আলু,ফুলকপি ও মাছ রান্নার রেসিপি। ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।
হ্যালো......
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা
আমি বাংলাদেশ থেকে @mdintiaz
আজ বৃহস্পতিবার,ফেব্রুয়ারি ৯/২২
আসসালামু আলাইকুম, আমার বাংলা ব্লগ এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগণ,আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে আলু, ফুলকপি ও মাছ রান্নার রেসিপি তুলে ধরবো। চলুন শুরু করা যাক।
সর্বশেষে মূল ছবি
প্রথমে মাছটি কেটে নিলাম এবং পনি দিয়ে ভালভাবে ৫ মিনিট ধরে পরিষ্কার করে ধুয়ে নিলাম। পানি দিয়ে ধুয়ে একটি পাত্রে রাখলাম।তারপর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম।
এবার আমি চুলার উপরে একটি কড়ায় নিলাম।কড়ায়ের মধ্যে তেল দিয়ে নিলাম, তেল গরম করার জন্য।
এবার গরম তেলের মধ্যে মাছ ভাজার জন্য দিয়ে নিলাম। ৭ মিনিট ধরে কড়ায়ের মধ্যে রাখলাম।
মাছ ভাজা হয়ে গেলে একটি পাত্রে রাখলাম। আপনারা দেখছেন মাছ ভাজা হয়ে গেছে।
এবার আমি ফুলকপি কেটে নিলাম এবং পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে রাখলাম।
এবার আমি ঝাল, পেয়াজ, রসূন, মসলা, জিরা বেটে কড়ায়ের মধ্যে রাখলাম এবং হলুদ, লবণ দিয়ে নিলাম।
এবার ফুলকপি গুলো মসলার ভেতরে দিয়ে ভালভাবে মিশিয়ে নিলাম। যাতে ফুলকপি গুলো কশানো যায়।
এবার ফুলকপি গুলো কসানো হয়ে গেলে পানি দিয়ে দিলাম।
এবার গামলা দিয়ে ঢেকে দিলাম ফুলকপি ও আলু সিদ্ধ করার জন্য। ৭ মিনিট ধরে গামলা দিয়ে ঢেকে রাখলাম। যাতে করে আলু ও ফুলকপি ভালভাবে সিদ্ধ হয়।
এবার আলু ও ফুলকপি সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে দিলাম। আলু, ফুলকপি ও মাছ রান্না করার জন্য ১০ মিনিট ধরে নাড়াচাড়া করে চুলার উপরে রাখলাম।
আলু, ফুলকপি ও মাছ রান্না হয়ে গেলে একটি পাত্রে রাখলাম। এখন এটি খাওয়ার উপযোগী হয়ে গেছে। এভাবে আমি আমার আলু,ফুলকপি ও মাছ রান্নার রেসিপি শেষ করলাম।