প্রাক্তন সেনাকর্তা জেনারেল বলছেন, যে সব হেলিকপ্টার, ইকুইপমেন্ট

in #afganistan4 years ago

প্রাক্তন সেনাকর্তা জেনারেল বলছেন, যে সব হেলিকপ্টার, ইকুইপমেন্ট আফগানিস্তান আর্মি ছেড়ে গিয়েছে সেগুলো সব ডিসেবল্‌ড, ব্যবহারের অযোগ্য। সেটা হলেও, সেটা হাতে পড়তে দেয়া হল কেন? হেলিকপ্টার আর অন্যান্য ইকুইপমেন্টগুলোর 'ব্যবস্থা' কেন করে যাওয়া হল না। এবার 'ব্যবস্থা' বলতে আমি কি বলতে চাইছি তা সেনাবাহিনী আর সামরিক লাইনে কাজ করা পার্সোনেলরা খুব ভালো করেই জানেন। তাদের নিজেদের ওষুধের স্বাদ কেন দেয়া গেল না? এসব অজুহাত দিয়ে লাভ কি? ২০ বছরের ট্রেনিং কি হল? মহিলারা সেনায় কেন নেই? কিজন্যে বললাম তা কুর্দিশ ওয়াইপিজে'র মেয়েরা ভালো করেই জানেন। #tv9বাংলা