ফটোগ্রাফী পোস্ট।।কয়েকটি ফটো দিয়ে একটি অ্যালবাম:—
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
ফটোগ্রাফি করা আমার একটি নেশা বলতে পারেন। ফটোগ্রাফিকে আমি একটি আর্ট ও মনে করি। কেননা এই ফটোগ্রাফির মধ্যেও মনে অন্য রকম একটা প্রশান্তি অনুভব করা যায়। কোথাও কোনো সৌন্দর্যপূর্ণ জিনিস দেখলেই সেটি ক্যামেরাবন্দি করে নিই আমি। এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যদিওবা প্রফেশনাল ফটোগ্রাফার না,কিন্তু আমি আমার পক্ষ থেকে যথাসাধ্যভাবে চেষ্টা করি আমার করা ফটোগ্রাফি গুলি আপনাদের দৃষ্টি আকর্ষণীয় করার জন্য। আশা করি আপনারা আমার করা ফটোগ্রাফি সম্বন্ধে নিচের কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মন্তব্য জানাবেন। চলুন তাহলে এবার ফটোগ্রাফির পর্ব টি শুরু করি।
📸ফটোগ্রাফি এক📸:
- এটি হচ্ছে নয়নতারা ফুলের ফটোগ্রাফি। নয়ন তারা ফুল সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। সাধারণত বসতবাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্যই এই ফুলের গাছ মানুষ সব থেকে বেশি তাদের বাড়িতে রোপন করে থাকে। নয়নতারা ফুল কয়েকটা কালারের মত হয়ে থাকে। তবে সব থেকে বেশি জনপ্রিয় হলো বেগুনি কালার এবং সাদা কালারের। এই ফুলের পাঁচটা বা ছয়টা পর্যন্ত পাপড়ি হয়ে থাকে।
📸ফটোগ্রাফি দুই📸:
- এটা হচ্ছে মালটার ফটোগ্রাফী। মালটা সম্পর্কে তো আমাদের প্রত্যেকেরই জানা আছে। তবে বর্তমানে বাজারে কমলা কালারের চেয়ে কাচা কালারের মালটা দেখা যায় তার ব্যতিক্রমী তথা কাচা কালারের কিছু মালটা দেখা যায়। যেগুলোতে রস অনেকটাই হয়ে থাকে আবার দামেও অনেকটা কম। অবশ্য যারা খেয়েছেন তাদের কাছে নতুন করে এই মালটার বিষয় বলার মত কিছুই নেই।
📸ফটোগ্রাফি তিন📸:
- সাদা রঙের মস গোলাপ ফুল। মস গোলাপ ফুলের ব্যাপক জাত রয়েছে। তার মধ্যে সাদা কালার অন্যতম। তবে হলুদ কালারের মস গোলাপ ফুল সব থেকে বেশি জনপ্রিয়। এই ফুলের পাপড়িগুলো অনেকটা ঘন ঘন হয়ে থাকে। দেখতে ভীষণ সুন্দর লাগে। আমার কাছে তো পছন্দের ফুল গুলোর মধ্যে একটি হলো মস গোলাপ ফুল।
📸ফটোগ্রাফি চার 📸:
- আর এই ফুলের নাম হলো কেম্পফেরিয়া রোটুন্ডা। এটি দারুন রকমের একটি ফুল। বলতে গেলে আদা শ্রেণীর অন্তর্ভুক্ত। এই ফুলটি বাংলাদেশ নেপাল ভুটান এবং মালয়েশিয়াতে সবথেকে বেশি জন্মায়। গাছের পাতাগুলো মোটা মোটা এবং বড় বড় আকৃতির হয়ে থাকে। একই সাথে দুটো করে ফুল ফুটে থোকায় থোকায়।
📸ফটোগ্রাফি পাঁচ 📸:
- এটা হলো সান রোজ ফুল। সান রোজ ফুল সৌন্দর্যতার আরেক প্রতীক। এই ফুলের দুই থেকে তিনটি পাপড়ি হয়ে থাকে। আর পাপড়িগুলো একটি সাথে আরেকটা খুবই কাছাকাছি ভাবে ঘোছানো থাকে। দেখতে দারুন লাগে। তবে এই ফুলের সুগন্ধ নেই। চিকন চিকন ডালের মধ্যে ছোট ছোট পাতা এবং তার মধ্যে এই ফুলের জন্ম হয়ে থাকে।
📸ফটোগ্রাফি ছয়📸:
- এটা হচ্ছে গোলাপী রঙের মস গোলাপ ফুলের ফটোগ্রাফী। মস গোলাপ ফুলের আরেকটি কালার হলো গোলাপি রঙের। এই ফুল সাধারণত দেখতে প্রায় গোলাপ ফুলের মতোই দেখায় যার কারণে একে গোলাপের খানিকটা নাম দেওয়া হয়েছে। পাপড়িগুলো খুবই গোছালো এবং ঘন ঘন হয়ে থাকে। পাতাগুলো খুবই চিকন এবং সূচালো থাকে।
আমার লিখে যাওয়া প্লাটফর্মের লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
আজকে আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। তবে বিশেষ করে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি এবং সাদা মস গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। এবং সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আজকে আপনি ভিন্ন ভিন্ন কয়েকটি ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফুল ফুটতে দেখতে পাই। যেটা আমরা উপভোগ করে থাকি। যেটা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে ।তাছাড়াও মালটার ফটোগ্রাফি খুবই সুন্দর ছিল।
https://x.com/mdetshahidislam/status/1950206004043411583?t=QouP5Xh0pZMJff7r2DqXWQ&s=19
https://x.com/mdetshahidislam/status/1950207130935402975?t=eCHQ5a0XcGEDVuWuOZkjSw&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1950100943883895039?t=KBN4uNAtqT-JH6JfPb6xnA&s=19
চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ভীষণই ভালো লাগলো প্রত্যেকটি ফটোগ্রাফি।কেম্পফেরিয়া রোটুন্ডা ফুলটি আমি আগে কখনো দেখিনি, ভীষণ সুন্দর দেখতে। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভীষণ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুল আমার খুব পছন্দের তাই ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আরে বাহ্ আপনি তো দেখে খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। আসলে এ ধরনের ফটোগ্রাফি গুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি দেখে। আপনি বরাবরই খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে নয়নতারা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। দারুন দারুন ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।
ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। তবে আপনার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে সত্যি খুব ভালো লাগলো। আর সবগুলো ফটোগ্রাফি ফুলের আমার কাছে চমৎকার লাগলো। এ ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়। ভালো লাগার মত ফটোগ্রাফি করে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে বেশ ভালই লাগছে৷ যেভাবে আপনি এখানে একের পর এক সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এর মধ্যে তিন নাম্বার এবং পাঁচ নাম্বারে আপনি যে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