আমার পাওয়ার আপ 10 স্টিম।

in আমার বাংলা ব্লগ4 days ago (edited)

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ২২ শে অক্টোবর, বুধবার ২০২৫ খ্রিঃ



কভার ফটো


1000155512.jpg

ক্যানভা অ্যাপস দিয়ে সুন্দর একটি কভার ফটো তৈরি করেছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার পরিকল্পনা থাকলে পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। স্টিমিটে যে, একাউন্টে যত বেশি পাওয়ার সেই অ্যাকাউন্ট ততই বেশি শক্তিশালী। স্টিমিটে পাওয়ার আপ সম্পর্কে অবশ্য আমি তেমন জানতাম না কিন্তু লেভেল-২ এ ক্লাস করার পরে আমি আমার প্রফেসরদের কাছ থেকে পাওয়ার অ্যাপ সম্পর্কে বিস্তারিত বিষয়াদি জানতে পেরেছি। তাই আমি এখন থেকেই চেষ্টা করবো প্রতি সপ্তাহে অল্প অল্প করে পাওয়ার আপ করার। আজকে আমি ১০ স্টিম পাওয়ার আপ করেছি সেই প্রসেস এখন আপনাদের সাথে শেয়ার করবো।



প্রথম ধাপ


1000231912.jpg

প্রথমে আমার স্টিমিটের একাউন্টে যাবো তারপর প্রাইভেট অ্যাক্টিভ কী দিয়ে ওয়ালেট লগইন করবো।‌ পাওয়ার আপ করার পূর্বে আমার ওয়ালেটের স্ক্রীনশট।



দ্বিতীয় ধাপ


1000231914.jpg

আমার স্টিমিট ওয়ালেটের লিকুইড স্টিমের পাশে যে, ড্রপডাউন মেনু আছে সেখানে ক্লিক করবো। তারপর একটি বক্স আসবে সেখান থেকে পাওয়ার আপে ক্লিক করবো।



তৃতীয় ধাপ


1000231918.jpg

পাওয়ার আপ বাটনে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস আসবে তারপর এখানে অ্যামাউন্টের ঘরে আমি কত স্টিম পাওয়ার আপ করব সেই অ্যামাউন্ট লিখবো। তারপর পাওয়ার আপ বাটনে ক্লিক করবো।



চতুর্থ ধাপ


1000231920.jpg

এরপর আরো একটি নতুন ইন্টারফেস আসবে। এখানে ফরম, টু, এমাউন্ট এগুলো ঠিক আছে কিনা চেক দিয়ে ওকে বাটনে ক্লিক করলেই পাওয়ার আপ সম্পন্ন হয়ে যাবে।



পঞ্চম ধাপ


1000231922.jpg

পাওয়ার আপ সম্পন্ন করার পরে আমার স্টিমিট ওয়ালেটের স্ক্রিনশট।



পাওয়ার আপের সমীকরণ:


বিবরন: স্টিম
পাওয়ার আপের পূর্বে এস.পি: 4187+
পাওয়ার আপের পরিমাণ: 10
পাওয়ার আপের পরে এস.পি:4197+


পোস্টের ছবির বিবরন


ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
স্ক্রিনশট: স্টিমিট ওয়ালেট
লোকেশন: কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 4 days ago 

এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। আমরা সবাই যদি সব সময় অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করি, তাহলে নিজেদের সক্ষমতা বেশি করে বৃদ্ধি করতে পারবো। আমরা পাওয়ার আপের মাধ্যমে অন্যদেরকেও পাওয়ার আপের প্রতি উৎসাহিত করতে পারবো। আমাদের সবাইকেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে সব সময়। তবে আমরা নিজেদের লক্ষ্য শীঘ্রই পূরণ করে নিতে পারবো। লক্ষ্য পূরণে পাওয়ার আপ সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 4 days ago 

পাওয়ার আপ আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে পাওয়ার আপের বিকল্প নেই। ১০ স্টিম পাওয়ার অফ করার মাধ্যমে আপনি আরো নিজেকে এগিয়ে নিয়ে গেলেন। আপনি এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।

 4 days ago 

যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। আপনি এভাবে পাওয়ার আপ করার মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আপনার আজকের করা পাওয়ার আপ দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। সব সময় আপনি এরকম ভাবেই পাওয়ার আপের মাধ্যমে এগিয়ে যান।

 4 days ago 

পাওয়ার আপ বৃদ্ধি করতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি দীর্ঘমেয়াদি কাজ করার জন্য ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। আর এই দশ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে আপনি অলরেডি ৪১৯৭+এসপির মালিক হলেন। আশা করি পাওয়ার আপ করে অনেক দূর এগিয়ে যাবেন।

 3 days ago 

আপনি প্রতি সপ্তাহে একটু একটু করে পাওয়ার আপ করেন দেখে খুবই ভালো লাগে।স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ।আমিও চেষ্টা করি কিছু কিছু করে পাওয়ার আপ করার।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 days ago 

আজকে আপনি আপনার টার্গেটকে সামনে রেখে পাওয়ার আপ করেছেন দেখে বেশ ভালই লাগছে৷ এই পাওয়ার আপ করার মধ্য দিয়ে আপনার টার্গেটের দিকে আপনি যেভাবে পৌঁছে গেলেন৷ তার পাশাপাশি আপনার একাউন্টের সক্ষমতাও অনেকটা বৃদ্ধি পেয়ে গিয়েছে৷ এভাবে সব সময় বৃদ্ধি পেয়ে যাবে বলে আমি মনে করি৷ শুভকামনা রইল আপনার জন্য৷