টার্গেট ডিসেম্বর সিজন-৫।।৫১ স্টিম পাওয়ার আপ।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
- প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা,আজকে আবারো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরো একটি পোস্ট নিয়ে।আমার আজকের ব্লগ টি হচ্ছে পাওয়ার আপ সম্পর্কিত।আমরা সবাই জানি পাওয়ার আপ মানে হচ্ছে নিজের সক্ষমতা বৃদ্ধি।নিজের শক্তিকে ত্বরান্বিত করা।আমার বাংলা ব্লগ এ সয়ংক্রিয় ভাবে কাজ করতে গেলে অবশ্যই আমাদের নিজস্ব শক্তির প্রয়োজন আছে।সে দিক থেকেই পাওয়ার আপ করা অতীব জরুরি একটি বিষয়। কেননা আমাদের একাউন্ট এবং নিজের কাজের ক্ষমতা বৃদ্ধি করতে পাওয়ার আপ অনেক বেশি গুরুত্ব বহন করে।আমাদের কমিউনিটির অনেকেই পাওয়ার করে যাচ্ছেন প্রতিনিয়ত।তাদের থেকেই উৎসাহিত হয়ে আমিও সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ এসপি পাওয়ার আপ করে যাবো।আর সেই সাথে সকলকে পাওয়ার করার আহ্বান জানাচ্ছি।আমার আজকের পাওয়ার আপ এসপি পরিমাণ হলো 52স্টিম। বন্ধুরা আমি আজকে কিভাবে পাওয়ার আপ করলাম চলুন তার প্রসেস গুলি দেখে নেওয়া যাক।
👍পাওয়ার আপ প্রক্রিয়া চলমান👍
- প্রথমে আমি আমার স্টিমিট ওয়ালেটে প্রবেশ করে পাওয়ার আপ এর পূর্বের একটি স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে স্টিম ব্যালেন্সে লিকুইড কত স্টিম আছে আর স্টিম পাওয়ারে কত স্টিম আছে তা দেখে নিয়েছি।
- এরপরে লিকুইড স্টিম এর ডান পাশে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেছি। সেখান থেকে পাওয়ার আপ অপশনে প্রবেশ করেছি।
এরপরে যে ট্যাব ওপেন হয়েছে সেখানে অ্যামাউন্ট এর ঘরে ৫১ স্টিম লিখে ওকে করেছি। তারপরে আবার আরো নতুন একটি পেজ আসবে সেখানে সবকিছু দেখে নিয়ে পুনরায় ওকে তে ক্লিক করেছি।
এইবার প্রাইভেট একটিভ কি দিয়ে সাইন ইন এ ক্লিক করেছি। অতঃপর আমার পাওয়ার আপ এর প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে।
- এরপরে পাওয়ার আপ সম্পূর্ণ হওয়ার পর আমার ওয়ালেটের আবারো একটি স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি।
বিবরণ | পরিমাণ |
---|---|
পূর্বের এসপি | ১০৪ |
পাওয়ার আপ | ৫১ |
বর্তমান এসপি | ১৫৫ |
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
আমি মোঃ শাহিদ ইসলাম। রংপুর বিভাগের রংপুর জেলায় বসবাস করি। অবিবাহিত। আমি একজন বাঙালি হিসেবে মাতৃভাষা বাংলায় কথা বলতে এবং বাংলায় নিজেকে প্রকাশ করতে ভীষণ রকম স্বাচ্ছন্দ্যবোধ করি। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় (অক্সফোর্ড খ্যাত)রংপুর কারমাইকেল কলেজ এর(IHC )ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং আরবী ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ(OBWKM)মাদ্রাসা থেকে ফাজিল করতেছি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন ভেরিফাইড ব্লগার। সংকল্প নিয়েছি এমনভাবে ব্লগিং করব যাতে প্রিয় বাংলা ব্লগ এর সাফল্যের ভাগীদার হতে পারি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব। তাছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় কনটেন্ট লেখা-লেখি,কবিতা লেখা ,আর্ট করা ,ওয়ালমেট তৈরি , অরিগামী ডিজাইন, ফটোগ্রাফি করা ,গজল-গান কভার করা,ভ্রমণ করা,রেসিপি রিভিউ , কবিতা আবৃতি সহ সব রকম কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। সর্বোপরি ধন্যবাদ জানাই বড়দাদা এবং ছোট দাদাসহ সকলকে।
