আমার লেখা কবিতা //প্রকৃতির প্রেম
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আজ আমি প্রকৃতির সৌন্দর্য নিয়ে একটি কবিতা লিখেছি। প্রকৃতি সবসময়ই আমাকে মুগ্ধ করে, তাই আজকের কবিতায় আমি সেই ভালোবাসাটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সবুজ মাঠ, নীল আকাশ, পাখির গান, নদীর ঢেউ আর ফুলের গন্ধসব মিলিয়ে প্রকৃতি যে এক অপার সৌন্দর্যের ভাণ্ডার, সেটাই আমার কবিতার মূল ভাবনা।কবিতা লেখার সময় আমি অনুভব করেছি প্রকৃতির সাথে মানুষের গভীর সম্পর্ক। প্রকৃতি আমাদের জীবন দেয়, শান্তি দেয়, আনন্দ দেয়। কবিতায় আমি চাঁদের আলো, ঝর্ণার সুর, বসন্তের ফুল আর শরতের কাশফুলের কথা লিখেছি। এগুলো আমার মনে শান্তির সুর তোলে, আর তাই কবিতায় জায়গা পেয়েছে।এই কবিতাটি লিখে আমার ভীষণ ভালো লেগেছে। প্রকৃতিকে ভালোবাসা ও রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমি চাই সবাই প্রকৃতির সৌন্দর্য অনুভব করুক এবং তাকে ভালোবাসুক।
প্রকৃতির রূপে আছে অপার জাদু,
সবুজের বুকে মিশে যায় চাঁদের কাদু।
নীল আকাশে মেঘের খেলা,
পাহাড়ে বাজে ঝর্ণার বেলা।
শিশির ভেজা ঘাসের গন্ধে,
মন হারিয়ে যায় স্বপ্নের ছন্দে।
নদীর বুকে সূর্যের আলো,
সোনালি রঙে রঙিন কালো।
বনের মাঝে পাখির গান,
ডাকে জাগায় প্রাণে প্রাণ।
ফুলের গন্ধে মাতাল হাওয়া,
প্রকৃতি যেন কবির ছাওয়া।
সন্ধ্যার আকাশ লালিমা ছুঁয়ে,
তারার মেলা রাতকে বুঁয়ে।
চাঁদের আলো নদীর বুকে,
ঝিকিমিকি স্বপ্ন ডাকে সুখে।
শীতের কুয়াশা, গ্রীষ্মের রোদ,
বর্ষার ধারা আনে আনন্দোদ।
বসন্তের ফুলে জীবন মেলে,
শরতের সাদা কাশে মন খেলেছে খেলে।
প্রকৃতি আমাদের মায়ের মতো,
রক্ষা করে স্নেহে যত।
এই রূপ-গান, এই রঙিন ছন্দ,
মানুষের প্রাণে আনে আনন্দ।
এসো সবাই প্রকৃতির কাছে,
ভালোবাসা দেই, যতনে বাঁচে।
সবুজে গড়ি সুন্দর ধরা,
প্রকৃতির সাথেই সুখের ধারা।
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।