টার্গেট ডিসেম্বর সিজন-৪। ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি || Target December -10 STEEM power up|| by ripon40

in আমার বাংলা ব্লগ14 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি
  • ২৩, জুন ,২০২৫
  • সোমবার


আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপ করছি।আমি পাওয়ার আপকে ভালোবাসি।

IMG_20240114_004049.png

Made by canva app

আমি প্রথমেই ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ কমিউনিটিকে" এতো সুন্দর একটি প্লাটফর্ম আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা বাংলা ভাষায় মনের ভাব সহজেই প্রকাশ করতে পারছি। আমার বাংলা ব্লগ কমিউনিটি পাওয়ার আপ করাকে সাধুবাদ জানায়। আমি বিগত এক বছর যাবৎ পাওয়ার আপ করে চলেছি। যেটা আমার সাপ্তাহিক ইনকাম থেকে। আমার সাপ্তাহিক ইনকামের ৫০-৬০% পাওয়ার আপ করার চেষ্টা করি।যেটা প্রতিনিয়ত চলমান থাকবে সাপ্তাহিক হিসেবে। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর বিন্দু বিশেষ করে @rex-sumon ভাই @heroism প্রজেক্ট হাতে নিয়েছে। সেখানে যদি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের পাওয়ার মিলিত করি তাহলে ভোটিং ভ্যালু বৃদ্ধি পাবে।যা থেকে ভালো ভালো কন্টেন্ট গুলো সুবিধা পাবে।সেই জন্য আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করি।তার পাশাপাশি হিরোইজমে ডেলিগেশন করার চেষ্টা করি। সুমন ভাইয়ের সিদ্ধান্তে উপনীত হয়ে অনেকে ডিসেম্বরের লক্ষ্যে পাওয়ার আপ করে চলেছেন।যার যতটুকু সাধ্য অনুযায়ী পাওয়ার করে চলেছেন।টার্গেট ডিসেম্বর সিজন টু শেষ করে আবার সিজন-৪ চলমান রয়েছে। সবাই তার লক্ষ্য অনুযায়ী পাওয়ার আপ করে চলেছে।ভিত্তি নাহ থাকলে কোথাও টিকে থাকা সম্ভব নয়। ভিত্তি শক্তিশালী করার জন্য সবাইকে পাওয়ার আপ করা উচিৎ । আজ আমি ১০ স্টিম পাওয়ার আপ করবো। আমার সাপ্তাহিক ইনকাম এর অর্ধেকটা পাওয়ার আপ করার চেষ্টা করি । নিজের সক্ষমতা বৃদ্ধির জন্যই পাওয়ার আপ করা।

IMG_20250623_015328.jpg

  • আমার লিকুইড স্টিম রয়েছে প্রায় ৩১ স্টিম আর স্টিম পাওয়ার রয়েছে ১৪৬০০ স্টিম। আমার লিকুইড স্টিমের প্রায় সম্পূর্ণটা পাওয়ার আপ করবো।

IMG_20250623_015342.jpg

  • আমার লিকুইড স্টিম থেকে ১০ স্টিম পাওয়ার কনর্ভাটে বসিয়ে নিয়ে ওকে করে দিয়েছি।

IMG_20250623_015359.jpg

  • আমার আগে স্টিম পাওয়ার ছিল ১৪৬০০ স্টিম। পাওয়ার আপ করার পর এখন স্টিম পাওয়ার হয়েছে ১৪,৬১০ স্টিম।আমি পাওয়ার আপ করতে ভালোবাসি। যেটা ভবিষ্যতে চলমান থাকবে।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 days ago 

Screenshot_2025-06-23-02-01-19-279_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-06-23-02-00-20-309_com.twitter.android.jpg


💦💥2️⃣0️⃣2️⃣5️⃣ This is a manual curation from the @tipu Curation Project

@tipu curate

 13 days ago 

পাওয়ার আপ পোস্ট গুলো দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি পাওয়ার আপ করতে অনেক বেশি পছন্দ করি আর দেখতেও খুব ভালো লাগলো। আপনার পাওয়ার বৃদ্ধি দেখলে অন্যরাও অনেক উৎসাহিত হবে। তাই সবারই উচিত প্রতিনিয়ত অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করা। এভাবে এগিয়ে যান সামনের দিকে।

 13 days ago 

আপনার পাওয়ার বৃদ্ধি করা পোস্ট দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় কাজ করার জন্য এটির বিকল্প নেই। আপনার মত আমি নিজেও সব সময় পাওয়ার বৃদ্ধি করতে অনেক ভালোবাসি। এভাবেই এগিয়ে যান।

 12 days ago 

টার্গেট ডিসেম্বর সিজন ফাইভ উপলক্ষে আজকে ১০ স্টিম পাওয়ার আপ করছেন দেখে খুবই ভালো লাগলো। স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 10 days ago 

পাওয়ার আপ করার গুরুত্ব অপরিসীম এবং এই পাওয়ার আপ করার মধ্য দিয়ে আমরা অনেকটা সামনের দিকে এগিয়ে যেতে পারি৷ আর আজকে যেভাবে আপনি এত ভালো একটা এমাউন্টের পাওয়ার আপ করেছেন এবং এই পাওয়ার আপের মধ্য দিয়ে আপনি আপনার একাউন্টের সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি করে ফেলেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগছে৷ এভাবে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন বলে আশা করছি৷ শুভকামনা রইল আপনার জন্য৷