vote@bangla.witness as a witness >>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
X PROMOTION https://x.com/mdetshahidislam/status/1971923606063272201?t=dK4Ex5-KxXnMTQnYts0acw&s=19
আপনি আজকেও পাওয়ার আপ করে সক্ষমতা বৃদ্ধি করেছেন দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। পাওয়ার আপ যত বেশি দেখি আমার কাছে তত বেশি খুব ভালো লাগে এবং উৎসাহিত হই পাওয়ার আপের প্রতি অনেক বেশি। অল্প অল্প করে পাওয়ার আপ করলেও, যদি এভাবে ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার বৃদ্ধি করেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন খুব তাড়াতাড়ি। এভাবেই এগিয়ে যেতে থাকেন।
চেষ্টা করছি প্রতিনিয়ত একটা নির্দিষ্ট পরিমাণ এর অ্যামাউন্ট পাওয়ার আপ করার জন্য আশা করি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো, দোয়া করবেন।
ভাই আপনি টার্গেট ডিসেম্বর সিজন ফাইভ উপলক্ষে আজকে ৫১ স্টিম পাওয়ার আপ করছেন দেখে খুবই ভালো লাগলো।এই ভাবে পাওয়ার আপ বজায় রাখলে আপনি খুব শীগ্রই আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।
নিজের ইচ্ছা এবং চেষ্টা উপর আমি অটল চেষ্টা করি প্রতিনিয়ত একটা নির্দিষ্ট পরিমাণের স্টিম পাওয়ার আপ করার জন্য দোয়া করবেন যেন আমার লক্ষ্যে সঠিক সময়ে পৌঁছাতে পারি।
আজ আপনি পাওয়ার আপ করেছেন দেখে ভালো লাগলো। পাওয়ার আপ করতে থাকলে নিজের লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব। আমাদের সবারই উচিত অল্প অল্প করে হলেও প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাওয়া। কারণ অল্প অল্প পাওয়ার আপ করলেও, আমরা নিজের স্টিম পাওয়ারকে অনেক দূরে নিয়ে যেতে পারবো। দোয়া করি যেন আপনি তাড়াতাড়ি আপনার লক্ষ্য পূরণ করতে পারেন। আর অন্যরাও যেন খুব উৎসাহিত হয় আপনার পাওয়ার আপ দেখলে।
অল্প অল্প করে পাওয়ার আপ এর মাধ্যমে আমরা আমাদের এসপিকে একদিন বিশাল আকারে পরিণত করতে পারব এই কথাটি একদম সঠিক বলেছেন। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ডিসেম্বরের টার্গেটকে পূর্ণ করার লক্ষ্যে আপনি সব সময় পাওয়ার আপ করে যাচ্ছেন৷ তারই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আপনি ৫১ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি এখানে এই পাওয়ার আপ করেছেন তা আপনার একাউন্টের সক্ষমতা যেরকম বৃদ্ধি করে ফেলেছে৷ আপনার টার্গেটের দিকে আপনি একধাপ এগিয়ে গেলেন৷
আজকে আপনি দীর্ঘমেয়াদি কাজ করার জন্য ৫১ স্টিম পাওয়ার আপ করেছেন। এই প্লাটফর্মে পাওয়ার আপ করলে আমাদের নিজের জন্য সুবিধা হয়। আমি নিজেও চেষ্টা করি পাওয়ার আপ করে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য। আশা করি পাওয়ার আপ করে অনেক দূরে এগিয়ে যাবেন।
একাউন্টঃ @shahid420
পাওয়ার বৃদ্ধিঃ = 6.49682%