আমার ক্যামেরায় ধরা প্রকৃতির এক টুকরো কাব্য
আসসালামু আলাইকুম
আশা করি, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি । ফটোগ্রাফি আমার ভীষণ প্রিয় একটি শখ—যার প্রতি আমার টান প্রতিনিয়তই বেড়ে চলছে । যখনই সুযোগ পাই, আমি চেষ্টা করি ক্যামেরার চোখ দিয়ে চারপাশকে নতুনভাবে দেখার । এই আগ্রহ আর ভালোবাসা থেকেই আমি চেষ্টা করছি নিজের ফটোগ্রাফি দক্ষতাকে আরও পরিণত করে তুলতে । আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার তোলা কিছু বিশেষ মুহূর্ত—ক্যামেরার ফ্রেমে বন্দি করা দৃশ্যগুলো, যা আমার চোখে সুন্দর লেগেছে । আশা করছি, আমার এই ফটোগ্রাফিগুলো আপনাদের মনে দাগ কাটবে এবং আপনাদের ভালো লাগবে ।
আজকের সকালে আমি হাঁটতে বের হয়েছিলাম — যেন নিজের মনের ক্লান্তি গুলো ঝেড়ে ফেলতে চাইছিলাম হঠাৎ করে চোখে পড়লো গাছের সবুজ পাতার মাঝে লুকিয়ে থাকা কিছু শুভ্র সৌন্দর্য । বৃষ্টির ফোঁটা গায়ে মেখে যেন প্রকৃতির আর্শীবাদ হয়ে ফুটে উঠেছে আর আমি, মনটা একটুখানি কাঁপা কাঁপা হাত তুলে তুলে ধরলাম ক্যামেরা । এই ছবিতে যে সাদা ফুলগুলো দেখা যাচ্ছে, তা কেবল একটি ফুল নয় – এটি প্রকৃতির মায়ার এক নিরব প্রকাশ, বৃষ্টির ফোঁটাগুলো যখন শুভ্র পাপড়ির ওপর এসে থেমে যায়, মনে হয় ঠিক যেন সময়ও এক মুহূর্তের জন্য থেমে গেছে । পেছনের সবুজ ঘন পাতার মধ্যে এই ফুলগুলো যেন একেকটি ‘নিরবতার গল্প’, যা চোখ দিয়ে অনুভব করতে হয়, শব্দ দিয়ে নয় । দুটি ফুল পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, ঠিক যেমন দুটি অনুভব একে অপরকে ছুঁয়ে থাকলেও কিছু বলে না – শুধু অনুভব করায় ।
এই ফুলগুলোকে দেখে মনে হলো, বিশ্বের কোলাহলের মাঝে যদি একটু শান্তি খুঁজে পাওয়া যায়, তবে সেটা এমন একটি ফুলের মতোই — যা কথা বলে না, কিন্তু হৃদয় ছুঁয়ে যায় । আমার ভেতরে যেন একটা প্রশান্তির ঢেউ ছড়িয়ে গেলো হঠাৎ করেই মনটা অনেক হালকা লাগছিলো, অনেকটা যেন কোনো না বলা চিঠি লিখে ফেলেছি আকাশে । এই ফটোগ্রাফি শুধুই ছবি নয়, এটি আমার মানসিক অবস্থার প্রতিচ্ছবি, বৃষ্টির মতো আমার অনুভূতিগুলোও জমে ছিলো — আর এই একটি ক্লিকেই যেন সেগুলো ঝরে পড়লো । তুমি যদি প্রকৃতিকে ভালোবাসো, তাহলে এই ফুলগুলো তোমার মনকে ছুঁয়ে যাবে ঠিক আমার মতোই ।
“ছবি তুলেছেন : @bokhtiar1444
(ভালোবাসা দিয়ে তোলা, আবেগ দিয়ে বলা)”
ছবির বিবরণ
ডিভাইস | vivo V27e |
---|---|
সংস্করণ | Android-15 |
ক্লিক | @bokhtiar1444 |
অবস্থান | কিশোরগঞ্জ, ঢাকা |
Twitter
https://x.com/BokhtiarMr90788/status/1953665135219814893?t=lq4HVEFxoCu07gMHUTgFdA&s=19
https://x.com/pussmemecoin/status/1953520133525118982?t=lq4HVEFxoCu07gMHUTgFdA&s=19
https://x.com/BokhtiarMr90788/status/1953665221417206233?t=lq4HVEFxoCu07gMHUTgFdA&s=19
https://coinmarketcap.com/community/post/366626741