আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ২০-০৭-২০২৫

in আমার বাংলা ব্লগ19 days ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।

62F7F9DE-E283-4387-A056-11FBCAB92C61.jpeg

আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার এ্যাক্টিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।

বরাবরের মত এ সপ্তাহেও অ্যাক্টিভ ও সুপার অ্যাক্টিভ লিষ্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি।সকলেই, amarbanglablog, abb-school, shy-fox, hungry-griffin থেকে মোট দুটি, তিনটি, এমনকি অনেকেই ৪ টি বা ৫ টি করেও সাপোর্ট পেয়েছেন।এ সপ্তাহে কোন ইউজারকেই সুবিধাবঞ্চিত ইউজারের লিস্টের তালিকায় আনা হয়নি।

সময়কাল : ১৪ জুন ২০২৫ থেকে ২০ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০০

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

@tangera, this weekly report for "Amar Bangla Blog" is fantastic! It's incredibly valuable to see the dedication to ensuring quality content creators are recognized and supported within the community. The transparent process you've outlined, focusing on active and super-active users, highlights a commitment to fairness and engagement. It's great to see that this week, everyone is receiving support—a testament to the community's overall activity and support system. Thank you for your consistent effort in maintaining and nurturing a thriving environment for Bengali-language content on Steemit! Keep up the excellent work!

 18 days ago 

এই সপ্তাহেও সুবিধাবঞ্চিত ইউজার খুঁজে পাওয়া যায়নি,এটা জেনে ভীষণ ভালো লাগলো। তাছাড়া কমবেশি সবাই তুলনামূলকভাবে বেশি সাপোর্ট পাচ্ছে,এটা জেনে আরও বেশি ভালো লাগলো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 18 days ago 

সবাই বেশ ভালো সাপোর্ট পাচ্ছেন। এর কারন মনে হয় ইউজার কম থাকা। যাইহোক বেশ ভালো লাগলো জেনে যে, সবাই এ সপ্তাহে সাপোর্ট পেয়েছেন। ধন্যবাদ রিপোর্টটি শেয়ার করার জন্য।

 16 days ago 

বিগত কয়েক সপ্তাহ যাবত কাউকে খুঁজে পাওয়া যায়নি কোন সাপোর্ট পেয়েছে সত্যিই এটা অনেক বড় পাওয়া। এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক সেটাই কামনা করি।