপডাউন মেনু আছে সেখানে ক্লিক করবো। তারপর একটি বক্স আসবে সেখান থেকে পাওয়ার আপে ক্লিক করবো।
তৃতীয় ধাপ
পাওয়ার আপ বাটনে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস আসবে তারপর এখানে অ্যামাউন্টের ঘরে আমি কত স্টিম পাওয়ার আপ করব সেই অ্যামাউন্ট লিখবো। তারপর পাওয়ার আপ বাটনে ক্লিক করবো।
চতুর্থ ধাপ
এরপর আরো একটি নতুন ইন্টারফেস আসবে। এখানে ফরম, টু, এমাউন্ট এগুলো ঠিক আছে কিনা চেক দিয়ে ওকে বাটনে ক্লিক করলেই পাওয়ার আপ সম্পন্ন হয়ে যাবে।
পঞ্চম ধাপ
পাওয়ার আপ সম্পন্ন করার পরে আমার স্টিমিট ওয়ালেটের স্ক্রিনশট।
পাওয়ার আপের সমীকরণ:
পাওয়ার আপের পূর্বে এস.পি:3334+
পাওয়ার আপের পরিমাণ:50
পাওয়ার আপের পরে এস.পি:3384+
পোস্টের ছবির বিবরন
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
স্ক্রিনশট: স্টিমিট ওয়ালেট
লোকেশন: কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


টার্গেট ডিসেম্বর সিজন ফাইভে আপনি ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন। আসলে আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করা।যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা অর্জন। আপনি আপনার পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রাখেন আপনার জন্য শুভকামনা রইলো আপু।
প্রতিনিয়ত পাওয়ার আপ করা আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাওয়ার আপ করতে থাকলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। আপনার করা পাওয়ার আপ দেখলে অন্যরাও অনেক উৎসাহিত হবে পাওয়ার আপের প্রতি। ধারাবাহিকতা বজায় রেখে এভাবেই এগিয়ে যেতে থাকুন।
পাওয়ার আপ আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে পাওয়ার আপের কোন বিকল্প নেই। বেশ ভালোই পাওয়ার আপ করেছেন আপনি। এভাবে প্রতিনিয়ত পাওয়ার আপ করলে আপনার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন।
টার্গেট ডিসেম্বর সিজন ফাইভ উপলক্ষে আজকে ৫০ স্টিম পাওয়ার আপ করছেন। আপনার পাওয়ার আপ দেখে খুবই ভালো লাগলো। আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
পাওয়ার আপ এমন একটা জিনিস যেটার মাধ্যমে নিজেদের দ্বিগুণ লাভ হয়। আপনাদের পাওয়ার আপ পোস্ট গুলো দেখে আমি নিজেও পাওয়ার আপ করতে অনেক বেশি উৎসাহ পায়। এ প্ল্যাটফর্মে কাজ করতে হলে সবাইকে অল্প অল্প করে পাওয়ার আপ করতে হবে। এভাবেই পাওয়ার আপ করতে থাকুন আপনার জন্য শুভেচ্ছা রইল।
https://x.com/PurnimaBis34652/status/1945559128128327865?t=kR8NcquZaj2uyhL2ECUbUw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1945559409045975196?t=VMrXj1CJ8l1rKs6MNVswlg&s=19
একাউন্টঃ @purnima14
পাওয়ার বৃদ্ধিঃ = 1.4997%