নেশা বড় ভয়ংকর জিনিস, নিজের জীবন অকালেই কেড়ে নেয়
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ০১ই আগষ্ট ২০২৫ ইং
নেশা শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি সামাজিক ব্যাধি। আজ আমাদের এলাকার যে ছেলেটি আত্মহত্যা করেছে, সে ছিল চঞ্চল, প্রাণবন্ত, হাসিখুশি একজন মানুষ। ছোটবেলা থেকেই আমরা তাকে দেখেছি খেলার মাঠে, উৎসবে, নানা আয়োজনে অংশ নিতে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে যেন বদলে যেতে শুরু করল। মুখে আগের সেই হাসি থাকত না, চোখে সবসময় একটা অদ্ভুত ক্লান্তি, মনের মধ্যে এক ধরনের বিরক্তি।শুরুতে আমরা কেউ বুঝতে পারিনি, সে নেশার সাথে জড়িয়ে পড়েছে। হয়তো প্রথমে বন্ধুদের সাথে আড্ডার ছলে সিগারেট, এরপর ধীরে ধীরে গাঁজা, ইয়াবা, আরও ভয়ংকর নেশায় সে আটকে পড়ে।
পরিবারের মানুষ তাকে অনেক বুঝিয়েছে, চিকিৎসাও করানোর চেষ্টা করেছে। কিন্তু নেশা এমন একটা ভয়ানক জিনিস, যা একবার কারো শরীর মনে বাসা বাঁধলে সহজে আর তা মুক্তি দেয় না।নেশাগ্রস্ত মানুষটি ধীরে ধীরে আত্মবিশ্বাস হারায়, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, নিজেকেই যেন আর খুঁজে পায় না। সে ভাবতে শুরু করে, সে বোঝা, কারো কোনো কাজে লাগে না। এমন মানসিক অবসাদের মধ্যেই হয়তো এই ছেলেটি একসময় ভাবল, আত্মহত্যাই একমাত্র পথ। এবং ঠিক সেটাই সে করে ফেলল।
কিন্তু প্রশ্ন হলো, আমরা কী করলাম? আমরা কি আগে থেকেই কিছু করতে পারতাম না? সমাজ কীভাবে একজন তরুণকে এত একা করে দিল? বন্ধুরা, শিক্ষকরা, এমনকি প্রতিবেশীরাও কি একবারও সত্যিকারের সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছিল? নাকি আমরা কেবল নিন্দা করে দূরে সরে গিয়েছিলাম?আজ এই ছেলেটি নেই, কিন্তু তার অভিজ্ঞতা থেকে আমাদের শেখা উচিত। পরিবারে খেয়াল রাখতে হবে সন্তানের প্রতি, কার সাথে মিশছে, কী করছে। বন্ধুরা যেন একে অপরকে বিপথে না ঠেলে দেয়, বরং বিপদে সঠিক পথ দেখায়।
সমাজের দায়িত্বশীল মানুষদের উচিত স্কুল, কলেজে সচেতনতামূলক আলোচনা করা, কাউন্সেলিং সেবা নিশ্চিত করা, এবং প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করা।এভাবেই আমরা হয়তো একজনকে রক্ষা করতে পারি। হয়তো আরেকটি জীবন, আরেকটি স্বপ্ন রক্ষা পাবে এই অন্ধকার ভবিষ্যতের হাত থেকে।নেশা একটিমাত্র ক্ষণিক আনন্দের বদলে সারাজীবনের অন্ধকার। আমাদের সমাজ যদি এর বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে না দাঁড়ায়, তাহলে এমন মর্মান্তিক ঘটনা আরও ঘটতেই থাকবে।
আজকের এই কষ্ট আমাদের চোখ খুলুক। আমাদের পরিবার, সমাজ, এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে, আমাদের সবাইকেই নেশার বিরুদ্ধে সচেতন, একাত্ম এবং সক্রিয় হতে হবে। এখনই সময় পরিবর্তনের। এখনই সময় পাশে দাঁড়ানোর।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
@tipu curate
Upvoted 👌 (Mana: 8/9) Get profit votes with @tipU :)
আসলেই নেশা ভয়ঙ্কর জিনিস।যেটা এক ধরনের রোগের মতো,তাই পিছু ছাড়তে চায় না।আপনি সুন্দর লিখেছেন, ধন্যবাদ আপনাকে।