বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমষ্কার/আদাব আমার বাংলা ব্লগ বাসী।আশা করি সবাই ভাল আছেন।

IMG_20220715_182316.jpg

বড় বড় মানুষেরা বলে গেছেন "বিয়ে হচ্ছে দিল্লীকা লাড্ডু,যে খায় সে পস্তায়,যে খায়না সেও পস্তায়। ঠিক তেমনি বিবাহিতরা মনে করে অবিবাহিতরা যা খুশি করতে পারে ওরা কত সুখি,আবার অবিবাহিতরা মনে করে বিবাহিত রা বউ কে নিয়ে কতই না সুখে আছে।বিবাহিত অবিবাহিত দের এই ঝগড়া অনেক পুরাতন।আর কখনো মিমাংসা হবে বলেও মনে হয়না।যাই হোক এভাবে এই বিতর্ক চলতেই থাকবে।

বর্তমানে ক্রিকেট অনেক জনপ্রিয় খেলা কোন সন্দেহ নেই। বিশেষ করে টি২০ এর জনপ্রিয়তা আকাশচুম্বি।কিন্তু এই উপমহাদেশে ক্রিকেট এর অনেক আগে থেকেই আছে ফুটবল।ক্রিকেট এর এই জনপ্রিয়তার মাঝেও কিন্তু ফুটবল তার জনপ্রিয়তা একটু ও হারায় নি। বরংচ এখনো গ্রাম বাংলা এবং মফস্বলএ ফুটবলের তুলনায় অনেক বেশি।

IMG_20220715_182523.jpg

সারাদিন সূর্য মামার রুদ্রমূর্তির জন্য বের হতে পারি নাই। বিকেলে প্রচন্ড একঘেয়েমি তে পাওয়ায় গুটিগুটি বাজারের দিকে রওনা দিচ্ছিলাম।বাইরে বের হতেই ছোট ভাই খবর দিল ঈদগাহ মাঠে পাশের গ্রামের বিবাহিত বনাম অবিবাহিত দের মাঝে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।ব্যাস রওনা দিয়ে দিলাম মাঠের দিকে।

মাঠে পৌছে দেখলাম বিবাহিত অবিবাহিত রা বসে জার্সি পরতেছে আর একে অপরকে নিয়ে ঠাট্টা করছে।অবিবাহিত রা, বিবাহিত প্রতিপক্ষ তাদের ভুড়ি নিয়ে দৌড়াতে পারবে কিনা সেসম্পর্কে সন্দেহ প্রকাশ করছে। অন্যদিকে বিবাহিত রা অবিবাহিতদের চিকন শরীর নিয়ে বলের সাথে উড়ে যাবে কিনা তা নিতে উদ্বেগ প্রকাশ করছে।

IMG_20220715_182712.jpg

এই দেখে ভেবেই নিলাম আজ ম্যাচ বেশ জমবে।২০টাকার বাদাম নিয়ে বসে পরলাম একটা সুন্দর জায়গা দেখে৷ প্রথমে কিক অফের জন্য টস করা হল।টসে বিবাহিত রা জয়লাভ করে। তাদের উৎসাহ বেড়ে যায়।আবার দুই দলের জার্সির রং একই হওয়ায় যারা টসে হেরে গেল তাদের জার্সি উলটা করে পরিধান করে।
এরপর শুরু হল ম্যাচ।প্রথম অর্ধে দুই দলই বেশ গতির সাথে খেলতে থাকে।কিন্তু সময়ের সাথে সাথে দুই দলই প্রবল আক্রমন প্রতি আক্রমন চালাতে থাকে।তারপরেও প্রথম অর্ধ গোলশূণ্য থাকে।

IMG_20220715_190359.jpg

দ্বিতীয় অর্ধে প্রথম থেকেই অবিবাহিত রা ভাল খেলতে থাকে কিন্তু কিছু সময় পড়ে তারাই নিজেদের ভেতর ভুল বোঝাবুঝির জন্য গোল খেয়ে বসে।কিন্তু অবিবাহিত রা একটু পরেই সেই গোল শোধ করে।বাকি সময় দুই দলই গোল করার প্রবল চেষ্টা চালায় কিন্তু কোন দলই গোল করতে পারে নাই।ফলাফল ম্যাচ গড়ায় টাইব্রেকার।এরপর টাইব্রেকারে৩-৩ গোলে ড্র হয়।তারপর আবার ১-১ শট এর টাইব্রেকারে৷ টাইব্রেকারে অবিবাহিত রা ১-০ তে জয়লাভ করে।

IMG_20220715_190452-1.jpg

জয়লাভের পর অবিবাহিত রা জয় উদযাপন করে।কিন্তু তারপরেও বিরোধী দলকে অসম্মানীত করে এমন কাজ করে নি।তারা তাদের সাথে কর্মদনের মাধ্যমে মাঠ ত্যাগ করে।

IMG_20220715_191352.jpg

অনেকদিন পর এরকম একটি ম্যাচ দেখতে পেরে অনেক ভাল লাগল।প্রতিটি মূহুর্তে ছিল টানটান উত্তেজনা।দর্শক প্রতিটি মুহূর্ত অনেক উপভোগ করেছে।
ডিভাইসঃপোকো এক্স২
লোকেশনঃ

Sort:  

এই ধরনের পোস্টে ক্যামেরা ডিটেইলস এবং লোকেশন দেয়ার চেষ্টা করবেন। তাহলে পোষ্টের গুণগতমান আরো ভালো হবে।

 3 years ago 

ধন্যবাদ দাদা। দিয়ে দিচ্ছি।

 3 years ago 

আপনি খুবই চমৎকারভাবে আমাদের মাঝে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচের কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরেছেন। আপনার এই ফুটবল ম্যাচের কথা দেখে আমার সেদিনের কথা খুব মনে পড়ছে যেদিন আমরাও এরকম খেলেছিলাম যদিও বিবাহিতরা আমাদের সঙ্গে হেরে গিয়েছিল। ধন্যবাদ আপনার এই সুন্দর মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

ধন্যবাদ। এভাবেই আস্তে আস্তে সব অতীতের স্মৃতি হয়ে যাবে।